ETV Bharat / bharat

বাজেটের আগে জানুয়ারিতে আদায় রেকর্ড জিএসটি - january gst

কেন্দ্রীয় মন্ত্রকের দেওয়া হিসাব অনুযায়ী, 31 জানুয়ারি সন্ধ্যে 6টা পর্যন্ত মোট জিএসটি থেকে প্রাপ্ত রাজস্বের পরিমাণ 1 লাখ 19 হাজার 847 কোটি টাকা । জিএসটি লাগু হওয়ার পর থেকে জিএসটি থেকে প্রাপ্ত রাজস্বের হিসাবের নিরিখে এই অঙ্কই সর্বোচ্চ ।

gst
gst
author img

By

Published : Feb 1, 2021, 8:54 AM IST

Updated : Feb 1, 2021, 9:02 AM IST

দিল্লি, 1 ফেব্রুয়ারি : বাজেট পেশের আগের দিন প্রকাশ হল জানুয়ারি মাসে জিএসটি থেকে প্রাপ্ত টাকার পরিমাণ । জানুয়ারি মাসে জিএসটি থেকে সরকারের ঘরে এসেছে 1 কোটি 19 লাখ টাকা । জিএসটি লাগু হওয়ার পর থেকে জিএসটি থেকে প্রাপ্ত রাজস্বের হিসাবের নিরিখে এই অঙ্কটিই সর্বোচ্চ । এর আগে সর্বোচ্চ 1 কোটি 15 লাখ টাকা এসেছিল সরকারের ঘরে, যা এসেছিল গত মাসে । কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফ থেকে এই কথা জানানো হয়েছে ।

আরও পড়ুন : মন্দা কাটিয়ে সংস্কারে চোখ নির্মলার, আজ কেন্দ্রীয় বাজেট

করোনা পরিস্থিতে জিএসটি থেকে প্রাপ্ত লভ্যাংশ অনেকটাই কমেছে । এরপরেও শেষ চার মাসে মাসিক জিএসটি রাজস্ব এক লাখ কোটির বেশিই হয়েছে । এবং এই হার ক্রমবর্ধমান । প্যানডেমিকে ভেঙে পড়া অর্থনৈতিক অবস্থার পর এই পরিসংখ্যান আশার আলো । কেন্দ্রীয় মন্ত্রকের দেওয়া হিসাব অনুযায়ী, 31 জানুয়ারি সন্ধ্যে 6 টা পর্যন্ত মোট জিএসটি থেকে প্রাপ্ত রাজস্বের পরিমাণ 1 লাখ 19 হাজার 847 কোটি টাকা । এর মধ্যে সিজিএসটি (CGST) থেকে প্রাপ্ত 21 হাজার 923 কোটি টাকা, এসজিএসটি (SGST) থেকে প্রাপ্ত 29 হাজার 14 কোটি টাকা, আইজিএসটি থেকে প্রাপ্ত 60 হাজার 288 কোটি টাকা এবং সেস থেকে প্রাপ্ত 8 হাজার 622 কোটি টাকা । অন্যদিকে 31 ডিসেম্বর পর্যন্ত মোট জিএসটিআর-3বি-র রিটার্নের পরিমাণ 90 লাখ টাকা ।

আরও পড়ুন : অর্থনীতিকে টেনে তুলতে ব্যবস্থা নাকি জনমোহিনী, কোন পথে নির্মলা ?

সরকারের তরেফে জানানো হয় , শেষ কয়েক মাসে আয়কর রাজস্ব থেকে প্রাপ্ত লভ্যাংশের নিয়মিত হারে বৃদ্ধির পিছনে কয়েকটি বিষয় কাজ করছে । ভুয়ো বিলিং-এর উপর নজর রাখা হচ্ছে, জিএসটি সহ অন্য তথ্যের উৎস থেকে সেই তথ্যগুলিকে বিশ্লেষণ করা হচ্ছে ৷ এবং সর্বোপরি আয়কর বিভাগ, তথ্য প্রযুক্তি বিভাগ এবং আয়কর প্রশাসন এই লভ্যাংশ বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করেছে ।

দিল্লি, 1 ফেব্রুয়ারি : বাজেট পেশের আগের দিন প্রকাশ হল জানুয়ারি মাসে জিএসটি থেকে প্রাপ্ত টাকার পরিমাণ । জানুয়ারি মাসে জিএসটি থেকে সরকারের ঘরে এসেছে 1 কোটি 19 লাখ টাকা । জিএসটি লাগু হওয়ার পর থেকে জিএসটি থেকে প্রাপ্ত রাজস্বের হিসাবের নিরিখে এই অঙ্কটিই সর্বোচ্চ । এর আগে সর্বোচ্চ 1 কোটি 15 লাখ টাকা এসেছিল সরকারের ঘরে, যা এসেছিল গত মাসে । কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফ থেকে এই কথা জানানো হয়েছে ।

আরও পড়ুন : মন্দা কাটিয়ে সংস্কারে চোখ নির্মলার, আজ কেন্দ্রীয় বাজেট

করোনা পরিস্থিতে জিএসটি থেকে প্রাপ্ত লভ্যাংশ অনেকটাই কমেছে । এরপরেও শেষ চার মাসে মাসিক জিএসটি রাজস্ব এক লাখ কোটির বেশিই হয়েছে । এবং এই হার ক্রমবর্ধমান । প্যানডেমিকে ভেঙে পড়া অর্থনৈতিক অবস্থার পর এই পরিসংখ্যান আশার আলো । কেন্দ্রীয় মন্ত্রকের দেওয়া হিসাব অনুযায়ী, 31 জানুয়ারি সন্ধ্যে 6 টা পর্যন্ত মোট জিএসটি থেকে প্রাপ্ত রাজস্বের পরিমাণ 1 লাখ 19 হাজার 847 কোটি টাকা । এর মধ্যে সিজিএসটি (CGST) থেকে প্রাপ্ত 21 হাজার 923 কোটি টাকা, এসজিএসটি (SGST) থেকে প্রাপ্ত 29 হাজার 14 কোটি টাকা, আইজিএসটি থেকে প্রাপ্ত 60 হাজার 288 কোটি টাকা এবং সেস থেকে প্রাপ্ত 8 হাজার 622 কোটি টাকা । অন্যদিকে 31 ডিসেম্বর পর্যন্ত মোট জিএসটিআর-3বি-র রিটার্নের পরিমাণ 90 লাখ টাকা ।

আরও পড়ুন : অর্থনীতিকে টেনে তুলতে ব্যবস্থা নাকি জনমোহিনী, কোন পথে নির্মলা ?

সরকারের তরেফে জানানো হয় , শেষ কয়েক মাসে আয়কর রাজস্ব থেকে প্রাপ্ত লভ্যাংশের নিয়মিত হারে বৃদ্ধির পিছনে কয়েকটি বিষয় কাজ করছে । ভুয়ো বিলিং-এর উপর নজর রাখা হচ্ছে, জিএসটি সহ অন্য তথ্যের উৎস থেকে সেই তথ্যগুলিকে বিশ্লেষণ করা হচ্ছে ৷ এবং সর্বোপরি আয়কর বিভাগ, তথ্য প্রযুক্তি বিভাগ এবং আয়কর প্রশাসন এই লভ্যাংশ বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করেছে ।

Last Updated : Feb 1, 2021, 9:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.