ETV Bharat / bharat

Japanese Woman molested during Holi: 'দুর্ভাগ্যজনক' ! হোলিতে হেনস্থা নিয়ে মুখ খুললেন জাপানি তরুণী - Delhi

হোলির উৎসবে (Holi 2023) যোগ দিয়ে চরম হেনস্থার শিকার জাপানি তরুণী (Japanese Woman molested during Holi) ৷ দেশে ফেরার পর সেই ঘটনা নিয়ে মুখ খুললেন তিনি (Japanese Woman reacts on her Molestation during Holi) ৷

Japanese Woman reacts on her Molestation in Delhi during Holi 2023
ভাইরাল ভিডিয়ো
author img

By

Published : Mar 12, 2023, 1:01 PM IST

নয়াদিল্লি, 12 মার্চ: অবশেষে মুখ খুললেন জাপানের সেই তরুণী ৷ ভারতকে ভালোবেসে ভারতে বেড়াতে এসেছিলেন তিনি ৷ অথচ, হোলির উৎসব (Holi 2023) চলাকালীন খাস রাজধানীর রাজপথে হেনস্থা করা হয় তাঁকে (Japanese Woman molested during Holi) ! রং মাখানোর অছিলায় একদল তরুণ ওই পর্যটককে ঘিরে ধরে তাঁর সঙ্গে চরম অশালীন আচরণ করে ! সেই মুহূর্তের ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল (Holi Viral Video) হতেই সমালোচনার ঝড় ওঠে ৷ কঠোর পদক্ষেপ করে দিল্লি পুলিশ ৷ নারী দিবসের সেই ভয়াবহ স্মৃতি নিয়ে অবশেষে সরব হলেন নিগৃহীতা ৷ মুখ খুললেন দেশে ফেরার পর ৷ একের পর এক টুইটে ব্যক্ত করলেন নিজের অভিজ্ঞতা ৷ জানালেন, তাঁর সঙ্গে যে ঘটনা ঘটেছে, তা একেবারেই 'দুর্ভাগ্যজনক' ! তবে, এতকিছুর পরও ভারতের প্রতি ভালোবাসায় ভাটা পড়েনি ওই তরুণীর ৷ বরং, বিতর্ক যাতে শেষ হয়, সেই বার্তা দিয়েছেন তিনি ৷

নিগৃহীতা তরুণী টুইটগুলি করেছেন নিজের মাতৃভাষায় (Japanese Woman reacts on her Molestation during Holi) ৷ তার বাংলা তর্জমা করলে যে অর্থ হয়, সেগুলি হল- "গত 9 মার্চ আমি ভারতের হোলি উৎসবের একটি ভিডিয়ো টুইট করি ৷ পরবর্তীতে সেই টুইটটি অসংখ্যবার রিটুইট করা হয় ৷ বহু মানুষ আমাকে সরাসরি মেসেজ করেন ৷ আমি এসবের জন্য প্রস্তুত ছিলাম না ৷ তাই ভয় পেয়ে গিয়েছিলাম ৷ ভয়ে আমি সেই টুইটটি মুছে ফেলি ৷ আমার এই টুইট যদি কাউকে আঘাত দিয়ে থাকে, তার জন্য ক্ষমাপ্রার্থী ৷"

  • 3月9日にインドのお祭り「ホーリー」中の動画をツイートしましたが、その後想像以上にRTやDMが増えて恐怖を覚え、ツイートを削除させていただきました。
    動画を見て気分を害された方におかれましては、誠に申し訳ございません。

    — 🇮🇳めぐみこ (@megumiko_india) March 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আর একটি টুইটে ওই তরুণী লেখেন, "আমি শুনেছিলাম, হোলির সময় দিনের বেলাতেও মেয়েদের একা রাস্তা বেরোনো বিপজ্জনক হতে পারে ৷ কিন্তু, আমি হোলিতে অংশ নিয়েছিলাম ৷ আমার সঙ্গে আরও 35 জন বন্ধু ছিলেন ৷ দুর্ভাগ্যজনকভাবে তারপরও এমন ঘটনা ঘটে ৷"

তরুণী আরও দাবি করেছেন, "ওই ভিডিয়োটুকু দেখে পুরো ঘটনা সম্পর্কে ধারণা করা সম্ভব নয় ৷ আসলে যিনি এই ভিডিয়োটি শুট করেছিলেন, তিনি এবং সেখানে উপস্থিত আরও অনেকে আমাদের সাহায্য করেছিলেন ৷ যাতে আমরা ওখান থেকে বেরিয়ে যেতে পারি ৷ যে জায়গায় এই ভিডিয়োটি শুট করা হয়েছিল, সেটি ভারতের অন্যতম অসুরক্ষিত এলাকা ৷"

এরপরই ভারতের হোলি উৎসবের প্রশংসা করেছেন ওই জাপানি তরুণী ৷ তিনি লিখেছেন, "প্রকৃত হোলি একটি অপূর্ব উৎসব ৷ সেটি ঐতিহ্যশালী এবং আনন্দের ৷ বসন্তের আগমনে এই উৎসব পালন করা হয় ৷ সামাজিক বিভেদ, চামড়ার রং ভুলে সকলে এই উৎসবে সামিল হন ৷ একে অপরকে রং মাখিয়ে দেন ৷ যদিও হোলির উৎপত্তি নিয়ে নানা তত্ত্ব রয়েছে ৷"

আরও পড়ুন: হোলিতে জাপানি তরুণীকে হেনস্থা, ভিডিয়ো ভাইরাল হতেই গ্রেফতার 3

এরপরই নারী দিবসের ওই ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করার পাশাপাশি নারী নিরাপত্তা নিয়েও সরব হয়েছেন তরুণী ৷ লিখেছেন, "এই ঘটনা ঘিরে যে অনভিপ্রেত পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি ৷ আমার একমাত্র উদ্দেশ্য হল, ভারত সম্পর্কে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়া ৷ আমি আশা করছি, পুলিশ তার কাজ করবে এবং আগামী বছরের হোলি উৎসবে মহিলাদের সঙ্গে হওয়া অপরাধ কমবে ৷"

এদিকে, এই ঘটনায় জড়িতে থাকার অভিযোগে আগেই তিনজনকে গ্রেফতার করে পুলিশ ৷ ধৃতদের মধ্যে একজন নাবালক ৷ সূত্রের খবর, অভিযুক্তরা জেরায় পুলিশের কাছে নিজেদের দোষ কবুল করেছে ৷

নয়াদিল্লি, 12 মার্চ: অবশেষে মুখ খুললেন জাপানের সেই তরুণী ৷ ভারতকে ভালোবেসে ভারতে বেড়াতে এসেছিলেন তিনি ৷ অথচ, হোলির উৎসব (Holi 2023) চলাকালীন খাস রাজধানীর রাজপথে হেনস্থা করা হয় তাঁকে (Japanese Woman molested during Holi) ! রং মাখানোর অছিলায় একদল তরুণ ওই পর্যটককে ঘিরে ধরে তাঁর সঙ্গে চরম অশালীন আচরণ করে ! সেই মুহূর্তের ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল (Holi Viral Video) হতেই সমালোচনার ঝড় ওঠে ৷ কঠোর পদক্ষেপ করে দিল্লি পুলিশ ৷ নারী দিবসের সেই ভয়াবহ স্মৃতি নিয়ে অবশেষে সরব হলেন নিগৃহীতা ৷ মুখ খুললেন দেশে ফেরার পর ৷ একের পর এক টুইটে ব্যক্ত করলেন নিজের অভিজ্ঞতা ৷ জানালেন, তাঁর সঙ্গে যে ঘটনা ঘটেছে, তা একেবারেই 'দুর্ভাগ্যজনক' ! তবে, এতকিছুর পরও ভারতের প্রতি ভালোবাসায় ভাটা পড়েনি ওই তরুণীর ৷ বরং, বিতর্ক যাতে শেষ হয়, সেই বার্তা দিয়েছেন তিনি ৷

নিগৃহীতা তরুণী টুইটগুলি করেছেন নিজের মাতৃভাষায় (Japanese Woman reacts on her Molestation during Holi) ৷ তার বাংলা তর্জমা করলে যে অর্থ হয়, সেগুলি হল- "গত 9 মার্চ আমি ভারতের হোলি উৎসবের একটি ভিডিয়ো টুইট করি ৷ পরবর্তীতে সেই টুইটটি অসংখ্যবার রিটুইট করা হয় ৷ বহু মানুষ আমাকে সরাসরি মেসেজ করেন ৷ আমি এসবের জন্য প্রস্তুত ছিলাম না ৷ তাই ভয় পেয়ে গিয়েছিলাম ৷ ভয়ে আমি সেই টুইটটি মুছে ফেলি ৷ আমার এই টুইট যদি কাউকে আঘাত দিয়ে থাকে, তার জন্য ক্ষমাপ্রার্থী ৷"

  • 3月9日にインドのお祭り「ホーリー」中の動画をツイートしましたが、その後想像以上にRTやDMが増えて恐怖を覚え、ツイートを削除させていただきました。
    動画を見て気分を害された方におかれましては、誠に申し訳ございません。

    — 🇮🇳めぐみこ (@megumiko_india) March 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আর একটি টুইটে ওই তরুণী লেখেন, "আমি শুনেছিলাম, হোলির সময় দিনের বেলাতেও মেয়েদের একা রাস্তা বেরোনো বিপজ্জনক হতে পারে ৷ কিন্তু, আমি হোলিতে অংশ নিয়েছিলাম ৷ আমার সঙ্গে আরও 35 জন বন্ধু ছিলেন ৷ দুর্ভাগ্যজনকভাবে তারপরও এমন ঘটনা ঘটে ৷"

তরুণী আরও দাবি করেছেন, "ওই ভিডিয়োটুকু দেখে পুরো ঘটনা সম্পর্কে ধারণা করা সম্ভব নয় ৷ আসলে যিনি এই ভিডিয়োটি শুট করেছিলেন, তিনি এবং সেখানে উপস্থিত আরও অনেকে আমাদের সাহায্য করেছিলেন ৷ যাতে আমরা ওখান থেকে বেরিয়ে যেতে পারি ৷ যে জায়গায় এই ভিডিয়োটি শুট করা হয়েছিল, সেটি ভারতের অন্যতম অসুরক্ষিত এলাকা ৷"

এরপরই ভারতের হোলি উৎসবের প্রশংসা করেছেন ওই জাপানি তরুণী ৷ তিনি লিখেছেন, "প্রকৃত হোলি একটি অপূর্ব উৎসব ৷ সেটি ঐতিহ্যশালী এবং আনন্দের ৷ বসন্তের আগমনে এই উৎসব পালন করা হয় ৷ সামাজিক বিভেদ, চামড়ার রং ভুলে সকলে এই উৎসবে সামিল হন ৷ একে অপরকে রং মাখিয়ে দেন ৷ যদিও হোলির উৎপত্তি নিয়ে নানা তত্ত্ব রয়েছে ৷"

আরও পড়ুন: হোলিতে জাপানি তরুণীকে হেনস্থা, ভিডিয়ো ভাইরাল হতেই গ্রেফতার 3

এরপরই নারী দিবসের ওই ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করার পাশাপাশি নারী নিরাপত্তা নিয়েও সরব হয়েছেন তরুণী ৷ লিখেছেন, "এই ঘটনা ঘিরে যে অনভিপ্রেত পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি ৷ আমার একমাত্র উদ্দেশ্য হল, ভারত সম্পর্কে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়া ৷ আমি আশা করছি, পুলিশ তার কাজ করবে এবং আগামী বছরের হোলি উৎসবে মহিলাদের সঙ্গে হওয়া অপরাধ কমবে ৷"

এদিকে, এই ঘটনায় জড়িতে থাকার অভিযোগে আগেই তিনজনকে গ্রেফতার করে পুলিশ ৷ ধৃতদের মধ্যে একজন নাবালক ৷ সূত্রের খবর, অভিযুক্তরা জেরায় পুলিশের কাছে নিজেদের দোষ কবুল করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.