পুলওয়ামা, 1 ডিসেম্বর: ফের এনকাউন্টার জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir news) ৷ পুলওয়ামায় (Pulwama encounter) নিরাপত্তা রক্ষীর সঙ্গে তীব্র গুলিবিনিময়ে মৃত্যু হল দু'জন জইশ-ই-মহম্মদ কম্যান্ডারের (JeM commanders were killed in Pulwama Encounter)৷
পুলিশ জানিয়েছে, বুধবার সকালে দক্ষিণ কাশ্মীরের (Kashmir encounter) পুলওয়ামায় চলে এনকাউন্টার ৷ গোপন সূত্রে নিরাপত্তা রক্ষীরা খবর পেয়েছিলেন যে, রাজপোরার কাসবয়ার এলাকায় লুকিয়ে রয়েছে জঙ্গিরা ৷ এরপরই সেখানে অভিযান চালায় পুলিশ ও সেনার যৌথবাহিনী ৷ গোটা এলাকা ঘিরে ফেলা হয় ৷ নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে জঙ্গিরা ৷ পাল্টা প্রতিরোধ গড়ে তোলে বাহিনী ৷ শুরু হয় তীব্র গুলিবিনিময় ৷
আরও পড়ুন: Poonch Encounter: পুঞ্চে জঙ্গিদের সঙ্গে তীব্র গুলির লড়াই, জখম 3 নিরাপত্তা কর্মী
কাশ্মীর পুলিশের তরফে টুইট করে জানানো হয়, বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে দু'জন জঙ্গির (JeM commanders death in Pulwama Encounter) ৷ তাদের পরিচয় শনাক্ত করে পুলিশ জানিয়েছে, মৃত দুই জঙ্গি জইশ-ই-মহম্মদের কম্যান্ডার ৷ একজনের নাম ইয়াসির পারায়, সে ছিল আইইডি বিশেষজ্ঞ ৷ আর অপরজন হল বিদেশি জঙ্গি, নাম ফুরকান ৷ দুজনেই বিভিন্ন নাশকতামূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল বলে জানিয়েছে পুলিশ ৷
আরও পড়ুন: J&K Terrorist Attack : জঙ্গি হানায় কুলগ্রামে ফের প্রাণ হারাল 3 ভিনরাজ্যের শ্রমিক
ওই এলাকায় আরও কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, তার খোঁজে জোর তল্লাশি শুরু হয়েছে ৷
আরও পড়ুন: Shopian Encounter: শোপিয়ানে এনকাউন্টারে মৃত 3 লস্কর জঙ্গি