ETV Bharat / bharat

INS Vikrant: একাধিক সরকারের মিলিত প্রচেষ্টার ফসল আইএনএস বিক্রান্ত, টুইটে খোঁচা জয়রামের

আইএনএস বিক্রান্তকে (INS Vikrant) নিয়ে রাজনৈতিক লড়াই শুরু ৷ টুইটে মোদি সরকারকে (Modi Government) খোঁচা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক জয়রাম রমেশের (Jairam Ramesh) ৷ ঠিক কী বললেন তিনি ?

Jairam Ramesh claims commissioning of INS Vikrant is a Collective effort of all Governments since 1999
INS Vikrant: একাধিক সরকারের মিলিত প্রচেষ্টার ফসল আইএনএস বিক্রান্ত, টুইটে খোঁচা জয়রামের
author img

By

Published : Sep 2, 2022, 4:07 PM IST

নয়াদিল্লি, 2 সেপ্টেম্বর: সম্পূর্ণ ভারতীয় গবেষণা ও প্রযুক্তিতে তৈরি আইএনএস বিক্রান্তকে (INS Vikrant) নিয়ে শুরু রাজনীতির লড়াই ৷ এর আগে সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে এমন কোনও রণতরী তৈরি হয়নি, যা যুদ্ধবিমান পরিবহণেও সক্ষম ৷ ইতিমধ্যেই মোদি সরকার (Modi Government) এই সাফল্য়ের কৃতিত্ব নিতে উঠে-পড়ে লেগেছে ৷ এবার আসরে নামল কংগ্রেসও ৷ তাদের বক্তব্য, আইএনএস বিক্রান্তের বাস্তবায়ন শুধুমাত্র কোনও একটি সরকারের সাফল্য নয় ৷ এর পিছনে একাধিক সরকারের অবদান রয়েছে ৷

বিষয়টি নিয়ে শুক্রবার টুইটারে মুখ খোলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক জয়রাম রমেশ (Jairam Ramesh) ৷ নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে এদিন এই সংক্রান্ত একটি পোস্ট করেন তিনি ৷ জয়রামের বার্তা, 1999 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত কেন্দ্রে যতগুলি সরকার এসেছে, আইএনএস বিক্রান্তের বাস্তবায়নের পিছনে তাদের সকলেরই সমান অবদান রয়েছে ৷ এই কংগ্রেস নেতার কথায়, "ভারতের তৈরি প্রথম রণতরী, যা যুদ্ধবিমান পরিবহণে সক্ষম, সেই আইএনএস বিক্রান্তের আজ থেকে পথ চলা শুরু হল ৷ এই সাফল্য 1999 সাল থেকে এখনও পর্যন্ত সবক'টি কেন্দ্রীয় সরকারের মিলিত অবদানের ফসল ৷ প্রধানমন্ত্রী কি সেটা স্বীকার করবেন ? একইসঙ্গে, আমাদের আসল আইএনএস বিক্রান্তকেও আজ স্মরণ করতে হবে ৷ সেই রণতরী 1971-এর যুদ্ধে লড়াই করেছিল ৷ ব্রিটেনের কাছ থেকে সেটি আদায় করতে কৃষ্ণ মেনন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ৷"

  • India’s 1st indigenous aircraft carrier INS Vikrant commissioned today is a collective effort of all govts since 1999. Will PM acknowledge?

    Let’s also recall original INS Vikrant that served us well in 1971 war. Much reviled Krishna Menon played a key role in getting it from UK.

    — Jairam Ramesh (@Jairam_Ramesh) September 2, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: দেশে তৈরি প্রথম বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তের যাত্রা শুরু মোদির হাতে

প্রসঙ্গত, এদিনই কোচি শিপইয়ার্ড (Kochi Shipyard Limited) থেকে আইএনএস বিক্রান্তের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ নৌসেনায় আইএনএস বিক্রান্তের এই অন্তর্ভুক্তিকে স্বাগত জানিয়েছেন কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ এর জন্য ভারতীয় নৌসেনাকে অভিনন্দন জানিয়েছেন তিনি ৷ রাহুল গান্ধি যে উচ্ছ্বসিত, সেটা তাঁর এদিনের টুইটেই প্রকাশ পেয়েছে ৷ তিনি লিখেছেন, বহু বছরের কঠোর পরিশ্রমের ফসল হল সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই রণতরী ৷

  • Many congratulations to the Indian Navy, the Naval Design Bureau and Cochin Shipyard for the many years of hard work that has made the vision of INS Vikrant come true.

    India’s first indigenously built aircraft carrier, Vikrant is a significant step for India’s maritime security. pic.twitter.com/JG46tW4n5E

    — Rahul Gandhi (@RahulGandhi) September 2, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, গত শতাব্দীর নয়ের দশকের একেবারে শেষের দিকে আইএনএস বিক্রান্তকে নৌসেনা থেকে অপসারিত করা হয় ৷ পরবর্তীতে যুদ্ধবিমান বহনকারী রণতরী হিসাবে এর নকশা মঞ্জুর করা হয় 2003 সালে ৷

নয়াদিল্লি, 2 সেপ্টেম্বর: সম্পূর্ণ ভারতীয় গবেষণা ও প্রযুক্তিতে তৈরি আইএনএস বিক্রান্তকে (INS Vikrant) নিয়ে শুরু রাজনীতির লড়াই ৷ এর আগে সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে এমন কোনও রণতরী তৈরি হয়নি, যা যুদ্ধবিমান পরিবহণেও সক্ষম ৷ ইতিমধ্যেই মোদি সরকার (Modi Government) এই সাফল্য়ের কৃতিত্ব নিতে উঠে-পড়ে লেগেছে ৷ এবার আসরে নামল কংগ্রেসও ৷ তাদের বক্তব্য, আইএনএস বিক্রান্তের বাস্তবায়ন শুধুমাত্র কোনও একটি সরকারের সাফল্য নয় ৷ এর পিছনে একাধিক সরকারের অবদান রয়েছে ৷

বিষয়টি নিয়ে শুক্রবার টুইটারে মুখ খোলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক জয়রাম রমেশ (Jairam Ramesh) ৷ নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে এদিন এই সংক্রান্ত একটি পোস্ট করেন তিনি ৷ জয়রামের বার্তা, 1999 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত কেন্দ্রে যতগুলি সরকার এসেছে, আইএনএস বিক্রান্তের বাস্তবায়নের পিছনে তাদের সকলেরই সমান অবদান রয়েছে ৷ এই কংগ্রেস নেতার কথায়, "ভারতের তৈরি প্রথম রণতরী, যা যুদ্ধবিমান পরিবহণে সক্ষম, সেই আইএনএস বিক্রান্তের আজ থেকে পথ চলা শুরু হল ৷ এই সাফল্য 1999 সাল থেকে এখনও পর্যন্ত সবক'টি কেন্দ্রীয় সরকারের মিলিত অবদানের ফসল ৷ প্রধানমন্ত্রী কি সেটা স্বীকার করবেন ? একইসঙ্গে, আমাদের আসল আইএনএস বিক্রান্তকেও আজ স্মরণ করতে হবে ৷ সেই রণতরী 1971-এর যুদ্ধে লড়াই করেছিল ৷ ব্রিটেনের কাছ থেকে সেটি আদায় করতে কৃষ্ণ মেনন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ৷"

  • India’s 1st indigenous aircraft carrier INS Vikrant commissioned today is a collective effort of all govts since 1999. Will PM acknowledge?

    Let’s also recall original INS Vikrant that served us well in 1971 war. Much reviled Krishna Menon played a key role in getting it from UK.

    — Jairam Ramesh (@Jairam_Ramesh) September 2, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: দেশে তৈরি প্রথম বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তের যাত্রা শুরু মোদির হাতে

প্রসঙ্গত, এদিনই কোচি শিপইয়ার্ড (Kochi Shipyard Limited) থেকে আইএনএস বিক্রান্তের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ নৌসেনায় আইএনএস বিক্রান্তের এই অন্তর্ভুক্তিকে স্বাগত জানিয়েছেন কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ এর জন্য ভারতীয় নৌসেনাকে অভিনন্দন জানিয়েছেন তিনি ৷ রাহুল গান্ধি যে উচ্ছ্বসিত, সেটা তাঁর এদিনের টুইটেই প্রকাশ পেয়েছে ৷ তিনি লিখেছেন, বহু বছরের কঠোর পরিশ্রমের ফসল হল সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই রণতরী ৷

  • Many congratulations to the Indian Navy, the Naval Design Bureau and Cochin Shipyard for the many years of hard work that has made the vision of INS Vikrant come true.

    India’s first indigenously built aircraft carrier, Vikrant is a significant step for India’s maritime security. pic.twitter.com/JG46tW4n5E

    — Rahul Gandhi (@RahulGandhi) September 2, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, গত শতাব্দীর নয়ের দশকের একেবারে শেষের দিকে আইএনএস বিক্রান্তকে নৌসেনা থেকে অপসারিত করা হয় ৷ পরবর্তীতে যুদ্ধবিমান বহনকারী রণতরী হিসাবে এর নকশা মঞ্জুর করা হয় 2003 সালে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.