ETV Bharat / bharat

Reliance Jio new data plan : জরুরি ভিত্তিতে ইন্টারনেট ব্য়ালান্স ঋণ হিসাবে পাবেন গ্রাহকরা - রিলায়েন্স জিও ডাটা লোন

ভারতের অন্যতম প্রধান টেলিকম অপারেটিং সংস্থা রিলায়েন্স জিও-র নতুন পরিষেবা ৷ গ্রাহকদের জন্য ইমারজেন্সি ডেটা লোন ফেসিলিটি (emergency data loan facility) শুরু করল তারা ৷ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ‘এখন রিচার্জ করুন, পরে টাকা মেটান’-এর (Recharge Now and Pay Later) সুবিধাকে আরও সহজ করার জন্যই এই নতুন পরিষেবা শুরু করা হয়েছে ৷

Jio launches emergency data loan facility, check details
Reliance Jio new data plan : জরুরি ভিত্তিতে ইন্টারনেট ব্য়ালান্স ঋণ হিসাবে পাবেন গ্রাহকরা
author img

By

Published : Jul 3, 2021, 3:13 PM IST

মুম্বই, 3 জুলাই : ফের চমক ভারতের অন্যতম প্রধান টেলিকম অপারেটিং সংস্থা রিলায়েন্স জিও-র (Reliance Jio) ৷ শনিবার গ্রাহকদের জন্য এক নতুন পরিষেবা ঘোষণা করল তারা ৷ যাকে বলা হচ্ছে ইমারজেন্সি ডেটা লোন ফেসিলিটি ৷ অর্থাৎ এবার থেকে জরুরি ভিত্তিতে ইন্টারনেট ব্য়ালান্স ধার বা ঋণ হিসাবে পাবেন জিও-র নেটওয়ার্ক ব্যবহারকারীরা ৷

আরও পড়ুন : গুগলের সঙ্গে গাঁটছড়া বেঁধে সেপ্টেম্বরেই নতুন স্মার্ট ফোন আনছে রিলায়েন্স

শনিবার এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মুকেশ আম্বানির (Mukesh Ambani) সংস্থা ৷ তাতে বলা হয়েছে, কোনও গ্রাহকের ইন্টারনেট ব্য়ালান্স ফুরিয়ে গেলে এবার থেকে আর সঙ্গে সঙ্গে টাকা দিয়ে রিচার্জ করার প্রয়োজন হবে না ৷ বদলে নতুন পরিষেবার আওতায় তাঁরা তখনই ইন্টারনেট ব্য়ালান্স পেয়ে যাবেন ৷ যা ঋণ হিসাবে গণ্য করা হবে ৷

এমারজেন্সি ডেটা লোন ফেসিলিটি আসলে কী ?

জিও কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ‘এখন রিচার্জ করুন, পরে টাকা মেটান’-এর (Recharge Now and Pay Later) সুবিধাকে আরও সহজ করার জন্যই এই নতুন সুবিধা আনা হয়েছে ৷ সংস্থার বক্তব্য, তাঁদের গ্রাহকরা হাইস্পিড ইন্টারনেটে অভ্যস্ত ৷ কিন্তু ডেটা ব্যবহারের রোজের একটা সীমাবদ্ধতা থাকে ৷ সেই সীমা অতিক্রম করে গেলেই তাঁরা ইন্টারনেট ব্য়বহারের সুবিধা থেকে বঞ্চিত হন ৷ ফের ইন্টারনেট পরিষেবা পেতে হয় তাঁদের সঙ্গে সঙ্গে টাকা দিয়ে রিচার্জ করাতে হয়, আর তা না হলে পরের দিনের জন্য অপেক্ষা করতে হয় ৷ নতুন ব্যবস্থার আওতায় তৎক্ষণাৎ 1 জিবি ডাটা ব্য়ালান্স ঋণ হিসাবে পাবেন গ্রাহক ৷ তার জন্য তাঁকে 11 টাকা খরচ করতে হবে ৷ যা পরে মেটালেও চলবে ৷

আরও পড়ুন : জিও-র নতুন অফার, বিনামূল্য়ে নেট ব্য়বহারের সুযোগ

emergency data loan facility পেতে গেলে কী কী করতে হবে গ্রাহকদের ?

1) MyJio App খুলে গ্রাহকদের মেনু (menu) অপশনে যেতে হবে ৷ যা অ্যাপের পেজের উপরের একেবারে বাঁদিকে থাকে ৷

2) মেনুতে গিয়ে গ্রাহকদের মোবাইল সার্ভিসেস (mobile services) অপশনটি খুলতে হবে ৷ সেখানেই মিলবে ‘Emergency Data Loan’ ৷ গ্রাহকদের সেটা সিলেক্ট করতে হবে ৷

3) Emergency Data Loan-এ গিয়ে এবার প্রসিড (Proceed) বলে একটি অপশন পাওয়া যাবে ৷ ক্লিক করতে হবে সেটার উপর ৷ emergency data loan ব্য়ানারের উপর এই অপশনটি রয়েছে ৷

4) এবার Get emergency data অপশনটি ক্লিক করতে হবে ৷

5) সবশেষে পরিষেবাটিকে সক্রিয় করতে গ্রাহকের কাজ হবে Activate now অপশনটি সিলেক্ট করা ৷

6) এরপরই সংশ্লিষ্ট গ্রাহক Emergency data loan-এর সুবিধা নিতে পারবেন ৷

মুম্বই, 3 জুলাই : ফের চমক ভারতের অন্যতম প্রধান টেলিকম অপারেটিং সংস্থা রিলায়েন্স জিও-র (Reliance Jio) ৷ শনিবার গ্রাহকদের জন্য এক নতুন পরিষেবা ঘোষণা করল তারা ৷ যাকে বলা হচ্ছে ইমারজেন্সি ডেটা লোন ফেসিলিটি ৷ অর্থাৎ এবার থেকে জরুরি ভিত্তিতে ইন্টারনেট ব্য়ালান্স ধার বা ঋণ হিসাবে পাবেন জিও-র নেটওয়ার্ক ব্যবহারকারীরা ৷

আরও পড়ুন : গুগলের সঙ্গে গাঁটছড়া বেঁধে সেপ্টেম্বরেই নতুন স্মার্ট ফোন আনছে রিলায়েন্স

শনিবার এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মুকেশ আম্বানির (Mukesh Ambani) সংস্থা ৷ তাতে বলা হয়েছে, কোনও গ্রাহকের ইন্টারনেট ব্য়ালান্স ফুরিয়ে গেলে এবার থেকে আর সঙ্গে সঙ্গে টাকা দিয়ে রিচার্জ করার প্রয়োজন হবে না ৷ বদলে নতুন পরিষেবার আওতায় তাঁরা তখনই ইন্টারনেট ব্য়ালান্স পেয়ে যাবেন ৷ যা ঋণ হিসাবে গণ্য করা হবে ৷

এমারজেন্সি ডেটা লোন ফেসিলিটি আসলে কী ?

জিও কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ‘এখন রিচার্জ করুন, পরে টাকা মেটান’-এর (Recharge Now and Pay Later) সুবিধাকে আরও সহজ করার জন্যই এই নতুন সুবিধা আনা হয়েছে ৷ সংস্থার বক্তব্য, তাঁদের গ্রাহকরা হাইস্পিড ইন্টারনেটে অভ্যস্ত ৷ কিন্তু ডেটা ব্যবহারের রোজের একটা সীমাবদ্ধতা থাকে ৷ সেই সীমা অতিক্রম করে গেলেই তাঁরা ইন্টারনেট ব্য়বহারের সুবিধা থেকে বঞ্চিত হন ৷ ফের ইন্টারনেট পরিষেবা পেতে হয় তাঁদের সঙ্গে সঙ্গে টাকা দিয়ে রিচার্জ করাতে হয়, আর তা না হলে পরের দিনের জন্য অপেক্ষা করতে হয় ৷ নতুন ব্যবস্থার আওতায় তৎক্ষণাৎ 1 জিবি ডাটা ব্য়ালান্স ঋণ হিসাবে পাবেন গ্রাহক ৷ তার জন্য তাঁকে 11 টাকা খরচ করতে হবে ৷ যা পরে মেটালেও চলবে ৷

আরও পড়ুন : জিও-র নতুন অফার, বিনামূল্য়ে নেট ব্য়বহারের সুযোগ

emergency data loan facility পেতে গেলে কী কী করতে হবে গ্রাহকদের ?

1) MyJio App খুলে গ্রাহকদের মেনু (menu) অপশনে যেতে হবে ৷ যা অ্যাপের পেজের উপরের একেবারে বাঁদিকে থাকে ৷

2) মেনুতে গিয়ে গ্রাহকদের মোবাইল সার্ভিসেস (mobile services) অপশনটি খুলতে হবে ৷ সেখানেই মিলবে ‘Emergency Data Loan’ ৷ গ্রাহকদের সেটা সিলেক্ট করতে হবে ৷

3) Emergency Data Loan-এ গিয়ে এবার প্রসিড (Proceed) বলে একটি অপশন পাওয়া যাবে ৷ ক্লিক করতে হবে সেটার উপর ৷ emergency data loan ব্য়ানারের উপর এই অপশনটি রয়েছে ৷

4) এবার Get emergency data অপশনটি ক্লিক করতে হবে ৷

5) সবশেষে পরিষেবাটিকে সক্রিয় করতে গ্রাহকের কাজ হবে Activate now অপশনটি সিলেক্ট করা ৷

6) এরপরই সংশ্লিষ্ট গ্রাহক Emergency data loan-এর সুবিধা নিতে পারবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.