ETV Bharat / bharat

Jawhar Sircar : ধুতি-পাঞ্জাবিতে রাজ্যসভায়, শপথ নিলেন জহর সরকার - Rajyasabha

গত মার্চে দীনেশ ত্রিবেদীর পদত্যাগের জেরে পশ্চিমবঙ্গে রাজ্যসভার আসন ফাঁকা হয় ৷ সেই আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন তৃণমূলের জহর সরকার ৷ আজ তিনি শপথ নিলেন ৷

Jawhar Sircar takes oath as trinamool mp at rajyasabha
Jawhar Sircar : রাজ্যসভায় শপথ নিলেন তৃণমূলের সাংসদ জহর সরকার
author img

By

Published : Aug 4, 2021, 11:49 AM IST

Updated : Aug 4, 2021, 12:33 PM IST

কলকাতা, 4 অগস্ট : বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় (Rajyasabha) তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন জহর সরকার (Jawhar Sircar) ৷ বুধবার তিনি অধিবেশনের শুরুতে শপথ গ্রহণ করেন ৷ তিনি শপথবাক্য পাঠ করেন বাংলাতেই ৷ আর ধুতি-পাঞ্জাবিতে একেবারে ট্র্য়াডিশনাল বাঙালি সাজেই তিনি এদিন হাজির হয়েছিলেন সংসদের উচ্চকক্ষে ৷

আরও পড়ুন : Rahul Gandhi : ধর্ষণ করে খুনের অভিযোগ, নিহত নাবালিকার পরিবারের পাশে রাহুল

তিনি শপথ গ্রহণ করতেই তৃণমূল কংগ্রেসের বেঞ্চ থেকে সাংসদরা সমস্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন ৷ তার পর সভার কাজ শুরু হয় ৷ কিন্তু পেগাসাস (Pegasus) বিতর্কের জেরে কয়েক মিনিট পর সভা মুলতুবি ঘোষণা করে দেন চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু (Venkaiah Naidu) ৷ দুপুর 2টো পর্যন্ত রাজ্যসভা মুলতুবি করে দেন তিনি ৷

এদিকে জহর সরকার যে আসনে রাজ্যসভার সাংসদ হলেন, তা ছিল দীনেশ ত্রিবেদীর (Dinesh Trivedi) ৷ তাঁর ছেড়ে যাওয়া এই আসনে কাকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করবে, তা নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল ৷ কারণ, ভোটের আগে বিজেপি থেকে তৃণমূলে আসেন যশবন্ত সিনহা (Yashwant Sinha), ভোটের পরে যোগ দেন মুকুল রায় (Mukul Roy) ৷ তাঁদের নাম আলোচনায় ছিল ৷ তাছাড়া ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor) ও প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নামও শোনা যাচ্ছিল ৷

আরও পড়ুন : Sisir Adhikari : এখন কি পদ্মে, উত্তর জানাতে বিড়লার কাছে একমাস সময় চাইলেন শিশির

কিন্তু এই জল্পনায় কোথাও প্রাক্তন আমলা জহর সরকারের নাম শোনা যায়নি ৷ তাই তাঁকে রাজ্যসভায় পাঠানো অবশ্যই ইদানীংকালে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দেওয়া সবচেয়ে চমক ৷ রাজনৈতিক মহলের মতে, প্রসারভারতীর সিইও থাকাকালীন মূলত মোদি সরকারের সঙ্গে জহর সরকারের গোলমাল চরমে উঠেছিল ৷

ধুতি-পাঞ্জাবিতে রাজ্যসভায়, শপথ নিলেন জহর সরকার

তার পরও তিনি বিভিন্ন মাধ্যমে মোদি সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেছেন ৷ এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) নিয়ে তৈরি হওয়া অনেক ব্যঙ্গচিত্রও তাঁকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে দেখা গিয়েছে ৷ ফলে তাঁকে সংসদের উচ্চকক্ষে পাঠিয়ে তৃণমূল সেখানে মোদি বিরোধিতা আরও জোরদার করল ৷ যেদিন জহর সরকারের নাম তৃণমূল ঘোষণা করে, সেদিনই বিষয়টি স্পষ্ট করে দিয়েছিলেন প্রাক্তন এই আমলা ৷

আরও পড়ুন : Modi On Ration System : 2014-র আগে রেশন ব্যবস্থার পূর্ণ সুফল পায়নি গরিবরা : মোদি

অন্যদিকে এবার বিধানসভা নির্বাচনে জিতেছেন মানস ভুঁইয়া ৷ তিনি পশ্চিম মেদিনীপুরের সবং থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে মন্ত্রীও হয়েছেন ৷ তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন ৷ চলতি অধিবেশনের শুরুতে তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়েছে ৷ ফলে ওই আসনেও উপনির্বাচন হবে ৷ তখন তৃণমূল কংগ্রেস কাকে প্রার্থী করে, এখন সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল ৷

কলকাতা, 4 অগস্ট : বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় (Rajyasabha) তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন জহর সরকার (Jawhar Sircar) ৷ বুধবার তিনি অধিবেশনের শুরুতে শপথ গ্রহণ করেন ৷ তিনি শপথবাক্য পাঠ করেন বাংলাতেই ৷ আর ধুতি-পাঞ্জাবিতে একেবারে ট্র্য়াডিশনাল বাঙালি সাজেই তিনি এদিন হাজির হয়েছিলেন সংসদের উচ্চকক্ষে ৷

আরও পড়ুন : Rahul Gandhi : ধর্ষণ করে খুনের অভিযোগ, নিহত নাবালিকার পরিবারের পাশে রাহুল

তিনি শপথ গ্রহণ করতেই তৃণমূল কংগ্রেসের বেঞ্চ থেকে সাংসদরা সমস্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন ৷ তার পর সভার কাজ শুরু হয় ৷ কিন্তু পেগাসাস (Pegasus) বিতর্কের জেরে কয়েক মিনিট পর সভা মুলতুবি ঘোষণা করে দেন চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু (Venkaiah Naidu) ৷ দুপুর 2টো পর্যন্ত রাজ্যসভা মুলতুবি করে দেন তিনি ৷

এদিকে জহর সরকার যে আসনে রাজ্যসভার সাংসদ হলেন, তা ছিল দীনেশ ত্রিবেদীর (Dinesh Trivedi) ৷ তাঁর ছেড়ে যাওয়া এই আসনে কাকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করবে, তা নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল ৷ কারণ, ভোটের আগে বিজেপি থেকে তৃণমূলে আসেন যশবন্ত সিনহা (Yashwant Sinha), ভোটের পরে যোগ দেন মুকুল রায় (Mukul Roy) ৷ তাঁদের নাম আলোচনায় ছিল ৷ তাছাড়া ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor) ও প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নামও শোনা যাচ্ছিল ৷

আরও পড়ুন : Sisir Adhikari : এখন কি পদ্মে, উত্তর জানাতে বিড়লার কাছে একমাস সময় চাইলেন শিশির

কিন্তু এই জল্পনায় কোথাও প্রাক্তন আমলা জহর সরকারের নাম শোনা যায়নি ৷ তাই তাঁকে রাজ্যসভায় পাঠানো অবশ্যই ইদানীংকালে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দেওয়া সবচেয়ে চমক ৷ রাজনৈতিক মহলের মতে, প্রসারভারতীর সিইও থাকাকালীন মূলত মোদি সরকারের সঙ্গে জহর সরকারের গোলমাল চরমে উঠেছিল ৷

ধুতি-পাঞ্জাবিতে রাজ্যসভায়, শপথ নিলেন জহর সরকার

তার পরও তিনি বিভিন্ন মাধ্যমে মোদি সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেছেন ৷ এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) নিয়ে তৈরি হওয়া অনেক ব্যঙ্গচিত্রও তাঁকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে দেখা গিয়েছে ৷ ফলে তাঁকে সংসদের উচ্চকক্ষে পাঠিয়ে তৃণমূল সেখানে মোদি বিরোধিতা আরও জোরদার করল ৷ যেদিন জহর সরকারের নাম তৃণমূল ঘোষণা করে, সেদিনই বিষয়টি স্পষ্ট করে দিয়েছিলেন প্রাক্তন এই আমলা ৷

আরও পড়ুন : Modi On Ration System : 2014-র আগে রেশন ব্যবস্থার পূর্ণ সুফল পায়নি গরিবরা : মোদি

অন্যদিকে এবার বিধানসভা নির্বাচনে জিতেছেন মানস ভুঁইয়া ৷ তিনি পশ্চিম মেদিনীপুরের সবং থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে মন্ত্রীও হয়েছেন ৷ তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন ৷ চলতি অধিবেশনের শুরুতে তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়েছে ৷ ফলে ওই আসনেও উপনির্বাচন হবে ৷ তখন তৃণমূল কংগ্রেস কাকে প্রার্থী করে, এখন সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল ৷

Last Updated : Aug 4, 2021, 12:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.