ETV Bharat / bharat

'মোদিই সবকিছুর মূলে, মিলিন্দ দেওরা পুতুল মাত্র', অভিযোগ জয়রামের - PM Narendra Modi

Congress on Milind Deora: মিলিন্দ দেওরা দক্ষিণ মুম্বই লোকসভা আসন নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, জানালেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ৷ তবে এই দল বদলের বিষয়টি ঠিক করেছেন প্রধানমন্ত্রী, দাবি করেন প্রবীণ কংগ্রেস নেতা ৷

ETV Bharat
মিলিন্দ দেওরা ও জয়রাম রমেশ
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 14, 2024, 6:11 PM IST

নয়াদিল্লি ও মুম্বই, 14 জানুয়ারি: আজই সূচনা হল কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রার ৷ অন্যদিকে রবিবারই কংগ্রেস ছেড়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে পরিচালিত শিবসেনায় যোগ দিয়েছেন মিলিন্দ দেওরা ৷ আর এই ঘটনায় হাত রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ এদিন এমনটাই অভিযোগ করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক বর্ষীয়ান নেতা জয়রাম রমেশ ৷ মহারাষ্ট্র কংগ্রেসের প্রাক্তন এই নেতা ইউপিএ জমানায় কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীও ছিলেন ৷

মিলিন্দ দেওরার বাবা প্রবীণ কংগ্রেস নেতা মুরলী দেওরা ৷ এই প্রসঙ্গে জয়রাম রমেশ বলেন, "মুরলী দেওরা আমাদের দলের একজন শক্তিশালী নেতা ছিলেন ৷ তিনি সব রাজনৈতিক দল এবং দলীয়কর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতেন ৷ তিনি কংগ্রেসের দুঃসময়েও পাশে ছিলেন ৷ আজ তাঁর কথা মনে পড়ছে ৷" এরই পাশাপাশি কংগ্রেসের প্রবীণ নেতা বলেন, "একজন মিলিন্দ দেওরা চলে গিয়েছেন, কি্নতু লক্ষ লক্ষ মিলিন্দরা আছেন৷ তাঁরা আমাদের সংগঠনের প্রতি আস্থা রাখে, আমাদের আদর্শে বিশ্বাস করে ৷"

দল ছাড়ার আগে শুক্রবার জয়রাম রমেশের সঙ্গে ফোনে কথা বলেছিলেন মিলিন্দ দেওরা, জানিয়েছেন প্রবীণ নেতা ৷ মিলিন্দ অনুরোধ করেছিলেন, তিনি রাহুল গান্ধির সঙ্গে কথা বলতে চান ৷ উদ্ধব ঠাকরের শিবসেনা শিবির দক্ষিণ মুম্বই লোকসভা কেন্দ্রের দাবি তুলেছে ৷ 2014 এবং 2019 সালে লোকসভা নির্বাচনে অবিভক্ত শিবসেনার অরবিন্দ সাওয়ান্ত মিলিন্দ দেওরাকে পরাজিত করে ৷ সাওয়ান্ত এখন উদ্ধব ঠাকরের শিবসেনায় যোগ দিয়েছেন ৷

মিলিন্দের সঙ্গে কথোপকথন প্রসঙ্গে রমেশ বলেন, "শুক্রবার সকাল 8.52 মিনিটে মিলিন্দ দেওরা আমায় মেসেজ করেন ৷ তারপর দুপুর 2.47 মিনিটে আমি উত্তরে লিখি 'আপনি কি দল বদলের কথা ভাবছেন?' এরপর 2.48 মিনিটে দেওরা উত্তর দেয়, 'আপনার সঙ্গে কথা বলা সম্ভব?' ৷ এরপর আমিই 3.40 মিনিট নাগাদ তাঁর সঙ্গে কথা বলি ৷"

দেওরার দল ছাড়ার কারণ নিয়ে জয়রাম রমেশ বলেন, "মিলিন্দ দেওরা দক্ষিণ মুম্বই লোকসভা আসন নিয়ে দুশ্চিন্তায় ছিলেন ৷ তিনি রাহুল গান্ধির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন ৷ আমি এ বিষয়ে রাহুলের সঙ্গে কথা বলি, সেটাই চেয়েছিলেন ৷" তবে এগুলো কোনওটাই দল ছাড়ার কোনও কারণ নয় বলে দাবি জয়রাম রমেশের ৷ তিনি এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করে বলেন, "এই সবকিছু প্রধানমন্ত্রী ঠিক করেছেন ৷ মিলিন্দ দেওরা শুধুমাত্র একটা পুতুল ৷"

আরও পড়ুন:

  1. 55 বছরের সম্পর্কে ইতি টেনে হাত ছাড়লেন মিলিন্দ দেওরা, যোগ দেবেন শিবসেনায়
  2. ভারত জোড়ো ন্যায় যাত্রাকে টুকড়ে টুকড়ে গ্যাংয়ের 'নাটক' বলে কটাক্ষ ধর্মেন্দ্র প্রধানের
  3. 'বিজেপি-আরএসএসে'র অনুষ্ঠান বলে কটাক্ষ, রামমন্দির উদ্বোধনে নেই কংগ্রেস

নয়াদিল্লি ও মুম্বই, 14 জানুয়ারি: আজই সূচনা হল কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রার ৷ অন্যদিকে রবিবারই কংগ্রেস ছেড়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে পরিচালিত শিবসেনায় যোগ দিয়েছেন মিলিন্দ দেওরা ৷ আর এই ঘটনায় হাত রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ এদিন এমনটাই অভিযোগ করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক বর্ষীয়ান নেতা জয়রাম রমেশ ৷ মহারাষ্ট্র কংগ্রেসের প্রাক্তন এই নেতা ইউপিএ জমানায় কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীও ছিলেন ৷

মিলিন্দ দেওরার বাবা প্রবীণ কংগ্রেস নেতা মুরলী দেওরা ৷ এই প্রসঙ্গে জয়রাম রমেশ বলেন, "মুরলী দেওরা আমাদের দলের একজন শক্তিশালী নেতা ছিলেন ৷ তিনি সব রাজনৈতিক দল এবং দলীয়কর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতেন ৷ তিনি কংগ্রেসের দুঃসময়েও পাশে ছিলেন ৷ আজ তাঁর কথা মনে পড়ছে ৷" এরই পাশাপাশি কংগ্রেসের প্রবীণ নেতা বলেন, "একজন মিলিন্দ দেওরা চলে গিয়েছেন, কি্নতু লক্ষ লক্ষ মিলিন্দরা আছেন৷ তাঁরা আমাদের সংগঠনের প্রতি আস্থা রাখে, আমাদের আদর্শে বিশ্বাস করে ৷"

দল ছাড়ার আগে শুক্রবার জয়রাম রমেশের সঙ্গে ফোনে কথা বলেছিলেন মিলিন্দ দেওরা, জানিয়েছেন প্রবীণ নেতা ৷ মিলিন্দ অনুরোধ করেছিলেন, তিনি রাহুল গান্ধির সঙ্গে কথা বলতে চান ৷ উদ্ধব ঠাকরের শিবসেনা শিবির দক্ষিণ মুম্বই লোকসভা কেন্দ্রের দাবি তুলেছে ৷ 2014 এবং 2019 সালে লোকসভা নির্বাচনে অবিভক্ত শিবসেনার অরবিন্দ সাওয়ান্ত মিলিন্দ দেওরাকে পরাজিত করে ৷ সাওয়ান্ত এখন উদ্ধব ঠাকরের শিবসেনায় যোগ দিয়েছেন ৷

মিলিন্দের সঙ্গে কথোপকথন প্রসঙ্গে রমেশ বলেন, "শুক্রবার সকাল 8.52 মিনিটে মিলিন্দ দেওরা আমায় মেসেজ করেন ৷ তারপর দুপুর 2.47 মিনিটে আমি উত্তরে লিখি 'আপনি কি দল বদলের কথা ভাবছেন?' এরপর 2.48 মিনিটে দেওরা উত্তর দেয়, 'আপনার সঙ্গে কথা বলা সম্ভব?' ৷ এরপর আমিই 3.40 মিনিট নাগাদ তাঁর সঙ্গে কথা বলি ৷"

দেওরার দল ছাড়ার কারণ নিয়ে জয়রাম রমেশ বলেন, "মিলিন্দ দেওরা দক্ষিণ মুম্বই লোকসভা আসন নিয়ে দুশ্চিন্তায় ছিলেন ৷ তিনি রাহুল গান্ধির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন ৷ আমি এ বিষয়ে রাহুলের সঙ্গে কথা বলি, সেটাই চেয়েছিলেন ৷" তবে এগুলো কোনওটাই দল ছাড়ার কোনও কারণ নয় বলে দাবি জয়রাম রমেশের ৷ তিনি এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করে বলেন, "এই সবকিছু প্রধানমন্ত্রী ঠিক করেছেন ৷ মিলিন্দ দেওরা শুধুমাত্র একটা পুতুল ৷"

আরও পড়ুন:

  1. 55 বছরের সম্পর্কে ইতি টেনে হাত ছাড়লেন মিলিন্দ দেওরা, যোগ দেবেন শিবসেনায়
  2. ভারত জোড়ো ন্যায় যাত্রাকে টুকড়ে টুকড়ে গ্যাংয়ের 'নাটক' বলে কটাক্ষ ধর্মেন্দ্র প্রধানের
  3. 'বিজেপি-আরএসএসে'র অনুষ্ঠান বলে কটাক্ষ, রামমন্দির উদ্বোধনে নেই কংগ্রেস
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.