ETV Bharat / bharat

Manish Sisodia বিজেপিতে যোগ দিলে সমস্ত মামলা থেকে মুক্তি পেতাম, পারদ চড়ালেন কেজরিওয়ালের ডেপুটি

আগুনে ঘি ঢাললেন কেজরিওয়ালের ডেপুটি ৷ মণীশ সিসোদিয়া জানালেন, তাঁকে আপ ভেঙে গেরুয়াশিবিরে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল (Manish Sisodia claims that BJP approached him) ৷ বিনিময়ে তাঁর বিরুদ্ধে চলা সমস্ত মামলা বন্ধ হয়ে যেত (Manish Sisodia Claims big on BJP ) ৷ কিন্তু, আদর্শের খাতিরেই তিনি সেই প্রস্তাব নস্যাৎ করে দেন ৷

Etv Bharat
Manish Sisodia
author img

By

Published : Aug 22, 2022, 12:18 PM IST

নয়াদিল্লি, 22 অগস্ট: আপ বনাম বিজেপি দ্বৈরথে কয়েকদিন ধরেই উত্তাল দিল্লির রাজনীতি (AAP-BJP clash in Delhi) ৷ রবিবার জানা গিয়েছিল, উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া-সহ 15 জনের বিরুদ্ধে লুক-আউট নোটিশ জারি করেছে সিবিআই ৷ দিনভর নাটক, টুইট যুদ্ধ চলার পর শেষপর্যন্ত জানা গেল সেরকম কিছু হয়নি ৷ তবে লুক-আউট নোটিশ জারি করার কথা ভাবছে সিবিআই । এবার তাতেই নতুন পরত চড়ালেন কেজরিওয়ালের ডেপুটি (BJP offered me a deal Sisodia claimed) ৷

সোমবার সকালে একটি টুইট করে মণীশ (Manish Sisodia) দাবি করেন, তাঁকে দলে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিল বিজেপি ৷ বিনিময়ে ইডি, সিবিআই-সহ অন্যান্য তদন্তকারী সংস্থার হাত থেকে মুক্ত করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতিও দিয়েছিল (Manish Sisodia Claims big on BJP ) ৷ একই সঙ্গে তিনি বলেন, "আমি সাফ জানিয়ে দিয়েছি, আমার বিরুদ্ধে দায়ের হওয়া প্রতিটি কেস ভুয়ো ৷ আমি কোনওভাবেই দুর্নীতিগ্রস্থদের দলে যোগ দেব না ৷"

  • मेरे पास भाजपा का संदेश आया है- “आप” तोड़कर भाजपा में आ जाओ, सारे CBI ED के केस बंद करवा देंगे

    मेरा भाजपा को जवाब- मैं महाराणा प्रताप का वंशज हूँ, राजपूत हूँ। सर कटा लूँगा लेकिन भ्रष्टाचारियो-षड्यंत्रकारियोंके सामने झुकूँगा नहीं। मेरे ख़िलाफ़ सारे केस झूठे हैं।जो करना है कर लो

    — Manish Sisodia (@msisodia) August 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : মণীশ সিসোদিয়াদের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি হয়নি, জানাল সিবিআই

দিল্লিতে চলা রাজনৈতিক উত্তেজনা প্রসঙ্গে মণীশ জানিয়েছিলেন, 2024 সালের নির্বাচন আপ বনাম বিজেপি-র মধ্যেই হবে ৷ কেন্দ্রের সমস্যা আবগারি নীতি নিয়ে নয়, ওদের মাথাব্যথার কারণ আপ-প্রধান অরবিন্দ কেজরিওয়াল ৷ কোনও বেআইনি কাজ করেননি বলে দাবি করেছিলেন শিক্ষামন্ত্রী এবং আবগারি মন্ত্রী ৷

নয়াদিল্লি, 22 অগস্ট: আপ বনাম বিজেপি দ্বৈরথে কয়েকদিন ধরেই উত্তাল দিল্লির রাজনীতি (AAP-BJP clash in Delhi) ৷ রবিবার জানা গিয়েছিল, উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া-সহ 15 জনের বিরুদ্ধে লুক-আউট নোটিশ জারি করেছে সিবিআই ৷ দিনভর নাটক, টুইট যুদ্ধ চলার পর শেষপর্যন্ত জানা গেল সেরকম কিছু হয়নি ৷ তবে লুক-আউট নোটিশ জারি করার কথা ভাবছে সিবিআই । এবার তাতেই নতুন পরত চড়ালেন কেজরিওয়ালের ডেপুটি (BJP offered me a deal Sisodia claimed) ৷

সোমবার সকালে একটি টুইট করে মণীশ (Manish Sisodia) দাবি করেন, তাঁকে দলে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিল বিজেপি ৷ বিনিময়ে ইডি, সিবিআই-সহ অন্যান্য তদন্তকারী সংস্থার হাত থেকে মুক্ত করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতিও দিয়েছিল (Manish Sisodia Claims big on BJP ) ৷ একই সঙ্গে তিনি বলেন, "আমি সাফ জানিয়ে দিয়েছি, আমার বিরুদ্ধে দায়ের হওয়া প্রতিটি কেস ভুয়ো ৷ আমি কোনওভাবেই দুর্নীতিগ্রস্থদের দলে যোগ দেব না ৷"

  • मेरे पास भाजपा का संदेश आया है- “आप” तोड़कर भाजपा में आ जाओ, सारे CBI ED के केस बंद करवा देंगे

    मेरा भाजपा को जवाब- मैं महाराणा प्रताप का वंशज हूँ, राजपूत हूँ। सर कटा लूँगा लेकिन भ्रष्टाचारियो-षड्यंत्रकारियोंके सामने झुकूँगा नहीं। मेरे ख़िलाफ़ सारे केस झूठे हैं।जो करना है कर लो

    — Manish Sisodia (@msisodia) August 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : মণীশ সিসোদিয়াদের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি হয়নি, জানাল সিবিআই

দিল্লিতে চলা রাজনৈতিক উত্তেজনা প্রসঙ্গে মণীশ জানিয়েছিলেন, 2024 সালের নির্বাচন আপ বনাম বিজেপি-র মধ্যেই হবে ৷ কেন্দ্রের সমস্যা আবগারি নীতি নিয়ে নয়, ওদের মাথাব্যথার কারণ আপ-প্রধান অরবিন্দ কেজরিওয়াল ৷ কোনও বেআইনি কাজ করেননি বলে দাবি করেছিলেন শিক্ষামন্ত্রী এবং আবগারি মন্ত্রী ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.