ETV Bharat / bharat

Journalist among 8 stripped in MP : বিজেপি বিধায়কের বিরুদ্ধে বিক্ষোভ, খবর করায় সাংবাদিককে অর্ধনগ্ন করে মার পুলিশের - সাংবাদিককে অর্ধনগ্ন করে হেনস্থা

বিজেপি বিধায়কের বিরুদ্ধে খবর করায় সাংবাদিক-সহ 8 জনকে অর্ধনগ্ন (Journalist among 8 stripped down to underwear) করে বেধড়ক মারধর করল মধ্যপ্রদেশের সিধি জেলার পুলিশ (MP Journalist news)৷

Journalist among 8 stripped down to underwear, detained for 18 hours in MP
বিজেপি বিধায়কের বিরুদ্ধে খবর করায় সাংবাদিক-সহ 8 জনকে অর্ধনগ্ন করে মারধর পুলিশের
author img

By

Published : Apr 8, 2022, 9:35 AM IST

Updated : Apr 8, 2022, 10:30 AM IST

সিধি (মধ্যপ্রদেশ), 8 এপ্রিল : বিজেপি বিধায়কের বিরুদ্ধে বিক্ষোভের খবর করছিলেন এক সাংবাদিক ৷ সেই কারণে তাঁকে আটক করে থানায় নিয়ে গিয়ে বেধড়ক মারধর করার (Journalist among 8 stripped down to underwear) অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে ৷ এখানেই শেষ নয় ৷ ওই সাংবাদিককে অর্ধনগ্ন করে চরম হেনস্থা (Journalist among 8 stripped in MP) করা হয়েছে বলে অভিযোগ ৷ একই রকম আচরণ করা হয়েছে নাট্যশিল্পী-সহ আরও 7 জনের সঙ্গে ৷ থানায় তাঁদের শুধুমাত্র অন্তর্বাস পরে দাঁড়িয়ে থাকার ছবি ভাইরাল হয়েছে নেটমাধ্যমে ৷ উঠেছে নিন্দার ঝড় ৷

অবাক করা এই ঘটনার সাক্ষী মধ্যপ্রদেশের সিধি জেলা (MP Journalist news) ৷ ঘটনাটি ঘটে 2 এপ্রিল ৷ সোশ্যাল মিডিয়ায় বিজেপি বিধায়ক কেদারনাথ শুক্লার বিরুদ্ধে অশালীন মন্তব্য করার অভিযোগে পুলিশ গ্রেফতার করেছিল নাট্যশিল্পী নীরজ কুন্দরকে ৷ তাঁর গ্রেফতারির প্রতিবাদে কোতোয়ালি থানার কাছে বিক্ষোভে সামিল হন তাঁর সহকর্মীরা ৷ সেই বিক্ষোভের খবর করছিলেন স্থানীয় ইউটিউব সাংবাদিক কনিষ্ক তিওয়ারি ৷ তিনি একটি সংবাদ চ্যানেলেও সাংবাদিকতা করেন ৷ তিনি বিক্ষোভের খবর করা শুরু করলেই তাঁকে ও বিক্ষোভকারীদের আটক করে পুলিশ ৷ ধৃতদের জামাকাপড় খুলতে বাধ্য করা হয় ৷ এরপর চলে বেধড়ক মারধর, মশকরা, হেনস্থা ৷ প্রায় 18 ঘণ্টা ওই অবস্থায় গারদে রাখা হয় ধৃতদের ৷ দুষ্কৃতীর তকমা দিয়ে তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 151 ধারায় মামলা দায়ের করে পুলিশ ৷ পরের দিন ওই আটজনকে জামিনে মুক্তি দেওয়া হয় ৷

আরও পড়ুন: CP On Traffic Police Harassment : ট্রাফিক পুলিশের হেনস্থা রুখতে বাড়তি দায়িত্ব স্থানীয় থানার, নির্দেশ নগরপালের

'mpsandeshnews24' নামে ইউটিউব চ্যানেলের সাংবাদিক তিওয়ারি ইটিভি ভারতকে জানিয়েছেন, ওই বিধায়কের বিরুদ্ধে খবর করলে ধৃত সাংবাদিককে নগ্ন করে রাস্তায় ঘোরানো হবে বলে হুমকি দিয়েছেন থানার ইনচার্জ অভিষেক সিং পারিহার ৷ সাংবাদিকের অভিযোগ, "2 এপ্রিল রাত 8টা নাগাদ আমাদের গ্রেফতার করা হয় ৷ আমাদের জামাকাপড় খুলিয়ে মারধর করা হয় এবং পরের দিন সন্ধে 6টা পর্যন্ত হেনস্থা করা হয় ৷ যে ছবিটি ভাইরাল হয়েছে তা অভিষেক সিং পারিহারের তোলা ৷ ছবিতে আমাদের দুই জন সাংবাদিককে দেখা যাচ্ছে ৷ বাকিরা হলেন স্থানীয় নাট্যশিল্পী তথা আরটিআই কর্মী যাঁরা নীরজ কুন্দর মামলার প্রতিবাদ করছিলেন ৷"

এ ভাবে সাংবাদিক ও নাট্যশিল্পীদের বিবস্ত্র করে হেনস্থা করার ছবি ভাইরাল হতেই সোশ্যাল মাধ্যমে উঠেছে নিন্দার ঝড় ৷ যদিও সিধির পুলিশ সুপার মুকেশ কুমারের দাবি, যাঁরা থানার বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন, তাঁরা আপত্তিকর স্লোগান দিচ্ছিলেন ৷ পুলিশ তাঁদের বুঝিয়েছে তবু তাঁরা শোনেননি ৷ বিক্ষোভকারীদের অনেক রাতে গ্রেফতার করা হয়েছে ৷ কেন ধৃতদের জামাকাপড় খুলিয়ে হেনস্থা করা হল সেই প্রশ্ন করলে পুলিশ সুপার বলেন, "ছবিগুলির সম্পর্কে জানতে পেরেছি ৷ কী অবস্থায় কেন ছবিগুলি তোলা হয়েছে, তার তদন্ত করছি ৷ ডিএসপি বিষয়টি দেখছেন ৷"

সিধি (মধ্যপ্রদেশ), 8 এপ্রিল : বিজেপি বিধায়কের বিরুদ্ধে বিক্ষোভের খবর করছিলেন এক সাংবাদিক ৷ সেই কারণে তাঁকে আটক করে থানায় নিয়ে গিয়ে বেধড়ক মারধর করার (Journalist among 8 stripped down to underwear) অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে ৷ এখানেই শেষ নয় ৷ ওই সাংবাদিককে অর্ধনগ্ন করে চরম হেনস্থা (Journalist among 8 stripped in MP) করা হয়েছে বলে অভিযোগ ৷ একই রকম আচরণ করা হয়েছে নাট্যশিল্পী-সহ আরও 7 জনের সঙ্গে ৷ থানায় তাঁদের শুধুমাত্র অন্তর্বাস পরে দাঁড়িয়ে থাকার ছবি ভাইরাল হয়েছে নেটমাধ্যমে ৷ উঠেছে নিন্দার ঝড় ৷

অবাক করা এই ঘটনার সাক্ষী মধ্যপ্রদেশের সিধি জেলা (MP Journalist news) ৷ ঘটনাটি ঘটে 2 এপ্রিল ৷ সোশ্যাল মিডিয়ায় বিজেপি বিধায়ক কেদারনাথ শুক্লার বিরুদ্ধে অশালীন মন্তব্য করার অভিযোগে পুলিশ গ্রেফতার করেছিল নাট্যশিল্পী নীরজ কুন্দরকে ৷ তাঁর গ্রেফতারির প্রতিবাদে কোতোয়ালি থানার কাছে বিক্ষোভে সামিল হন তাঁর সহকর্মীরা ৷ সেই বিক্ষোভের খবর করছিলেন স্থানীয় ইউটিউব সাংবাদিক কনিষ্ক তিওয়ারি ৷ তিনি একটি সংবাদ চ্যানেলেও সাংবাদিকতা করেন ৷ তিনি বিক্ষোভের খবর করা শুরু করলেই তাঁকে ও বিক্ষোভকারীদের আটক করে পুলিশ ৷ ধৃতদের জামাকাপড় খুলতে বাধ্য করা হয় ৷ এরপর চলে বেধড়ক মারধর, মশকরা, হেনস্থা ৷ প্রায় 18 ঘণ্টা ওই অবস্থায় গারদে রাখা হয় ধৃতদের ৷ দুষ্কৃতীর তকমা দিয়ে তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 151 ধারায় মামলা দায়ের করে পুলিশ ৷ পরের দিন ওই আটজনকে জামিনে মুক্তি দেওয়া হয় ৷

আরও পড়ুন: CP On Traffic Police Harassment : ট্রাফিক পুলিশের হেনস্থা রুখতে বাড়তি দায়িত্ব স্থানীয় থানার, নির্দেশ নগরপালের

'mpsandeshnews24' নামে ইউটিউব চ্যানেলের সাংবাদিক তিওয়ারি ইটিভি ভারতকে জানিয়েছেন, ওই বিধায়কের বিরুদ্ধে খবর করলে ধৃত সাংবাদিককে নগ্ন করে রাস্তায় ঘোরানো হবে বলে হুমকি দিয়েছেন থানার ইনচার্জ অভিষেক সিং পারিহার ৷ সাংবাদিকের অভিযোগ, "2 এপ্রিল রাত 8টা নাগাদ আমাদের গ্রেফতার করা হয় ৷ আমাদের জামাকাপড় খুলিয়ে মারধর করা হয় এবং পরের দিন সন্ধে 6টা পর্যন্ত হেনস্থা করা হয় ৷ যে ছবিটি ভাইরাল হয়েছে তা অভিষেক সিং পারিহারের তোলা ৷ ছবিতে আমাদের দুই জন সাংবাদিককে দেখা যাচ্ছে ৷ বাকিরা হলেন স্থানীয় নাট্যশিল্পী তথা আরটিআই কর্মী যাঁরা নীরজ কুন্দর মামলার প্রতিবাদ করছিলেন ৷"

এ ভাবে সাংবাদিক ও নাট্যশিল্পীদের বিবস্ত্র করে হেনস্থা করার ছবি ভাইরাল হতেই সোশ্যাল মাধ্যমে উঠেছে নিন্দার ঝড় ৷ যদিও সিধির পুলিশ সুপার মুকেশ কুমারের দাবি, যাঁরা থানার বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন, তাঁরা আপত্তিকর স্লোগান দিচ্ছিলেন ৷ পুলিশ তাঁদের বুঝিয়েছে তবু তাঁরা শোনেননি ৷ বিক্ষোভকারীদের অনেক রাতে গ্রেফতার করা হয়েছে ৷ কেন ধৃতদের জামাকাপড় খুলিয়ে হেনস্থা করা হল সেই প্রশ্ন করলে পুলিশ সুপার বলেন, "ছবিগুলির সম্পর্কে জানতে পেরেছি ৷ কী অবস্থায় কেন ছবিগুলি তোলা হয়েছে, তার তদন্ত করছি ৷ ডিএসপি বিষয়টি দেখছেন ৷"

Last Updated : Apr 8, 2022, 10:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.