ETV Bharat / bharat

করোনা মোকাবিলায় সহায়তার জন্য আমেরিকার বিদেশসচিবকে ধন্যবাদ জয়শঙ্করের - রাষ্ট্রপুঞ্জের সিকিউরিটি কাউন্সিল

বিশ্বের অন্যতম ধনী দেশগুলিকে নিয়ে ব্রিটেনে শুরু হয়েছে জি-7 সম্মেলন ৷ সদস্য দেশ না হলেও আয়োজক ব্রিটেন আমন্ত্রণ জানিয়েছে ভারতকে ৷ সেখানেই প্রথমবার একে অপরের সঙ্গে দেখা করলেন অ্যান্টনি ব্লিনকেন আর এস জয়শঙ্কর ৷

ব্রিটেনে জয়শঙ্কর-ব্লিনকেন
ব্রিটেনে জয়শঙ্কর-ব্লিনকেন
author img

By

Published : May 4, 2021, 9:34 AM IST

লন্ডন, 4 মে : ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দেখা করলেন আমেরিকার সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে ৷ মঙ্গলবার (স্থানীয় সময়) ব্রিটেনে এই সাক্ষাৎকারে ভারতের দুঃসময়ে আমেরিকার পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান তিনি ৷ বিশ্বের অন্যতম ধনী দেশগুলির জি-7 সামিট শুরু হচ্ছে ব্রিটেনে ৷ সেখানে 3-6 মে, চারদিনের সফরে গিয়েছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর ৷

এই সাক্ষাৎকার নিয়ে একটি টুইটে তিনি জানিয়েছেন, "আমার পুরনো বন্ধু ব্লিনকেনের সঙ্গে সামনাসামনি দেখা করে ভালো লাগল ৷ বিশ্বজুড়ে কোভিড মোকাবিলা, কোভিড ভ্যাকসিনের উৎপাদন কী ভাবে বাড়ানো যায় আর নির্ভরযোগ্য সরবরাহ মাধ্যম নিয়ে আলোচনা হয়েছে তাঁর সঙ্গে ৷"

কোভিড-19 ছাড়াও বিশ্বের অন্যান্য বিষয়ও ছিল এই সাক্ষাৎকারে ৷ টুইটে এ বিষয়ে আরো জানিয়েছেন, "ভারতের সংকটে আমেরিকার গুরুত্বপূর্ণ সাহায্যের জন্য কৃতজ্ঞতা জানিয়েছি ব্লিনকেনকে ৷ বিশেষত অক্সিজেন আর রেমডেসিভির পাঠানোর জন্য ৷ এছাড়াও ইন্দো-প্যাসিফিক, রাষ্ট্রপুঞ্জের সিকিউরিটি কাউন্সিল, মায়ানমার আর জলবায়ু পরিবর্তন নিয়েও আলোচনা হয়েছে ৷"

আরও পড়ুন: কোভিড-সরঞ্জাম বোঝাই বিমান ভারতে পাঠাতে দেরি হবে, জানাল আমেরিকা

উল্লেখ্য যে, এই প্রথম মুখোমুখি হলেন ব্লিনকেন আর জয়শঙ্কর ৷ তাই এই সাক্ষাৎকার নিয়ে টুইট করেছেন ব্লিনকেনও ৷ জানিয়েছেন, "আজ ড. জয়শঙ্করের সঙ্গে দেখা হল ৷ আলোচনা হল কোভিড-19-এর বিরুদ্ধে লড়াই নিয়ে আমাদের যৌথ উদ্যোগ আর দু'দেশের মধ্যে আন্তর্জাতিক কূটনৈতিক সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রে কী কী উন্নয়নমূলক পদক্ষেপ করা যায়, তা নিয়েও ৷ ভারত খুব কাছের বন্ধু আর সহযোগী দেশ, ভবিষ্যতে দু'দেশের মধ্যে সহযোগিতা আরো গভীর করার ইচ্ছে রইল ৷" কোয়াড গোষ্ঠীর দুই সদস্য দেশ একযোগে নানাবিধ কাজ শুরু করার কথাও আলোচনা করেছে ৷ সাক্ষাৎকারে ইউনাইটেড নেশনস সিকিওরিটি কাউন্সিল (ইউএনএসসি)-সহ আরও বিভিন্ন সংগঠনের কথাও উঠেছে ৷

জলবায়ু পরিবর্তন আর পরিবেশ দূষণ প্রতিরোধে দু'দেশের মধ্যে "2030 ক্লিন এনার্জি এজেন্ডা" গুরুত্ব পেয়েছিল ৷ এমনকি বাদ যায়নি সাম্প্রতিক মায়ানমার সেনা অভ্যুত্থানও ৷ "এশিয়ান-5 পয়েন্ট প্ল্যান" কী ভাবে চালিয়ে নিয়ে যাওয়া হবে, সে বিষয়ের উপরও জোর দেওয়া হয়েছে ৷ জি-7-এর বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের দিকেই নজর দুই দেশের প্রতিনিধির ৷

জি-7-এর সদস্য দেশগুলি হল কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ব্রিটেন আর মার্কিন যুক্তরাষ্ট্র ৷ আর এর পর্যবেক্ষকের ভূমিকায় রয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন ৷ এবারে সদস্য দেশগুলি ছাড়া ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, রিপাবলিক অফ কোরিয়া, ব্রুনেইর মতো বহু দেশকে আমন্ত্রণ জানিয়েছে জি-7-এর আয়োজক দেশ ব্রিটেন ৷

লন্ডন, 4 মে : ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দেখা করলেন আমেরিকার সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে ৷ মঙ্গলবার (স্থানীয় সময়) ব্রিটেনে এই সাক্ষাৎকারে ভারতের দুঃসময়ে আমেরিকার পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান তিনি ৷ বিশ্বের অন্যতম ধনী দেশগুলির জি-7 সামিট শুরু হচ্ছে ব্রিটেনে ৷ সেখানে 3-6 মে, চারদিনের সফরে গিয়েছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর ৷

এই সাক্ষাৎকার নিয়ে একটি টুইটে তিনি জানিয়েছেন, "আমার পুরনো বন্ধু ব্লিনকেনের সঙ্গে সামনাসামনি দেখা করে ভালো লাগল ৷ বিশ্বজুড়ে কোভিড মোকাবিলা, কোভিড ভ্যাকসিনের উৎপাদন কী ভাবে বাড়ানো যায় আর নির্ভরযোগ্য সরবরাহ মাধ্যম নিয়ে আলোচনা হয়েছে তাঁর সঙ্গে ৷"

কোভিড-19 ছাড়াও বিশ্বের অন্যান্য বিষয়ও ছিল এই সাক্ষাৎকারে ৷ টুইটে এ বিষয়ে আরো জানিয়েছেন, "ভারতের সংকটে আমেরিকার গুরুত্বপূর্ণ সাহায্যের জন্য কৃতজ্ঞতা জানিয়েছি ব্লিনকেনকে ৷ বিশেষত অক্সিজেন আর রেমডেসিভির পাঠানোর জন্য ৷ এছাড়াও ইন্দো-প্যাসিফিক, রাষ্ট্রপুঞ্জের সিকিউরিটি কাউন্সিল, মায়ানমার আর জলবায়ু পরিবর্তন নিয়েও আলোচনা হয়েছে ৷"

আরও পড়ুন: কোভিড-সরঞ্জাম বোঝাই বিমান ভারতে পাঠাতে দেরি হবে, জানাল আমেরিকা

উল্লেখ্য যে, এই প্রথম মুখোমুখি হলেন ব্লিনকেন আর জয়শঙ্কর ৷ তাই এই সাক্ষাৎকার নিয়ে টুইট করেছেন ব্লিনকেনও ৷ জানিয়েছেন, "আজ ড. জয়শঙ্করের সঙ্গে দেখা হল ৷ আলোচনা হল কোভিড-19-এর বিরুদ্ধে লড়াই নিয়ে আমাদের যৌথ উদ্যোগ আর দু'দেশের মধ্যে আন্তর্জাতিক কূটনৈতিক সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রে কী কী উন্নয়নমূলক পদক্ষেপ করা যায়, তা নিয়েও ৷ ভারত খুব কাছের বন্ধু আর সহযোগী দেশ, ভবিষ্যতে দু'দেশের মধ্যে সহযোগিতা আরো গভীর করার ইচ্ছে রইল ৷" কোয়াড গোষ্ঠীর দুই সদস্য দেশ একযোগে নানাবিধ কাজ শুরু করার কথাও আলোচনা করেছে ৷ সাক্ষাৎকারে ইউনাইটেড নেশনস সিকিওরিটি কাউন্সিল (ইউএনএসসি)-সহ আরও বিভিন্ন সংগঠনের কথাও উঠেছে ৷

জলবায়ু পরিবর্তন আর পরিবেশ দূষণ প্রতিরোধে দু'দেশের মধ্যে "2030 ক্লিন এনার্জি এজেন্ডা" গুরুত্ব পেয়েছিল ৷ এমনকি বাদ যায়নি সাম্প্রতিক মায়ানমার সেনা অভ্যুত্থানও ৷ "এশিয়ান-5 পয়েন্ট প্ল্যান" কী ভাবে চালিয়ে নিয়ে যাওয়া হবে, সে বিষয়ের উপরও জোর দেওয়া হয়েছে ৷ জি-7-এর বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের দিকেই নজর দুই দেশের প্রতিনিধির ৷

জি-7-এর সদস্য দেশগুলি হল কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ব্রিটেন আর মার্কিন যুক্তরাষ্ট্র ৷ আর এর পর্যবেক্ষকের ভূমিকায় রয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন ৷ এবারে সদস্য দেশগুলি ছাড়া ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, রিপাবলিক অফ কোরিয়া, ব্রুনেইর মতো বহু দেশকে আমন্ত্রণ জানিয়েছে জি-7-এর আয়োজক দেশ ব্রিটেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.