ETV Bharat / bharat

Aurangabad Murder প্রেমিকা খুনে অভিযুক্ত সাংবাদিক, দেহাংশ লোপাট করতে গিয়ে ধৃত - Journalist Arrested for Killing Lover

মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায় এক বিবাহিত মহিলাকে খুন করার অভিযোগে গ্রেফতার করা হল সাংবাদিককে ৷ পুলিশ অভযুক্তকে গ্রেফতার করেছে (Journalist Arrested for Killing Lover) ৷

Aurangabad Murder
ঔরঙ্গাবাদে প্রেমিকার দেহ টুকরো করল সাংবাদিক
author img

By

Published : Aug 19, 2022, 10:13 AM IST

ঔরঙ্গাবাদ (মহারাষ্ট্র), 19 অগস্ট: খুন এবং প্রমাণ লোপাটের অভিযোগে এক সাংবাদিককে গ্রেফতার করল পুলিশ (Journalist Arrested for Killing Lover) ৷ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায় ৷ ধৃতের নাম সৌরভ লাখে (৩৫) ৷

অভিযোগ, সৌরভের সঙ্গে এক মহিলার সম্পর্ক ছিল ৷ মহিলাটি বিবাহিত এবং তাঁর একটি তিন বছরের সন্তান রয়েছে ৷ 24 বছর বয়সি ওই মহিলা আদতে শিউরের বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে । পুলিশ জানিয়েছে, ফ্রিল্যান্স রিপোর্টার হিসেবে কাজ করা সৌরভ লাখেরের সঙ্গে মেয়েটির সম্পর্ক ছিল ।

সম্প্রতি মহিলা তাঁর পরিবার ছেড়ে চলে গিয়েছিলেন এবং হুডকো এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন ৷ সেখানেই লাখে তাঁকে দেখতে যেতেন ৷ সূত্রের খবর, ওই মহিলা লাখেকে বিয়ের প্রস্তাব দেন ৷ কিন্তু কোনও না কোনওভাবে মহিলার প্রস্তাব ফিরিয়ে দিতে থাকেন ধৃত সাংবাদিক । এনিয়ে দু'জনের মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকত। ঘটনার দিন 15 অগস্ট অশান্তি চরমে ওঠে । এরপরই ওই মহিলাকে শ্বাসরোধ করে খুন করে এবং তাঁর দেহ টুকরো টুকরো করে ফেলা হয় বলে অভিযোগ ৷

আরও পড়ুন: কাকিমার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে ভাইপোকে খুন, গ্রেফতার অভিযুক্ত

পরের দিন লাখে ওই মহিলার মাথা ও হাত শিউরের একটি গোডাউনে রেখে দেয় । এরপর বুধবার যখন সৌরভ দেহের অবশিষ্ট অংশগুলি নিয়ে যাচ্ছিল তখন বাড়ির মালিক তাঁকে দেখে ফেলেন । তিনিই পুলিশকে খবর দেন ৷ ঘটনাস্থল থেকে খুন ও প্রমাণ লোপাটের অভিযোগে লাখেকে গ্রেফতার করা হয়েছে ।

ঔরঙ্গাবাদ (মহারাষ্ট্র), 19 অগস্ট: খুন এবং প্রমাণ লোপাটের অভিযোগে এক সাংবাদিককে গ্রেফতার করল পুলিশ (Journalist Arrested for Killing Lover) ৷ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায় ৷ ধৃতের নাম সৌরভ লাখে (৩৫) ৷

অভিযোগ, সৌরভের সঙ্গে এক মহিলার সম্পর্ক ছিল ৷ মহিলাটি বিবাহিত এবং তাঁর একটি তিন বছরের সন্তান রয়েছে ৷ 24 বছর বয়সি ওই মহিলা আদতে শিউরের বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে । পুলিশ জানিয়েছে, ফ্রিল্যান্স রিপোর্টার হিসেবে কাজ করা সৌরভ লাখেরের সঙ্গে মেয়েটির সম্পর্ক ছিল ।

সম্প্রতি মহিলা তাঁর পরিবার ছেড়ে চলে গিয়েছিলেন এবং হুডকো এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন ৷ সেখানেই লাখে তাঁকে দেখতে যেতেন ৷ সূত্রের খবর, ওই মহিলা লাখেকে বিয়ের প্রস্তাব দেন ৷ কিন্তু কোনও না কোনওভাবে মহিলার প্রস্তাব ফিরিয়ে দিতে থাকেন ধৃত সাংবাদিক । এনিয়ে দু'জনের মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকত। ঘটনার দিন 15 অগস্ট অশান্তি চরমে ওঠে । এরপরই ওই মহিলাকে শ্বাসরোধ করে খুন করে এবং তাঁর দেহ টুকরো টুকরো করে ফেলা হয় বলে অভিযোগ ৷

আরও পড়ুন: কাকিমার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে ভাইপোকে খুন, গ্রেফতার অভিযুক্ত

পরের দিন লাখে ওই মহিলার মাথা ও হাত শিউরের একটি গোডাউনে রেখে দেয় । এরপর বুধবার যখন সৌরভ দেহের অবশিষ্ট অংশগুলি নিয়ে যাচ্ছিল তখন বাড়ির মালিক তাঁকে দেখে ফেলেন । তিনিই পুলিশকে খবর দেন ৷ ঘটনাস্থল থেকে খুন ও প্রমাণ লোপাটের অভিযোগে লাখেকে গ্রেফতার করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.