ETV Bharat / bharat

Lawrence Bishnoi: খালিস্তানি জঙ্গি সুখা দুনেকের মৃত্য়ুর দায় নিল জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই

কানাডায় খালিস্তান আন্দোলনের বিশিষ্ট নেতা ছিল সুখদল সিং ৷ বৃহস্পতিবার তার আকস্মিক মৃত্যু হয় ৷ তারপরেই সোশাল মিডিয়ায় পোস্ট করে জঙ্গিমৃত্যুর দায় নিল লরেন্স বিষ্ণোই ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 21, 2023, 3:01 PM IST

Updated : Sep 21, 2023, 3:51 PM IST

হায়দরাবাদ, 21 সেপ্টেম্বর: ভারতের সঙ্গে কূটনৈতিক দ্বন্দ্বের মধ্যেই কানাডায় খুন হয়েছে খালিস্তানি জঙ্গি সুখদল সিং ওরফে সুখা দুনেকে ৷ তারপরেই জঙ্গিমৃত্যুর দায় নিল জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ সূত্রে জানা গিয়েছে, কানাডায় খালিস্তান আন্দোলনের বিশিষ্ট নেতা ছিল সুখদল সিং ৷ খালিস্তানি জঙ্গির মৃত্যুর জেরে ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক সম্পর্কে উত্তাপ বেড়েছে । সোশাল মিডিয়ায় পোস্ট করে তার মৃত্যুর দায় নিল লরেন্স বিষ্ণোই ৷

Jailed Gangster Lawrence Bishnoi
সোশাল মিডিয়ায় পোস্ট করে তার মৃত্যুর দায় নিল লরেন্স বিষ্ণোই

সুখা দুনেকে, পঞ্জাবের মোগার বাসিন্দা ‘ক্যাটাগরি এ’ গ্যাংস্টার ৷ 2017 সাল থেকে জাল পাসপোর্টে কানাডায় বসবাস করছিল ৷ সুখা দুনেকে দীর্ঘদিন ধরেই কানাডা-ভিত্তিক কুখ্যাত গ্যাংস্টার আরশদীপ সিং ওরফে আরশ দালার গ্যাংয়ের সঙ্গে যুক্ত ছিল ৷ বুধবার এনআইএ যে 43 জন কুখ্যাত গ্যাংস্টারের তালিকা প্রকাশ করেছে, তাতে নাম ছিল সুখা দুনেকের ৷ এই তালিকা প্রকাশের ঠিক একদিন পরেই সুখা দুনেকে’কে নির্মমভাবে হত্যা করা হয় ।

Not Take
Not Take

খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের খুনে ভারতের দিকে অভিযোগের আঙুল তুলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৷ তাঁর দাবি, জুন মাসে কানাডার মাটিতে খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর হত্যার সঙ্গে ভারতীয় এজেন্টদের যোগ রয়েছে ৷ এর ফলে, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে ৷ হরদীপ সিং নিজ্জরের খুনের পরই কানাডা এক ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করেছে এবং ভারত সরকারও কঠোর অবস্থান নিয়েছে ও কানাডিয়ান কূটনীতিককে পাঁচদিনের মধ্যে ভারত ছেড়ে চলে যেতে বলেছে । ফের খালিস্তানি জঙ্গির খুন ও বিষ্ণোইয়ের দায় নেওয়া দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও জটিল করবে কি না, সেই নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে ৷

আরও পড়ুন: কূটনৈতিক চাপনউতোরের মধ্যেই কানাডায় খুন খালিস্তানি জঙ্গি

হায়দরাবাদ, 21 সেপ্টেম্বর: ভারতের সঙ্গে কূটনৈতিক দ্বন্দ্বের মধ্যেই কানাডায় খুন হয়েছে খালিস্তানি জঙ্গি সুখদল সিং ওরফে সুখা দুনেকে ৷ তারপরেই জঙ্গিমৃত্যুর দায় নিল জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ সূত্রে জানা গিয়েছে, কানাডায় খালিস্তান আন্দোলনের বিশিষ্ট নেতা ছিল সুখদল সিং ৷ খালিস্তানি জঙ্গির মৃত্যুর জেরে ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক সম্পর্কে উত্তাপ বেড়েছে । সোশাল মিডিয়ায় পোস্ট করে তার মৃত্যুর দায় নিল লরেন্স বিষ্ণোই ৷

Jailed Gangster Lawrence Bishnoi
সোশাল মিডিয়ায় পোস্ট করে তার মৃত্যুর দায় নিল লরেন্স বিষ্ণোই

সুখা দুনেকে, পঞ্জাবের মোগার বাসিন্দা ‘ক্যাটাগরি এ’ গ্যাংস্টার ৷ 2017 সাল থেকে জাল পাসপোর্টে কানাডায় বসবাস করছিল ৷ সুখা দুনেকে দীর্ঘদিন ধরেই কানাডা-ভিত্তিক কুখ্যাত গ্যাংস্টার আরশদীপ সিং ওরফে আরশ দালার গ্যাংয়ের সঙ্গে যুক্ত ছিল ৷ বুধবার এনআইএ যে 43 জন কুখ্যাত গ্যাংস্টারের তালিকা প্রকাশ করেছে, তাতে নাম ছিল সুখা দুনেকের ৷ এই তালিকা প্রকাশের ঠিক একদিন পরেই সুখা দুনেকে’কে নির্মমভাবে হত্যা করা হয় ।

Not Take
Not Take

খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের খুনে ভারতের দিকে অভিযোগের আঙুল তুলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৷ তাঁর দাবি, জুন মাসে কানাডার মাটিতে খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর হত্যার সঙ্গে ভারতীয় এজেন্টদের যোগ রয়েছে ৷ এর ফলে, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে ৷ হরদীপ সিং নিজ্জরের খুনের পরই কানাডা এক ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করেছে এবং ভারত সরকারও কঠোর অবস্থান নিয়েছে ও কানাডিয়ান কূটনীতিককে পাঁচদিনের মধ্যে ভারত ছেড়ে চলে যেতে বলেছে । ফের খালিস্তানি জঙ্গির খুন ও বিষ্ণোইয়ের দায় নেওয়া দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও জটিল করবে কি না, সেই নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে ৷

আরও পড়ুন: কূটনৈতিক চাপনউতোরের মধ্যেই কানাডায় খুন খালিস্তানি জঙ্গি

Last Updated : Sep 21, 2023, 3:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.