ETV Bharat / bharat

জেএনইউ ঘটনায় কানহাইয়া সহ অভিযুক্তদের চার্জশিটের নথি দিতে নির্দেশ আদালতের - জেএনইউ

কানহাইয়ার আইনজীবী সুশীল বাজাজ বলেন, "কানহাইয়ার যেহেতু সামাজিক বেশ কিছু দায়িত্ব রয়েছে সেকারণে আদালত তাঁকে জামিন দিয়েছে ৷ পুরো বিষয়টি আদালত আবার শুনবে বলে জানিয়েছে৷ "

jnu
কানহাইয়া (ফাইল ফোটো)
author img

By

Published : Mar 15, 2021, 10:09 PM IST

নয়াদিল্লি, 15 মার্চ : জেএনইউ-র ঘটনায় চার্জশিট ও প্রয়োজনীয় তথ্য় অভিযুক্তদের দিতে দিল্লি পুলিশকে নির্দেশ দিল পাতিয়ালা হাউস কোর্ট ৷ ঘটনায় অভিযুক্তের তালিকায় নাম আছে কানহাইয়া কুমার ও তাঁর কয়েকজন সঙ্গী ৷ ওই মামলাটির ফের শুনানি হবে 7 এপ্রিল ৷

পাতিয়ালা হাউস কোর্টের প্রধান বিচারক ড. পঙ্কজ শর্মা দিল্লি পুলিশকে নির্দেশ দিয়েছেন, যত দ্রুত সম্ভব জেএনইউ মামলায় চার্জশিটের নথি অভিযুক্তদের দিতে হবে ৷ কানহাইয়া সহ যে সব অভিযুক্তদের নাম তালিকায় রয়েছে সবাইকে তা দিতে হবে ৷

আরও পড়ুন- আজ বিজেপির কোর কমিটির বৈঠক, রণনীতি বাতলে দেবেন শাহ

এবিষয়ে জানতে চাওয়া হলে কানহাইয়ার আইনজীবী সুশীল বাজাজ বলেন, "কানহাইয়ার যেহেতু সামাজিক বেশ কিছু দায়িত্ব রয়েছে সেকারণে আদালত তাঁকে জামিন দিয়েছে ৷ পুরো বিষয়টি আদালত আবার শুনবে বলে জানিয়েছে৷ "

কী অভিযোগ -

জেএনইউ-র পড়ুয়া কানহাইয়া, উমর খালিদ এবং অনির্বাণ ভট্টাচার্য-র বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তাঁরা বিশ্ববিদ্যালয় চত্বরে দেশবিরোধী স্লোগান তুলেছিলেন ৷ এছাড়াও ওই ঘটনায় নাম জড়িয়েছিল আকিব হোসেন, মুনিব হোসেন, উমর গুল, রাইয়া রসুল, বসির ভাট এবং বাসরত নামে আরও ছয় পড়ুয়ার ৷ তাদের মধ্য়ে জেএনইউ সহ জামিয়া মিলিয়া ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্য়ালয়ের পড়ুয়ারা আছেন ৷

অভিযুক্ত সকলকেই জামিন দিয়েছে আদালত ৷ এছাড়াও আরও কয়েকজন পড়ুয়ার নাম অভিযোগের তালিকায় ছিল ৷ কিন্তু তাঁদের বিরুদ্ধে উপযুক্ত তথ্য়প্রমাণের অভাবে ছাড় পেয়ে যায়৷

নয়াদিল্লি, 15 মার্চ : জেএনইউ-র ঘটনায় চার্জশিট ও প্রয়োজনীয় তথ্য় অভিযুক্তদের দিতে দিল্লি পুলিশকে নির্দেশ দিল পাতিয়ালা হাউস কোর্ট ৷ ঘটনায় অভিযুক্তের তালিকায় নাম আছে কানহাইয়া কুমার ও তাঁর কয়েকজন সঙ্গী ৷ ওই মামলাটির ফের শুনানি হবে 7 এপ্রিল ৷

পাতিয়ালা হাউস কোর্টের প্রধান বিচারক ড. পঙ্কজ শর্মা দিল্লি পুলিশকে নির্দেশ দিয়েছেন, যত দ্রুত সম্ভব জেএনইউ মামলায় চার্জশিটের নথি অভিযুক্তদের দিতে হবে ৷ কানহাইয়া সহ যে সব অভিযুক্তদের নাম তালিকায় রয়েছে সবাইকে তা দিতে হবে ৷

আরও পড়ুন- আজ বিজেপির কোর কমিটির বৈঠক, রণনীতি বাতলে দেবেন শাহ

এবিষয়ে জানতে চাওয়া হলে কানহাইয়ার আইনজীবী সুশীল বাজাজ বলেন, "কানহাইয়ার যেহেতু সামাজিক বেশ কিছু দায়িত্ব রয়েছে সেকারণে আদালত তাঁকে জামিন দিয়েছে ৷ পুরো বিষয়টি আদালত আবার শুনবে বলে জানিয়েছে৷ "

কী অভিযোগ -

জেএনইউ-র পড়ুয়া কানহাইয়া, উমর খালিদ এবং অনির্বাণ ভট্টাচার্য-র বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তাঁরা বিশ্ববিদ্যালয় চত্বরে দেশবিরোধী স্লোগান তুলেছিলেন ৷ এছাড়াও ওই ঘটনায় নাম জড়িয়েছিল আকিব হোসেন, মুনিব হোসেন, উমর গুল, রাইয়া রসুল, বসির ভাট এবং বাসরত নামে আরও ছয় পড়ুয়ার ৷ তাদের মধ্য়ে জেএনইউ সহ জামিয়া মিলিয়া ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্য়ালয়ের পড়ুয়ারা আছেন ৷

অভিযুক্ত সকলকেই জামিন দিয়েছে আদালত ৷ এছাড়াও আরও কয়েকজন পড়ুয়ার নাম অভিযোগের তালিকায় ছিল ৷ কিন্তু তাঁদের বিরুদ্ধে উপযুক্ত তথ্য়প্রমাণের অভাবে ছাড় পেয়ে যায়৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.