বদগাম, 4 জুন : চিতাবাঘের (Leopard Attack) হানায় মৃত্যু হল 4 বছরের এক শিশুকন্যার ৷ বৃহস্পতিবার সন্ধেয় মধ্য কাশ্মীরের বদগাম এলাকায় ঘটে এই মর্মান্তিক ঘটনা ৷
উমপোরার হাউসিং কলোনিতে বাড়ির উঠোনে খেলছিল জনৈক শাকিল আহমেদের 4 বছরের কন্যা আধা শাকিল ৷ তখনই আচমকা তাকে টেনে নিয়ে যায় এক চিতাবাঘ ৷ খবর পেয়েই সঙ্গে সঙ্গে অভিযান চালায় পুলিশ, বন দফতর ও সেনার যৌথবাহিনী ৷ তন্ন তন্ন করে খোঁজা হয় নিখোঁজ শিশুকে ৷ এরপর শুক্রবার সকালে মেলে তার ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ ৷
শিশুটি হঠাত্ নিখোঁজ হওয়ার পর প্রাথমিকভাবে স্থানীয়দের সন্দেহ ছিল যে, চিতাবাঘ এসে তাকে টেনে নিয়ে গিয়েছে ৷ এরপর তল্লাশি আরও জোরদার করে বাহিনী ৷ পরে শিশুটির দেহ উদ্ধারের পর তার শরীরে যে ক্ষতচিহ্ন মিলেছে, তা থেকেই বনকর্মীরা মনে করছেন যে চিতাবাঘ শিশুটিকে টেনে নিয়ে গিয়েছিল ৷
আরও পড়ুন: জেলে ফিরতে মোদিকে খুনের হুমকি জামিনে মুক্ত যুবকের, গ্রেফতার দিল্লিতে
এর আগেও জঙ্গলের পাশেই থাকা এই কলোনির আশপাশে চিতাবাঘের বিচরণের সাক্ষী থেকেছেন এখানকার মানুষ ৷ স্থানীয়দের অভিযোগ, পাশে থাকা নার্সারিটি এতটাই ঘন হয়ে গিয়েছে যে, এ ধরনের ঘটনা এড়াতে ব্যবস্থা নেওয়ার জন্য বারবার আর্জি জানানো হয়েছে বন দফতরের কাছে ৷ তবে তারা কোনও পদক্ষেপ করেনি ৷
-
This is my niece.
— Muskan Mumtaz (@MuskanMumtaz) June 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Please make dua. https://t.co/lGSJG3lTcI
">This is my niece.
— Muskan Mumtaz (@MuskanMumtaz) June 3, 2021
Please make dua. https://t.co/lGSJG3lTcIThis is my niece.
— Muskan Mumtaz (@MuskanMumtaz) June 3, 2021
Please make dua. https://t.co/lGSJG3lTcI
মুসকান মমতাজের ভাইঝি ছিল আধা শাকিল ৷ তার খোঁজ পেতে টুইটারে তার ছবি পোস্ট করেছিলেন মুসকান ৷ পরে তিনি কাঁদতে কাঁদতে জানান, "আধাকে চিতাবাঘে টেনে নিয়ে গিয়েছে ৷"