রাঁচি, 21 জুন : কথায় বলে, যার শেষ ভাল তাঁর সব ভাল । সে ঘটনাই চাক্ষুষ করল ঝাড়খণ্ড । একসঙ্গে দু'জনের প্রেমে পড়েছিলেন সন্দীপ ওঁরাও । 'মন' জানিয়েছে, সে কাউকে ছেড়েই থাকতে পারবে না । ফলে একইসঙ্গে দু'জনের সিঁথিতেই সিঁদুর দিলেন পেশায় ইটভাটার শ্রমিক সন্দীপ । সদর্পে সবার সামনে জানিয়ে দিলেন, দু'জনকেই ভালবাসি । কাউকে ছেড়েই থাকতে পারব না (Jharkhand groom marries 2 women in 1 ceremony) ।
কুসুম লাকড়া, স্বাতী কুমারি । সন্দীপের দুই প্রেমিকাই খোলা মনে গোটা বিষয়টি মেনে নিয়েছেন । গত তিন বছর ধরে লিভ-ইন করতেন সন্দীপ ও কুসুম । তাঁদের একটি সন্তানও রয়েছে । আইনি বিয়ে না-সেরেই দিব্য়ি দিন কাটাচ্ছিলেন জুটিতে । তারপরেই ছন্দপতন । গত বছর পশ্চিমবঙ্গে ইটভাটা শ্রমিক হিসেবে কাজ করতে আসেন সন্দীপ । সেখানেই তাঁর সঙ্গে পরিচয় হয় স্বাতীর ।
একইসঙ্গে কাজ করার সুবাদে দিনের বেশিরভাগ সময়টাই একসঙ্গে কাটাতেন । ফলে ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়তে থাকে । কাজের পরেও দেখা করতে শুরু করেন । সম্পর্কের কথা ছড়িয়ে পড়তে দেরি হয়নি, খবর পৌঁছয় সন্দীপের পরিবারেও । সম্পর্ক মেনে নিতে রাজি হয়নি দুই পরিবারের কেউই । অন্যদিকে, গোটা সময়ে কুসুমের প্রতি সন্দীপের ভালবাসাও বিন্দুমাত্র টাল খায়নি ।
আরও পড়ুন : পড়ে রইল স্বামী-সংসার, টোটোচালকদের সঙ্গে পালিয়ে গেলেন বাগদার দুই গৃহবধূ !
বহু অশান্তির পর পঞ্চায়েত ডাকা হয় । সেখানে ঠিক হয়, কাউকেই ছেড়ে থাকা সন্দীপের পক্ষে অসম্ভব । ফলে তিনি দু’জনকেই বিয়ে করবেন । তারপরে কেউই আর আপত্তি করেননি । একসঙ্গে দুই 'রাজকন্যে' পেয়ে উচ্ছ্বাসে ভেসেছেন সন্দীপও ।