ETV Bharat / bharat

ব্রেন ডেথ কিশোরের অঙ্গদান , নতুন জীবন পেল 4 জন - রাজস্থান

দুর্ঘটনার জেরে ব্রেন ডেথ হয় সেবারামের ৷ এরপর তার কিডনি , হৃদযন্ত্র , ফুসফুস , লিভার প্রতিস্থাপন করা হয় চার রোগীর দেহে ৷ যার জেরে নতুন জীবন ফিরে পান তাঁরা ৷ প্রসঙ্গত এটি ছিল রাজস্থানের 42তম সফল অঙ্গদান ৷

সেবারাম
সেবারাম
author img

By

Published : Mar 1, 2021, 1:41 PM IST

জয়পুর, 1 মার্চ : 22 ফেব্রুয়ারির রাত ৷ ঢোলপুরের ঘটনা ৷ সেবারাম নামের 17 বছর বয়সি এক কিশোর সবেমাত্র দোকান বন্ধ করে বাইকে স্টার্ট দিয়েছে বাড়ি ফেরার জন্য ৷ হঠাৎই পিছন থেকে দ্রুতগতির একটি গাড়ি এসে ধাক্কা মারে তাকে ৷ বাইক থেকে ছিটকে পড়ে যায় ৷ ঘটনাস্থানেই জ্ঞান হারায় সে ৷ সেই জ্ঞান আর তার ফিরল না ৷ যমে-মানুষে টানাটানির পর ডাক্তার তাকে "ব্রেন ডেথ" ঘোষণা করেন ৷

সওয়াই মান সিং হাসপাতালের চিকিৎসকরা জানান, দুর্ঘটনার জেরে মাথায় গুরুতর আঘাত লাগে তার ৷ দীর্ঘ প্রচেষ্টার পরও কিশোরের "ব্রেন ডেথ" ঠেকাতে পারলেন না ডাক্তাররা ৷ কিশোরের অঙ্গদানের জন্য পরিবারের সদস্যদের অনুরোধ করেন হাসপাতাল কর্তৃপক্ষ ৷ সেবারামের পরিবারের পক্ষ থেকে অনুমতিও পায় তারা ৷ এরপর সংশ্লিষ্ট হাসপাতলেরই রোগীদের দেহে তার কিডনি ,লিভার ও হৃদযন্ত্র প্রতিস্থাপন করা হয় ৷ উপযুক্ত প্রাপক না মেলায় ফুসফুস প্রতিস্থাপনের জন্য নিয়ে যাওয়া হয় রাজস্থানের বাইরের একটি হাসপাতালে ৷

প্রসঙ্গত এটি ছিল রাজস্থানের 42তম সফল অঙ্গদান ৷ সেবামারের অঙ্গদানের জেরে নতুন জীবন পেলেন 4 জন ৷

জয়পুর, 1 মার্চ : 22 ফেব্রুয়ারির রাত ৷ ঢোলপুরের ঘটনা ৷ সেবারাম নামের 17 বছর বয়সি এক কিশোর সবেমাত্র দোকান বন্ধ করে বাইকে স্টার্ট দিয়েছে বাড়ি ফেরার জন্য ৷ হঠাৎই পিছন থেকে দ্রুতগতির একটি গাড়ি এসে ধাক্কা মারে তাকে ৷ বাইক থেকে ছিটকে পড়ে যায় ৷ ঘটনাস্থানেই জ্ঞান হারায় সে ৷ সেই জ্ঞান আর তার ফিরল না ৷ যমে-মানুষে টানাটানির পর ডাক্তার তাকে "ব্রেন ডেথ" ঘোষণা করেন ৷

সওয়াই মান সিং হাসপাতালের চিকিৎসকরা জানান, দুর্ঘটনার জেরে মাথায় গুরুতর আঘাত লাগে তার ৷ দীর্ঘ প্রচেষ্টার পরও কিশোরের "ব্রেন ডেথ" ঠেকাতে পারলেন না ডাক্তাররা ৷ কিশোরের অঙ্গদানের জন্য পরিবারের সদস্যদের অনুরোধ করেন হাসপাতাল কর্তৃপক্ষ ৷ সেবারামের পরিবারের পক্ষ থেকে অনুমতিও পায় তারা ৷ এরপর সংশ্লিষ্ট হাসপাতলেরই রোগীদের দেহে তার কিডনি ,লিভার ও হৃদযন্ত্র প্রতিস্থাপন করা হয় ৷ উপযুক্ত প্রাপক না মেলায় ফুসফুস প্রতিস্থাপনের জন্য নিয়ে যাওয়া হয় রাজস্থানের বাইরের একটি হাসপাতালে ৷

প্রসঙ্গত এটি ছিল রাজস্থানের 42তম সফল অঙ্গদান ৷ সেবামারের অঙ্গদানের জেরে নতুন জীবন পেলেন 4 জন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.