ETV Bharat / bharat

Javed Akhtar Row : আরএসএস-তালিবান নিয়ে জাভেদ আখতারের মন্তব্য়ে বিতর্ক, হুমকি বিজেপি বিধায়কের - Taliban is barbaric

তালিবানের সঙ্গে ভারতের আরএসএস সংগঠনের তুলনা করে বিতর্ক তৈরি করেছেন বলিউডের জনপ্রিয় গীতিকার জাভেদ আখতার ৷ বিজেপি বিধায়ক রাম কদম প্রশ্ন করেছেন, দেশটা যদি তালিবান আদর্শেই চলত, তাহলে কি জাভেদ এমন মন্তব্য করতে পারতেন ?

জাভেদ আখতার
জাভেদ আখতার
author img

By

Published : Sep 5, 2021, 11:32 AM IST

Updated : Sep 5, 2021, 12:24 PM IST

মুম্বই, 5 সেপ্টেম্বর : তাঁর রচিত গানে আছে, এমন কোনও সিনেমা দেশে দেখানো হবে না ৷ যতক্ষণ না তিনি আরএসএস-এর (RSS) সঙ্গে তালিবানকে (Taliban) তুলনা করে তাঁর বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইছেন ৷ গীতিকার জাভেদ আখতারকে (Javed Akhtar) এমন হুঁশিয়ারি দিলেন মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক তথা বিজেপির মুখপাত্র রাম কদম (Ram Kadam) ৷

একটি জাতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় জাভেদ আখতার তালিবান প্রসঙ্গ উত্থাপন করে বলেন, "তালিবান যেমন ইসলামিক স্টেট চায়, তেমনই বহু হিন্দু আছে যারা হিন্দু রাষ্ট্র চায় ৷ এরা একই ধরনের মানসিকতার ৷ সে মুসলিম, খ্রিস্টান, ইহুদি হোক বা হিন্দুরা ৷"

  • कल रविवार दोपहर 12 बजे प्रखर विरोध के तहत जावेद अख्तर के पुतले का दहन करते हुए घाटकोपर पोलीस ठाणे में उनके खिलाफ शिकायत करने पहुँचेंगे !
    - आमदार राम कदम

    — Ram Kadam - राम कदम (@ramkadam) September 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তালিবানিরা দুনিয়ায় তাদের বর্বরোচিত ও নিন্দনীয় কাজকর্মের জন্য কুখ্যাত ৷ এই তালিবানের কথা উল্লেখ করে জাভেদ আখতার আরএসস-সহ হিন্দু ধর্ম সংগঠনগুলিকে আক্রমণ করে বলেন, "যারা আরএসএস (RSS), ভিএইচপি (VHP) আর বজরং দলকে (Bajrang Dal) সমর্থন করে, তারাও একই রকম ৷"

এরকম বিতর্কিত মন্তব্যে স্বভাবতই চুপ করে থাকেনি বিজেপি ৷ বিজেপির মুখপাত্র রাম কদম টুইটারে লেখেন, "সঙ্ঘ এবং বিশ্ব হিন্দু পরিষদের কোটি কোটি কর্মীদের কাছে জাভেদ আখতারের এই মন্তব্য শুধুমাত্র লজ্জাজনকই নয়, বেদনাদায়ক এবং অপমানজনক ৷ আর বিশ্বে যাঁরা এই আদর্শ অনুসরণ করে চলেন, তাঁদের জন্যেও ৷"

  • जावेद अख्तर यांचे दुर्दैवी व्यक्तव्य न केवळ संघ, विश्वहिंदूपरिषद च्या कोट्यावदी कार्यकर्ते आणि जगभरातील या विचारधारेला मानणारे कोट्यावदी लोकांचा अपमान आहे! जोपर्यंत जावेदअख्तर हाथ जोडून माफी माँगत नाही तोपर्यंत त्याची, त्यांच्या परिवाराची कोणतीही फ़िल्म ह्या भूमित चालू देणार नाही pic.twitter.com/XZ0HrmNLMH

    — Ram Kadam - राम कदम (@ramkadam) September 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : PM Narendra Modi : চলতি মাসেই মার্কিন সফরে যেতে পারেন মোদি

তিনি একটি ভিডিয়ো মেসেজও করেন এ প্রসঙ্গে ৷ সেখানে তিনি বলেন, "এই মন্তব্য করার আগে তাঁরা ভাবা উচিত ছিল যে এই এক আদর্শের মানুষ এখন দেশে সরকার চালাচ্ছে ৷ রাজধর্ম পালন করছে ৷ যদি এই আদর্শ তালিবানি হত, তাহলে কি তিনি এরকম মন্তব্য করতে পারতেন ? এতেই বোঝা যায় তাঁর মন্তব্যগুলি কতটা ফাঁপা ৷"

"যতক্ষণ না তিনি হাতজোড় করে সঙ্ঘের কর্মকর্তাদের কাছে ক্ষমা চাইছেন, ততক্ষণ আমরা মা ভারতীর ভূমিতে তাঁর কোনও সিনেমা দেখাতে দেব না ৷ সঙ্ঘের কর্মকর্তারা দেশের জন্য তাঁদের জীবন উৎসর্গ করেছেন",বলিউড গীতিকারের প্রসঙ্গে বলেন পশ্চিম ঘাটকোপারের (Ghatkopar West) বিধায়ক ৷

আখতার অবশ্য সিংহভাগ ভারতীয়ের উপর তাঁর মন্তব্য সমর্থনের দায় বর্তেছেন ৷ তিনি বলেন, "বেশির ভাগ ভারতীয়ের ন্যূনতম সংবেদনশীলতার উপর আমার ভরসা রয়েছে ৷ দেশের বেশির ভাগ মানুষই শোভন আর সহনশীল ৷ তাকে শ্রদ্ধা জানানো উচিত ৷" তবে এখনও পর্যন্ত মাথা না নোয়ালেও সাফাই দিয়ে তিনি বলেছেন, "ভারত কখনওই তালিবানি দেশ হয়ে উঠবে না ৷"

মুম্বই, 5 সেপ্টেম্বর : তাঁর রচিত গানে আছে, এমন কোনও সিনেমা দেশে দেখানো হবে না ৷ যতক্ষণ না তিনি আরএসএস-এর (RSS) সঙ্গে তালিবানকে (Taliban) তুলনা করে তাঁর বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইছেন ৷ গীতিকার জাভেদ আখতারকে (Javed Akhtar) এমন হুঁশিয়ারি দিলেন মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক তথা বিজেপির মুখপাত্র রাম কদম (Ram Kadam) ৷

একটি জাতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় জাভেদ আখতার তালিবান প্রসঙ্গ উত্থাপন করে বলেন, "তালিবান যেমন ইসলামিক স্টেট চায়, তেমনই বহু হিন্দু আছে যারা হিন্দু রাষ্ট্র চায় ৷ এরা একই ধরনের মানসিকতার ৷ সে মুসলিম, খ্রিস্টান, ইহুদি হোক বা হিন্দুরা ৷"

  • कल रविवार दोपहर 12 बजे प्रखर विरोध के तहत जावेद अख्तर के पुतले का दहन करते हुए घाटकोपर पोलीस ठाणे में उनके खिलाफ शिकायत करने पहुँचेंगे !
    - आमदार राम कदम

    — Ram Kadam - राम कदम (@ramkadam) September 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তালিবানিরা দুনিয়ায় তাদের বর্বরোচিত ও নিন্দনীয় কাজকর্মের জন্য কুখ্যাত ৷ এই তালিবানের কথা উল্লেখ করে জাভেদ আখতার আরএসস-সহ হিন্দু ধর্ম সংগঠনগুলিকে আক্রমণ করে বলেন, "যারা আরএসএস (RSS), ভিএইচপি (VHP) আর বজরং দলকে (Bajrang Dal) সমর্থন করে, তারাও একই রকম ৷"

এরকম বিতর্কিত মন্তব্যে স্বভাবতই চুপ করে থাকেনি বিজেপি ৷ বিজেপির মুখপাত্র রাম কদম টুইটারে লেখেন, "সঙ্ঘ এবং বিশ্ব হিন্দু পরিষদের কোটি কোটি কর্মীদের কাছে জাভেদ আখতারের এই মন্তব্য শুধুমাত্র লজ্জাজনকই নয়, বেদনাদায়ক এবং অপমানজনক ৷ আর বিশ্বে যাঁরা এই আদর্শ অনুসরণ করে চলেন, তাঁদের জন্যেও ৷"

  • जावेद अख्तर यांचे दुर्दैवी व्यक्तव्य न केवळ संघ, विश्वहिंदूपरिषद च्या कोट्यावदी कार्यकर्ते आणि जगभरातील या विचारधारेला मानणारे कोट्यावदी लोकांचा अपमान आहे! जोपर्यंत जावेदअख्तर हाथ जोडून माफी माँगत नाही तोपर्यंत त्याची, त्यांच्या परिवाराची कोणतीही फ़िल्म ह्या भूमित चालू देणार नाही pic.twitter.com/XZ0HrmNLMH

    — Ram Kadam - राम कदम (@ramkadam) September 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : PM Narendra Modi : চলতি মাসেই মার্কিন সফরে যেতে পারেন মোদি

তিনি একটি ভিডিয়ো মেসেজও করেন এ প্রসঙ্গে ৷ সেখানে তিনি বলেন, "এই মন্তব্য করার আগে তাঁরা ভাবা উচিত ছিল যে এই এক আদর্শের মানুষ এখন দেশে সরকার চালাচ্ছে ৷ রাজধর্ম পালন করছে ৷ যদি এই আদর্শ তালিবানি হত, তাহলে কি তিনি এরকম মন্তব্য করতে পারতেন ? এতেই বোঝা যায় তাঁর মন্তব্যগুলি কতটা ফাঁপা ৷"

"যতক্ষণ না তিনি হাতজোড় করে সঙ্ঘের কর্মকর্তাদের কাছে ক্ষমা চাইছেন, ততক্ষণ আমরা মা ভারতীর ভূমিতে তাঁর কোনও সিনেমা দেখাতে দেব না ৷ সঙ্ঘের কর্মকর্তারা দেশের জন্য তাঁদের জীবন উৎসর্গ করেছেন",বলিউড গীতিকারের প্রসঙ্গে বলেন পশ্চিম ঘাটকোপারের (Ghatkopar West) বিধায়ক ৷

আখতার অবশ্য সিংহভাগ ভারতীয়ের উপর তাঁর মন্তব্য সমর্থনের দায় বর্তেছেন ৷ তিনি বলেন, "বেশির ভাগ ভারতীয়ের ন্যূনতম সংবেদনশীলতার উপর আমার ভরসা রয়েছে ৷ দেশের বেশির ভাগ মানুষই শোভন আর সহনশীল ৷ তাকে শ্রদ্ধা জানানো উচিত ৷" তবে এখনও পর্যন্ত মাথা না নোয়ালেও সাফাই দিয়ে তিনি বলেছেন, "ভারত কখনওই তালিবানি দেশ হয়ে উঠবে না ৷"

Last Updated : Sep 5, 2021, 12:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.