ETV Bharat / bharat

Budgam Encounter: বদগামে চলছে তীব্র গুলির লড়াই, বাহিনীর ফাঁদে 2 জঙ্গি - militants trapped

জম্মু ও কাশ্মীরের বদগামে (Budgam Encounter) চলছে তীব্র গুলির লড়াই ৷ এনকাউন্টারে বাহিনীর ফাঁদে 2 জঙ্গি আটকে (Militants Trapped) পড়েছে বলে মনে করা হচ্ছে (Jammu and Kashmir News)৷

Budgam Encounter ETV Bharat
বদগামে এনকাউন্টার
author img

By

Published : Jan 15, 2023, 12:59 PM IST

শ্রীনগর, 15 জানুয়ারি: ফের এনকাউন্টার জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir News)৷ আজ সকালে বদগাম (Budgam Encounter) জেলার রেদবাঘ গ্রামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের তীব্র গুলিবিনিময় শুরু হয়েছে ৷ প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, ঘটনাস্থলে কয়েকজন জঙ্গি (Militants Trapped) আটকে পড়েছে । কাশ্মীর পুলিশ টুইট করে এনকাউন্টারের কথা জানিয়েছে ৷ গোটা এলাকা ঘিরে ফেলেছে বাহিনী ৷

কাশ্মীর পুলিশ জোন টুইট করেছে যে, মাগাম এলাকার রেদবাঘে রবিবার এনকাউন্টার শুরু হয়েছে ৷ সেখানে কর্তব্যরত ছিল নিরাপত্তা বাহিনী ৷ পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, গোপন সূত্রে খবর আসে যে ওই এলাকায় লুকিয়ে রয়েছে একদল জঙ্গি ৷ এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর পুলিশ, সেনাবাহিনী এবং সিআরপিএফ যৌথভাবে ঘটনাস্থলে অভিযান চালায় ৷

পুলিশের আধিকারিকরা জানিয়েছেন যে, নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করার সঙ্গে সঙ্গেই জওয়ানদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু হয় ৷ তখন পালটা গুলি চালান নিরাপত্তা কর্মীরাও ৷ শুরু হয় এনকাউন্টার ৷ আধিকারিকরা জানিয়েছেন, ঘটনাস্থলে দুই জঙ্গি লুকিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে । লুকিয়ে থাকা জঙ্গিরা যাতে কোনও মতেই ওই এলাকা থেকে পালাতে না পারে, সেজন্য গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে বলে জানান আধিকারিকরা ৷ চলছে চিরুনি তল্লাশি ৷

আরও পড়ুন: সিধরায় আধাসেনার সঙ্গে গুলির লড়াইে খতম 3 জঙ্গি

ডিসেম্বরের শেষের দিকে জম্মুর সিধরায় এনকাউন্টারে 3 জঙ্গিকে খতম করা হয়েছিল ৷ সে ক্ষেত্রেও জঙ্গিদের আত্মগোপন করে থাকার খবর পেয়ে যৌথ অভিযান চালিয়েছিল পুলিশ, সেনাবাহিনী ও সিআরপিএফ ৷ বাহিনীর দিকে এলোপাথাড়ি গুলি ধেয়ে এলে তার পালটা জবাব দেওয়া হয় ৷ কয়েক ঘণ্টা ধরে তীব্র গুলি বিনিময়ের পর মৃত্যু হয় 3 জঙ্গির ৷

বছরের শুরুতেই 1 ও 2 জানুয়ারি জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে পরপর দুটি সন্ত্রাসবাদী হামলা চালায় জঙ্গিরা ৷ সেই দুই ঘটনায় দুই শিশু-সহ সাতজন বেসামরিক নাগরিকের মৃত্যু হয় ৷ ওই দুই ঘটনার তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ দিনকয়েক আগে জম্মু ও কাশ্মীর সফরে গিয়ে এ কথা জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

শ্রীনগর, 15 জানুয়ারি: ফের এনকাউন্টার জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir News)৷ আজ সকালে বদগাম (Budgam Encounter) জেলার রেদবাঘ গ্রামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের তীব্র গুলিবিনিময় শুরু হয়েছে ৷ প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, ঘটনাস্থলে কয়েকজন জঙ্গি (Militants Trapped) আটকে পড়েছে । কাশ্মীর পুলিশ টুইট করে এনকাউন্টারের কথা জানিয়েছে ৷ গোটা এলাকা ঘিরে ফেলেছে বাহিনী ৷

কাশ্মীর পুলিশ জোন টুইট করেছে যে, মাগাম এলাকার রেদবাঘে রবিবার এনকাউন্টার শুরু হয়েছে ৷ সেখানে কর্তব্যরত ছিল নিরাপত্তা বাহিনী ৷ পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, গোপন সূত্রে খবর আসে যে ওই এলাকায় লুকিয়ে রয়েছে একদল জঙ্গি ৷ এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর পুলিশ, সেনাবাহিনী এবং সিআরপিএফ যৌথভাবে ঘটনাস্থলে অভিযান চালায় ৷

পুলিশের আধিকারিকরা জানিয়েছেন যে, নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করার সঙ্গে সঙ্গেই জওয়ানদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু হয় ৷ তখন পালটা গুলি চালান নিরাপত্তা কর্মীরাও ৷ শুরু হয় এনকাউন্টার ৷ আধিকারিকরা জানিয়েছেন, ঘটনাস্থলে দুই জঙ্গি লুকিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে । লুকিয়ে থাকা জঙ্গিরা যাতে কোনও মতেই ওই এলাকা থেকে পালাতে না পারে, সেজন্য গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে বলে জানান আধিকারিকরা ৷ চলছে চিরুনি তল্লাশি ৷

আরও পড়ুন: সিধরায় আধাসেনার সঙ্গে গুলির লড়াইে খতম 3 জঙ্গি

ডিসেম্বরের শেষের দিকে জম্মুর সিধরায় এনকাউন্টারে 3 জঙ্গিকে খতম করা হয়েছিল ৷ সে ক্ষেত্রেও জঙ্গিদের আত্মগোপন করে থাকার খবর পেয়ে যৌথ অভিযান চালিয়েছিল পুলিশ, সেনাবাহিনী ও সিআরপিএফ ৷ বাহিনীর দিকে এলোপাথাড়ি গুলি ধেয়ে এলে তার পালটা জবাব দেওয়া হয় ৷ কয়েক ঘণ্টা ধরে তীব্র গুলি বিনিময়ের পর মৃত্যু হয় 3 জঙ্গির ৷

বছরের শুরুতেই 1 ও 2 জানুয়ারি জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে পরপর দুটি সন্ত্রাসবাদী হামলা চালায় জঙ্গিরা ৷ সেই দুই ঘটনায় দুই শিশু-সহ সাতজন বেসামরিক নাগরিকের মৃত্যু হয় ৷ ওই দুই ঘটনার তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ দিনকয়েক আগে জম্মু ও কাশ্মীর সফরে গিয়ে এ কথা জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.