ETV Bharat / bharat

LeT Terrorists Killed: শোপিয়ানে এনকাউন্টারে মৃত 3 লস্কর জঙ্গি, উদ্ধার অস্ত্র-বিস্ফোরক - শোপিয়ানে এনকাউন্টার

জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে (Shopian encounter) এনকাউন্টারে মৃত্যু হল লস্কর-ই-তৈবার তিনজন জঙ্গির (LeT terrorists killed)৷ ঘটনাস্থল থেকে অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে ৷

Jammu and Kashmir 3 LeT terrorists killed in Shopian encounter
শোপিয়ানে এনকাউন্টারে মৃত 3 লস্কর জঙ্গি, উদ্ধার অস্ত্র-বিস্ফোরক
author img

By

Published : Aug 31, 2022, 12:13 PM IST

শ্রীনগর, 31 অগস্ট: ফের এনকাউন্টার জম্মু ও কাশ্মীরে ৷ শোপিয়ানে (Shopian encounter) নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তীব্র গুলিবিনিময়ে প্রাণ গেল লস্কর-ই-তৈবার তিনজন জঙ্গির (LeT terrorists killed)৷

মঙ্গলবার শোপিয়ান পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে, নাগবাল এলাকার হুশাংপোরা গ্রামে লুকিয়ে রয়েছে জঙ্গিরা ৷ এই খবর পেয়েই সেই এলাকায় যৌথ অভিযান চালায় পুলিশ, সেনাবাহিনী ও সিআরপিএফ ৷ পুলিশ জানিয়েছে, "ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করলে লুকিয়ে থাকা জঙ্গিরা নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে ৷ পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন জওয়ানরাও ৷ শুরু হয় এনকাউন্টার ৷ এনকাউন্টারে লস্কর-ই-তৈবার তিনজন জঙ্গিকে খতম করা হয়েছে ৷ তাদের দেহও উদ্ধার করা হয়েছে ৷"

নিহত জঙ্গিদের পরিচয় শনাক্ত করে জানা যায়, তাদের মধ্যে দানীশ খুরশিদ লাদি ইমামসাহিবের বাসিন্দা, তনভীর আহমেদ ওয়ানি অমরবাগ ইমামসাহিবের বাসিন্দা এবং তৌসিফ আহমেদ ভাট চেরমার্গের বাসিন্দা ৷ তিনজনই লস্করের কট্টর জঙ্গি হিসেবে কাজ করত (Jammu and Kashmir encounter)৷

আরও পড়ুন: ফের শোপিয়ানে গুলির লড়াই, খতম অন্তত দুই জঙ্গি

পুলিশ আরও জানিয়েছে, "রেকর্ড অনুযায়ী নিহত তিন জঙ্গি নানা নাশকতামূলক কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল ৷ পুলিশ ও নিরাপত্তা রক্ষী এবং সাধারণ মানুষের উপর অনেক হামলার ঘটনাও তারা ঘটিয়েছে ৷ 2021 সালের অগস্ট মাস থেকে সক্রিয় দানীশ ও তনভীর অল্পবয়সি ছেলেদের জঙ্গি সংগঠনে নিযুক্ত করার কাজ করত ৷ এর আগে বেশ কয়েকটি এনকাউন্টার থেকে প্রাণ বাঁচিয়ে পালাতে সক্ষম হয়েছিল দানীশ খুরশিদ ৷"

এনকাউন্টার স্থল থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক ৷ গোটা এলাকায় চিরুনি তল্লাশি চালানো হচ্ছে ৷ আর কোনও জঙ্গি ওই এলাকায় লুকিয়ে রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন নিরাপত্তা রক্ষীরা ৷

গত কয়েকদিনে জম্মু ও কাশ্মীরে বেশ কয়েকটি এনকাউন্টারের ঘটনা ঘটেছে ৷ বড় বেশ কয়েকটি সাফল্যও পেয়েছে বাহিনী ৷ এ বার তারা খতম করল লস্করের তিনজন জঙ্গিকে ৷

শ্রীনগর, 31 অগস্ট: ফের এনকাউন্টার জম্মু ও কাশ্মীরে ৷ শোপিয়ানে (Shopian encounter) নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তীব্র গুলিবিনিময়ে প্রাণ গেল লস্কর-ই-তৈবার তিনজন জঙ্গির (LeT terrorists killed)৷

মঙ্গলবার শোপিয়ান পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে, নাগবাল এলাকার হুশাংপোরা গ্রামে লুকিয়ে রয়েছে জঙ্গিরা ৷ এই খবর পেয়েই সেই এলাকায় যৌথ অভিযান চালায় পুলিশ, সেনাবাহিনী ও সিআরপিএফ ৷ পুলিশ জানিয়েছে, "ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করলে লুকিয়ে থাকা জঙ্গিরা নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে ৷ পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন জওয়ানরাও ৷ শুরু হয় এনকাউন্টার ৷ এনকাউন্টারে লস্কর-ই-তৈবার তিনজন জঙ্গিকে খতম করা হয়েছে ৷ তাদের দেহও উদ্ধার করা হয়েছে ৷"

নিহত জঙ্গিদের পরিচয় শনাক্ত করে জানা যায়, তাদের মধ্যে দানীশ খুরশিদ লাদি ইমামসাহিবের বাসিন্দা, তনভীর আহমেদ ওয়ানি অমরবাগ ইমামসাহিবের বাসিন্দা এবং তৌসিফ আহমেদ ভাট চেরমার্গের বাসিন্দা ৷ তিনজনই লস্করের কট্টর জঙ্গি হিসেবে কাজ করত (Jammu and Kashmir encounter)৷

আরও পড়ুন: ফের শোপিয়ানে গুলির লড়াই, খতম অন্তত দুই জঙ্গি

পুলিশ আরও জানিয়েছে, "রেকর্ড অনুযায়ী নিহত তিন জঙ্গি নানা নাশকতামূলক কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল ৷ পুলিশ ও নিরাপত্তা রক্ষী এবং সাধারণ মানুষের উপর অনেক হামলার ঘটনাও তারা ঘটিয়েছে ৷ 2021 সালের অগস্ট মাস থেকে সক্রিয় দানীশ ও তনভীর অল্পবয়সি ছেলেদের জঙ্গি সংগঠনে নিযুক্ত করার কাজ করত ৷ এর আগে বেশ কয়েকটি এনকাউন্টার থেকে প্রাণ বাঁচিয়ে পালাতে সক্ষম হয়েছিল দানীশ খুরশিদ ৷"

এনকাউন্টার স্থল থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক ৷ গোটা এলাকায় চিরুনি তল্লাশি চালানো হচ্ছে ৷ আর কোনও জঙ্গি ওই এলাকায় লুকিয়ে রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন নিরাপত্তা রক্ষীরা ৷

গত কয়েকদিনে জম্মু ও কাশ্মীরে বেশ কয়েকটি এনকাউন্টারের ঘটনা ঘটেছে ৷ বড় বেশ কয়েকটি সাফল্যও পেয়েছে বাহিনী ৷ এ বার তারা খতম করল লস্করের তিনজন জঙ্গিকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.