ETV Bharat / bharat

Jagdeep Dhankhar: রাজ্যসভার অপপ্রয়োগ বরদাস্ত নয়, কড়া বার্তা ধনকড়ের - ভারত চিন সংঘাত

রাজ্যসভার (Rajya Sabha) মঞ্চ তিনি কিছুতেই ভুলভাবে ব্যবহৃত হতে দেবেন না ! বৃহস্পতিবার অধিবেশন চলাকালীন কেন একথা বললেন রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) ?

Jagdeep Dhankhar says he Will not allow Rajya Sabha to be misused
জগদীপ ধনকড় ৷
author img

By

Published : Dec 22, 2022, 12:42 PM IST

নয়াদিল্লি, 22 ডিসেম্বর: কোনও অবস্থাতাতেই রাজ্যসভার (Rajya Sabha) অপপ্রয়োগ করতে দেওয়া হবে না ! বৃহস্পতিবার সংসদের উচ্চকক্ষের অধিবেশন চলাকালীন দৃঢ়ভাবে এই বার্তা দেন রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) ৷ এদিন ধনকড় রাজ্যসভার বিরোধী দলনেতার উদ্দেশে বলেন, "বিরোধী দলনেতার কাছে আমার আবেদন, আপনি সংশ্লিষ্ট সমস্ত নোটিশ দেখে নিন ৷" একইসঙ্গে, উপরাষ্ট্রপতি জানান, সভার প্রত্যেক সদস্যের প্রতি তাঁর মনে অগাধ সম্মান রয়েছে ৷

প্রসঙ্গত, লোকসভা হোক বা রাজ্যসভা, অধিবেশন চলাকালীন উত্তপ্ত বাক্যবিনিময় কোনও নতুন বিষয় নয় ৷ সেই সময় অনেকেই উত্তেজিত হয়ে পড়েন ৷ কেউ নিজের জায়গায় উঠে দাঁড়িয়ে তর্ক জুড়ে দেন ৷ আবার অনেকে ওয়েলে নেমে বিক্ষোভ, প্রতিবাদ দেখান ৷ এদিনও অধিবেশন চলাকালীন সভার সদস্যরা নিজেদের জায়গায় উঠে দাঁড়িয়ে পড়েন ৷ সেই সময় সময় চেয়ারম্যান তাঁদের বারবার বসার অনুরোধ করেন ৷ একই অনুরোধ বিরোধী দলনেতাকেও করেন তিনি ৷ তখনই ধনকড় বার্তা দেন, রাজ্যসভার মঞ্চের কোনওরকমের অপপ্রয়োগ তিনি বরদাস্ত করবেন না ৷

আরও পড়ুন: ভারত-চিন ইস্যুতে আলোচনার দাবিতে রাজ্যসভা থেকে ওয়াক আউট বিরোধীদের

সাংসদদের আচরণের সমালোচনা করে রাজ্যসভার চেয়ারম্যান বলেন, "আমরা যদি এমন আচরণ করি, তাহলে বাইরে এর কী বার্তা যাবে ?" কিন্তু, এসবের পরও বিরোধীরা তাঁদের বিরোধিতা বজায় রাখেন ৷ তাঁদের মুখে স্লোগান শোনা যায়, "আমরা আলোচনা চাই" ৷

প্রসঙ্গত, ভারতীয় ভূখণ্ডে চিনা অনুপ্রবেশ নিয়ে বিরোধীরা বারবার আলোচনার দাবি জানিয়ে চলেছেন সংসদে ৷ কিন্তু, সরকারপক্ষ তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ ৷ এমনকী, এদিনও রাজ্যসভার বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা এ নিয়ে আলোচনার দাবি তোলেন ৷ কিন্তু, চেয়ারম্যান সেই আবেদন বাতিল করে দেন ৷ আর তারপরই প্রতিবাদে সরব হন বিরোধীরা ৷ এরই প্রেক্ষিতে সাংসদদের আচরণ নিয়ে পালটা প্রশ্ন তোলেন উপরাষ্ট্রপতি ৷

সংসদ সূত্রে খবর, এদিন অধিবেশন শুরু হওয়ার আগেই বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা বৈঠক করেন ৷ সেখানেই স্থির করা হয়, চিনা অনুপ্রবেশ নিয়ে আলোচনা করার জন্য সরকারের উপর মিলিতভাবে চাপ দেওয়া হবে ৷ বিরোধীদের অভিযোগ, চিনের অনুপ্রবেশ নিয়ে বড়সড় কোনও তথ্য গোপন করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার ৷ সেই কারণেই এই ইস্যুতে আলোচনা এড়িয়ে যাওয়া হচ্ছে ৷

নয়াদিল্লি, 22 ডিসেম্বর: কোনও অবস্থাতাতেই রাজ্যসভার (Rajya Sabha) অপপ্রয়োগ করতে দেওয়া হবে না ! বৃহস্পতিবার সংসদের উচ্চকক্ষের অধিবেশন চলাকালীন দৃঢ়ভাবে এই বার্তা দেন রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) ৷ এদিন ধনকড় রাজ্যসভার বিরোধী দলনেতার উদ্দেশে বলেন, "বিরোধী দলনেতার কাছে আমার আবেদন, আপনি সংশ্লিষ্ট সমস্ত নোটিশ দেখে নিন ৷" একইসঙ্গে, উপরাষ্ট্রপতি জানান, সভার প্রত্যেক সদস্যের প্রতি তাঁর মনে অগাধ সম্মান রয়েছে ৷

প্রসঙ্গত, লোকসভা হোক বা রাজ্যসভা, অধিবেশন চলাকালীন উত্তপ্ত বাক্যবিনিময় কোনও নতুন বিষয় নয় ৷ সেই সময় অনেকেই উত্তেজিত হয়ে পড়েন ৷ কেউ নিজের জায়গায় উঠে দাঁড়িয়ে তর্ক জুড়ে দেন ৷ আবার অনেকে ওয়েলে নেমে বিক্ষোভ, প্রতিবাদ দেখান ৷ এদিনও অধিবেশন চলাকালীন সভার সদস্যরা নিজেদের জায়গায় উঠে দাঁড়িয়ে পড়েন ৷ সেই সময় সময় চেয়ারম্যান তাঁদের বারবার বসার অনুরোধ করেন ৷ একই অনুরোধ বিরোধী দলনেতাকেও করেন তিনি ৷ তখনই ধনকড় বার্তা দেন, রাজ্যসভার মঞ্চের কোনওরকমের অপপ্রয়োগ তিনি বরদাস্ত করবেন না ৷

আরও পড়ুন: ভারত-চিন ইস্যুতে আলোচনার দাবিতে রাজ্যসভা থেকে ওয়াক আউট বিরোধীদের

সাংসদদের আচরণের সমালোচনা করে রাজ্যসভার চেয়ারম্যান বলেন, "আমরা যদি এমন আচরণ করি, তাহলে বাইরে এর কী বার্তা যাবে ?" কিন্তু, এসবের পরও বিরোধীরা তাঁদের বিরোধিতা বজায় রাখেন ৷ তাঁদের মুখে স্লোগান শোনা যায়, "আমরা আলোচনা চাই" ৷

প্রসঙ্গত, ভারতীয় ভূখণ্ডে চিনা অনুপ্রবেশ নিয়ে বিরোধীরা বারবার আলোচনার দাবি জানিয়ে চলেছেন সংসদে ৷ কিন্তু, সরকারপক্ষ তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ ৷ এমনকী, এদিনও রাজ্যসভার বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা এ নিয়ে আলোচনার দাবি তোলেন ৷ কিন্তু, চেয়ারম্যান সেই আবেদন বাতিল করে দেন ৷ আর তারপরই প্রতিবাদে সরব হন বিরোধীরা ৷ এরই প্রেক্ষিতে সাংসদদের আচরণ নিয়ে পালটা প্রশ্ন তোলেন উপরাষ্ট্রপতি ৷

সংসদ সূত্রে খবর, এদিন অধিবেশন শুরু হওয়ার আগেই বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা বৈঠক করেন ৷ সেখানেই স্থির করা হয়, চিনা অনুপ্রবেশ নিয়ে আলোচনা করার জন্য সরকারের উপর মিলিতভাবে চাপ দেওয়া হবে ৷ বিরোধীদের অভিযোগ, চিনের অনুপ্রবেশ নিয়ে বড়সড় কোনও তথ্য গোপন করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার ৷ সেই কারণেই এই ইস্যুতে আলোচনা এড়িয়ে যাওয়া হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.