জম্মু, 24 নভেম্বর: জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) সাম্বা জেলায় একটি সন্দেহজনক প্যাকেট (Suspicious Packet Recovered) খুঁজে পেল পুলিশ ৷ বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সুরিন্দর চৌধরি ৷ কোনওরকম ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গে ডেকে পাঠানো হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকে ৷
অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, সন্দেহজনক প্যাকেটটি সীমান্তের ওপার থেকে একটি ড্রোনের (Suspicious packet dropped by drone) মাধ্যমে ফেলে দেওয়া হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে ৷ এর মধ্যে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), অস্ত্র বা মাদকদ্রব্য থাকতে পারে বলে মনে করছে পুলিশ ৷
আরও পড়ুন: সরকার নির্দেশ দিলেই সেনা তৈরি, পাক অধিকৃত কাশ্মীর ফেরানো নিয়ে দাবি সেনা কর্তার
বৃহস্পতিবার ভোরে বিজয়পুর এলাকার একটি মাঠে প্যাকেটটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন জনৈক গ্রামবাসী । ওই আধিকারিক জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বম্ব ডিসপোজাল স্কোয়াডকে ডাকার আগে গোটা এলাকাটি ঘিরে ফেলে । ওই প্যাকেটের ভেতরে কী রয়েছে তা জানার পরই বোঝা যাবে কী উদ্দেশ্যে এই প্যাকেট ফেলা হয়েছে ভূস্বর্গে ৷