ETV Bharat / bharat

SC Grants Bail to Juvenile: 489 দিনের কারাবাস! অভিযুক্ত কিশোর প্রেমিকের জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টে - juvenile Affair Case

প্রেম করে বাড়ি থেকে পালিয়েছিল কিশোর ও কিশোরী ৷ এই ঘটনায় কিশোরের বিরুদ্ধে এফআইআর দায়ের করে কিশোরীর পরিবার ৷ কিশোরকে গ্রেফতার করা হয় ৷ সে 489 দিন ধরে হাজতে বন্দি ছিল নাবালক ৷ তাকে মুক্তি দিল সুপ্রিম কোর্ট ৷

ETV Bharat
সুপ্রিম কোর্ট
author img

By

Published : Jul 15, 2023, 7:39 PM IST

নয়াদিল্লি, 15 জুলাই: কিশোরীর প্রেমে পড়ে তাকে নিয়ে পালিয়ে গিয়েছিল কিশোর ৷ সেই অভিযোগে জুভেনাইল আইনে প্রায় দেড় বছর কারাবাসে ছিল ওই অভিযুক্ত নাবালক ৷ শেষে শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি এ এস বোপান্না ও বিচারপতি সুধাংশু ধুলিয়া তাকে জামিনে মুক্তি দেন ৷

ঘটনার সূত্রপাত 2021 সালে ৷ মাত্র 16 বছর বয়সে ওই কিশোরীর প্রেমে পড়েছিল নাবালক ৷ প্রেমিকের দাবি, 17 এপ্রিল কিশোরী প্রেমিকা নিজের সম্মতিতে ওই কিশোরের সঙ্গে পালিয়ে যায় ৷ এরপর 18 এপ্রিল কিশোরের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করে মেয়েটির পরিবার ৷ 22 এপ্রিল কিশোরের পরিবার এবং মেয়েটির পরিবার এসপি'র কার্যালয়ে যায় ৷ সেখানে কিশোরের পরিবারের সদস্যরা অভিযোগ করে, কিশোরীর পরিবার থেকে তাদের হুমকি দেওয়া হচ্ছে ৷ পুলিশ দু'পক্ষের বয়ান নথিভুক্ত করে ৷ এদিকে ওইদিনই কিশোরী দাবি করে, নাবালক প্রেমিকের সঙ্গে তার বিয়ে হয়ে গিয়েছে ৷ সে এখন তার সঙ্গেই থাকতে চায় ৷

23 এপ্রিল কোটায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে কিশোরী তার বয়ান জানায় ৷ সে বিচারককে এও বলে, নিজের ইচ্ছেতেই সে বাড়ি থেকে পালিয়েছিল ৷ উলটে তার শাশুড়ি অর্থাৎ কিশোরের মা তাকে বাড়ি ফিরে যাওয়ার জন্য চাপ দিয়েছিল, কিন্তু কিশোরী শোনেনি ৷ তারা কোটায় বিয়ে করেছে ৷

আরও পড়ুন: বয়ঃসন্ধির সময়ে মোহগ্রস্ত অভিযুক্ত নাবালককে 'পকসো' থেকে মুক্তি

29 এপ্রিল নাবালক প্রেমিককে গ্রেফতার করে পুলিশ ৷ চার্জশিট জমা পড়ে 12 জুলাই অর্থাৎ মামলা দায়েরের 85 দিন পর ৷ 2023 সালের জানুয়ারি মাস পর্যন্ত দু-দু'বার কিশোরের জামিনের আবেদন খারিজ করে জুভেনাইল জাস্টিস বোর্ড ৷ কিশোরের বিরুদ্ধে পকসো ধারায় মামলা দায়ের হয়েছিল ৷ তাই তাকে জামিন দেয়নি জুভেনাইল আদালত ৷ ওই কিশোরকে প্রাপ্তবয়স্ক হিসেবে ধরা হয় এবং সে 489 দিন কারাগারে ছিল ৷ এরপর আরও 242 দিন একটি জুভেনাইল হোম তার ঠিকানা হয় ৷ শুক্রবার সুপ্রিম কোর্ট কিশোরকে এই কারাবাস থেকে মুক্তি দেয় ৷

নয়াদিল্লি, 15 জুলাই: কিশোরীর প্রেমে পড়ে তাকে নিয়ে পালিয়ে গিয়েছিল কিশোর ৷ সেই অভিযোগে জুভেনাইল আইনে প্রায় দেড় বছর কারাবাসে ছিল ওই অভিযুক্ত নাবালক ৷ শেষে শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি এ এস বোপান্না ও বিচারপতি সুধাংশু ধুলিয়া তাকে জামিনে মুক্তি দেন ৷

ঘটনার সূত্রপাত 2021 সালে ৷ মাত্র 16 বছর বয়সে ওই কিশোরীর প্রেমে পড়েছিল নাবালক ৷ প্রেমিকের দাবি, 17 এপ্রিল কিশোরী প্রেমিকা নিজের সম্মতিতে ওই কিশোরের সঙ্গে পালিয়ে যায় ৷ এরপর 18 এপ্রিল কিশোরের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করে মেয়েটির পরিবার ৷ 22 এপ্রিল কিশোরের পরিবার এবং মেয়েটির পরিবার এসপি'র কার্যালয়ে যায় ৷ সেখানে কিশোরের পরিবারের সদস্যরা অভিযোগ করে, কিশোরীর পরিবার থেকে তাদের হুমকি দেওয়া হচ্ছে ৷ পুলিশ দু'পক্ষের বয়ান নথিভুক্ত করে ৷ এদিকে ওইদিনই কিশোরী দাবি করে, নাবালক প্রেমিকের সঙ্গে তার বিয়ে হয়ে গিয়েছে ৷ সে এখন তার সঙ্গেই থাকতে চায় ৷

23 এপ্রিল কোটায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে কিশোরী তার বয়ান জানায় ৷ সে বিচারককে এও বলে, নিজের ইচ্ছেতেই সে বাড়ি থেকে পালিয়েছিল ৷ উলটে তার শাশুড়ি অর্থাৎ কিশোরের মা তাকে বাড়ি ফিরে যাওয়ার জন্য চাপ দিয়েছিল, কিন্তু কিশোরী শোনেনি ৷ তারা কোটায় বিয়ে করেছে ৷

আরও পড়ুন: বয়ঃসন্ধির সময়ে মোহগ্রস্ত অভিযুক্ত নাবালককে 'পকসো' থেকে মুক্তি

29 এপ্রিল নাবালক প্রেমিককে গ্রেফতার করে পুলিশ ৷ চার্জশিট জমা পড়ে 12 জুলাই অর্থাৎ মামলা দায়েরের 85 দিন পর ৷ 2023 সালের জানুয়ারি মাস পর্যন্ত দু-দু'বার কিশোরের জামিনের আবেদন খারিজ করে জুভেনাইল জাস্টিস বোর্ড ৷ কিশোরের বিরুদ্ধে পকসো ধারায় মামলা দায়ের হয়েছিল ৷ তাই তাকে জামিন দেয়নি জুভেনাইল আদালত ৷ ওই কিশোরকে প্রাপ্তবয়স্ক হিসেবে ধরা হয় এবং সে 489 দিন কারাগারে ছিল ৷ এরপর আরও 242 দিন একটি জুভেনাইল হোম তার ঠিকানা হয় ৷ শুক্রবার সুপ্রিম কোর্ট কিশোরকে এই কারাবাস থেকে মুক্তি দেয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.