ওয়াশিংটন, 18 মে : আগামী ছ'সপ্তাহের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে 8 কোটি ভ্য়াকসিন পাঠাবে আমেরিকা ৷ সোমবার (স্থানীয় সময়ে) এই ঘোষণা করলেন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ আজ পর্যন্ত কোনো দেশ যে ভ্যাকসিন পাঠিয়েছে, তার প্রায় পাঁচগুণ আর সারা বিশ্বে উৎপাদিত ভ্যাকসিনের 13 % ৷
এই প্রসঙ্গে তিনি বলেন, "যতক্ষণ না সারা বিশ্ব প্যানডেমিক থেকে মুক্তি পাচ্ছে, ততক্ষণ আমেরিকাও পুরোপুরি সুরক্ষিত নয় ... এটাই ঠিক কাজ, এটা স্মার্ট কাজ ৷ এটাই একটা শক্তিশালী পদক্ষেপ ৷"
আরো পড়ুন : কর্নাটকে ভোটের ডিউটিতে যাওয়া 52 শিক্ষকের করোনায় মৃ্ত্য়ু
এর মধ্য়ে অ্যাস্ট্রাজেনেকা তো আছেই, রয়েছে ফাইজার, জনসন অ্যান্ড জনসন, মডার্না মিলিয়ে 2 কোটি ডোজ ৷ তবে আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন একবার ছাড়পত্র দিলেই দেশে উৎপন্ন অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন বিতরণ করতে শুরু করবে আমেরিকা ৷ 4 জুলাইয়ের মধ্যে বিভিন্ন দেশে 6 কোটি অ্যাস্ট্রাজেনেকা পাঠাবার কথা জানিয়েছে বাইডেন ৷ তাঁর এই সিদ্ধান্ত রাশিয়া আর চিনের ভ্যাকসিন সরবরাহকেও ছাপিয়ে যাবে ৷
ভ্যাকসিন নিয়ে বিশ্বে আমেরিকার অবস্থান স্পষ্ট করতে বাইডেন বলেন, "আমরা বিশ্বকে আমাদের মূল্যবোধ দিয়ে নেতৃত্ব দিতে চাই...প্যানডেমিককে শেষ করব বলে আমরা এই ভ্যাকসিন ভাগ করে দিচ্ছি ৷ এমন নয় যে এর প্রতিদানে অন্য দেশ থেকে কোনো কৃতিত্ব দাবি করব ৷" স্টেট অফ ইউনিয়নে তিনি বলেন, আগামী দিনে আমেরিকা ভ্যাকসিন সরবরাহের "আর্সেনাল" অর্থাৎ ভান্ডারে পরিণত হবে ৷
হোয়াইট হাউজ প্রেস সেক্রেটারি জেন সাকি উল্লেখ করেছেন বিশ্বে এখনো কোনো দেশ এত ভ্যাকসিন দেয়নি, এটাই সর্বোচ্চ ৷