ETV Bharat / bharat

লক্ষ্য অন্ধ্রের ভোট, জগনের বোন শর্মিলার ওয়াইএসআরটিপি মিশে গেল কংগ্রেসে - Congress

YS Sharmila Joins Congress: অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির বোন শর্মিলার দল ওয়াইএসআরটিপি মিশে গেল কংগ্রেস ৷ বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দেন কংগ্রেসে ৷ অন্ধ্রপ্রদেশে ভোটের আগে এটা শর্মিলার কৌশলী পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে ৷

YS Sharmila Joins Congress
YS Sharmila Joins Congress
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 4, 2024, 3:17 PM IST

হায়দরাবাদ, 4 জানুয়ারি: কংগ্রেসের সঙ্গে মিশে গেল ওয়াইএসআর তেলেঙ্গানা পার্টি বা ওয়াইএসআরটিপি ৷ বৃহস্পতিবার নয়াদিল্লিতে দলের নেত্রী ওয়াইএস শর্মিলা কংগ্রেস যোগদান করেন ৷ উত্তরীয় পরিয়ে তাঁকে কংগ্রেসে স্বাগত জানান দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ এই যোগদানের সময় উপস্থিত ছিলেন কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধিও ৷ অন্যদিকে শর্মিলার সঙ্গে ছিলেন তাঁর স্বামী অনিল ৷

উল্লেখ্য, শর্মিলা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির বোন ৷ তাঁর বাবা ছিলেন ওয়াইএস রাজশেখর রেড্ডি ৷ তিনিও কংগ্রেসে ছিলেন ৷ 2004 থেকে 2009 সাল পর্যন্ত অন্ধ্রপ্রদেশের কংগ্রেসের সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন রাজশেখর রেড্ডি ৷ ওই বছর হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর ৷ এর পর কংগ্রেসের সঙ্গে মতবিরোধের জেরে রাজশেখরের ছেলে জগনমোহন রেড্ডি অন্ধ্রপ্রদেশে নতুন রাজনৈতিক দল ওয়াইএসআর কংগ্রেস পার্টি তৈরি করেন ৷

2014 সালে ওই রাজ্যের বিধানসভা ভোটে ওয়াইএসআরসিপি-র সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল শর্মিলার ৷ 2019 সালের যে ভোটে জিতে জগন মুখ্যমন্ত্রী হন, সেখানেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর বোন শর্মিলার ৷ কিন্তু 2021 সালে ভাই-বোনের মধ্যে বিবাদ হয় ৷ এর পর নিজের রাজনৈতিক দল গড়েন শর্মিলা ৷ নাম দেন ওয়াইএসআর তেলেঙ্গানা পার্টি ৷ তার পর থেকে তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড তেলেঙ্গানার মধ্যেই সীমাবদ্ধ ছিল ৷

ওই রাজ্যে সাম্প্রতিক বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন শর্মিলা ৷ তেলেঙ্গানার তৎকালীন শাসক দল বিআরএস-কে ক্ষমতা থেকে সরাতে তিনি কংগ্রেসের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন ৷ তবে সরাসরি জোট করেননি তিনি ৷ বরং নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ান যাতে বিআরএস বিরোধী ভোট ভাগ না হয় ৷

সেই সময় তাঁকে বলতে শোনা গিয়েছিল, "আমি কংগ্রেসকে সমর্থন জানাচ্ছি, কারণ তারা তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনায় রয়েছে... কেসিআর তাঁর 9 বছরের মেয়াদে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার একটিও পূরণ করেননি । এবং এটাই একমাত্র কারণ আমি আমি চাই না কেসিআর ক্ষমতায় আসুক... আমি, ওয়াইএসআর-এর মেয়ে হিসেবে কংগ্রেসের সুযোগকে ঝুঁকিতে ফেলি, কারণ আমি কংগ্রেসের ভোটব্যাঙ্ক নিজের দিকে টেনে আনতে চাই ।"

তাঁর আরও বক্তব্য ছিল, "55টিরও বেশি নির্বাচনী এলাকায় আমি কংগ্রেসের ভোটব্যাংককে প্রভাবিত করব এবং 20টিরও বেশি নির্বাচনী এলাকায় আমি প্রতিদ্বন্দ্বিতা করলে কংগ্রেস হারতে পারে ।" তেলেঙ্গানায় কংগ্রেস এবার বিআরএস-কে হারিয়ে ক্ষমতায় এসেছে ৷ সেই জয়ে ওয়াইএসআরটিপি-র যে ভূমিকা রয়েছে, সেকথা আগেই মনে করিয়ে দিয়েছিলেন শর্মিলা ৷ তিনি জানিয়েছিলেন, তেলেঙ্গানার অন্তত 31টি আসনে কংগ্রেসের জয়ের অন্যতম কারণ নির্বাচনী ময়দানে ওয়াইএসআরটিপি-র অনুপস্থিতি ৷

ফলে তাঁর ও কংগ্রেসের মধ্যে সখ্যতার বিষয়টি ভোটের সময়ই সামনে এসেছিল ৷ সেই সখ্যতা কংগ্রেসের অন্দরে নিয়ে এল রাজশেখরের কন্যাকে ৷ তাই তাঁর কংগ্রেসে যোগদানকে দলের নেতা শ্রীনিবাস ‘শিকড়ে ফেরা’ বলে ব্যাখ্যা করেছেন ৷ পাশাপাশি শ্রীনিবাস এক্স মাধ্যমে করা পোস্টে বুঝিয়ে দিয়েছেন যে শর্মিলাকে সামনে রেখেই এবার অন্ধ্রপ্রদেশ দখলে ঝাঁপাবে কংগ্রেস ৷ কারণ, শ্রীনিবাস লিখেছেন, ‘‘অন্ধ্রপ্রদেশের রাজনীতিতে নতুন শুরু ৷’’

রাজনৈতিক মহলের মতে, অনেকদিন ধরেই অন্ধ্রপ্রদেশের রাজনীতিতে ফেরার চেষ্টা করছিলেন শর্মিলা ৷ সেই লক্ষ্যে কংগ্রেসে যোগদান অবশ্যই তাঁর তরফে করা একটি কৌশলী পদক্ষেপ ৷ 2024 সালের লোকসভা নির্বাচনের সঙ্গেই অন্ধ্রপ্রদেশে বিধানসভার ভোট হবে ৷ সেই ভোট কংগ্রেসের জন্য তিনি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন, সেটাই এখন দেখার !

আরও পড়ুন:

  1. তেলেঙ্গানায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ কংগ্রেসের রেভান্ত রেড্ডির
  2. প্রতিবাদ জানাতে ভাঙা গাড়িতে বসে অন্ধ্রের মুখ্যমন্ত্রীর বোন, ক্রেন দিয়ে সেই গাড়িই টানলো তেলেঙ্গানা পুলিশ
  3. ফলাফলে হতাশ খাড়গে, রাহুল বললেন 'আদর্শের লড়াই চলবে'

হায়দরাবাদ, 4 জানুয়ারি: কংগ্রেসের সঙ্গে মিশে গেল ওয়াইএসআর তেলেঙ্গানা পার্টি বা ওয়াইএসআরটিপি ৷ বৃহস্পতিবার নয়াদিল্লিতে দলের নেত্রী ওয়াইএস শর্মিলা কংগ্রেস যোগদান করেন ৷ উত্তরীয় পরিয়ে তাঁকে কংগ্রেসে স্বাগত জানান দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ এই যোগদানের সময় উপস্থিত ছিলেন কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধিও ৷ অন্যদিকে শর্মিলার সঙ্গে ছিলেন তাঁর স্বামী অনিল ৷

উল্লেখ্য, শর্মিলা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির বোন ৷ তাঁর বাবা ছিলেন ওয়াইএস রাজশেখর রেড্ডি ৷ তিনিও কংগ্রেসে ছিলেন ৷ 2004 থেকে 2009 সাল পর্যন্ত অন্ধ্রপ্রদেশের কংগ্রেসের সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন রাজশেখর রেড্ডি ৷ ওই বছর হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর ৷ এর পর কংগ্রেসের সঙ্গে মতবিরোধের জেরে রাজশেখরের ছেলে জগনমোহন রেড্ডি অন্ধ্রপ্রদেশে নতুন রাজনৈতিক দল ওয়াইএসআর কংগ্রেস পার্টি তৈরি করেন ৷

2014 সালে ওই রাজ্যের বিধানসভা ভোটে ওয়াইএসআরসিপি-র সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল শর্মিলার ৷ 2019 সালের যে ভোটে জিতে জগন মুখ্যমন্ত্রী হন, সেখানেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর বোন শর্মিলার ৷ কিন্তু 2021 সালে ভাই-বোনের মধ্যে বিবাদ হয় ৷ এর পর নিজের রাজনৈতিক দল গড়েন শর্মিলা ৷ নাম দেন ওয়াইএসআর তেলেঙ্গানা পার্টি ৷ তার পর থেকে তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড তেলেঙ্গানার মধ্যেই সীমাবদ্ধ ছিল ৷

ওই রাজ্যে সাম্প্রতিক বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন শর্মিলা ৷ তেলেঙ্গানার তৎকালীন শাসক দল বিআরএস-কে ক্ষমতা থেকে সরাতে তিনি কংগ্রেসের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন ৷ তবে সরাসরি জোট করেননি তিনি ৷ বরং নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ান যাতে বিআরএস বিরোধী ভোট ভাগ না হয় ৷

সেই সময় তাঁকে বলতে শোনা গিয়েছিল, "আমি কংগ্রেসকে সমর্থন জানাচ্ছি, কারণ তারা তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনায় রয়েছে... কেসিআর তাঁর 9 বছরের মেয়াদে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার একটিও পূরণ করেননি । এবং এটাই একমাত্র কারণ আমি আমি চাই না কেসিআর ক্ষমতায় আসুক... আমি, ওয়াইএসআর-এর মেয়ে হিসেবে কংগ্রেসের সুযোগকে ঝুঁকিতে ফেলি, কারণ আমি কংগ্রেসের ভোটব্যাঙ্ক নিজের দিকে টেনে আনতে চাই ।"

তাঁর আরও বক্তব্য ছিল, "55টিরও বেশি নির্বাচনী এলাকায় আমি কংগ্রেসের ভোটব্যাংককে প্রভাবিত করব এবং 20টিরও বেশি নির্বাচনী এলাকায় আমি প্রতিদ্বন্দ্বিতা করলে কংগ্রেস হারতে পারে ।" তেলেঙ্গানায় কংগ্রেস এবার বিআরএস-কে হারিয়ে ক্ষমতায় এসেছে ৷ সেই জয়ে ওয়াইএসআরটিপি-র যে ভূমিকা রয়েছে, সেকথা আগেই মনে করিয়ে দিয়েছিলেন শর্মিলা ৷ তিনি জানিয়েছিলেন, তেলেঙ্গানার অন্তত 31টি আসনে কংগ্রেসের জয়ের অন্যতম কারণ নির্বাচনী ময়দানে ওয়াইএসআরটিপি-র অনুপস্থিতি ৷

ফলে তাঁর ও কংগ্রেসের মধ্যে সখ্যতার বিষয়টি ভোটের সময়ই সামনে এসেছিল ৷ সেই সখ্যতা কংগ্রেসের অন্দরে নিয়ে এল রাজশেখরের কন্যাকে ৷ তাই তাঁর কংগ্রেসে যোগদানকে দলের নেতা শ্রীনিবাস ‘শিকড়ে ফেরা’ বলে ব্যাখ্যা করেছেন ৷ পাশাপাশি শ্রীনিবাস এক্স মাধ্যমে করা পোস্টে বুঝিয়ে দিয়েছেন যে শর্মিলাকে সামনে রেখেই এবার অন্ধ্রপ্রদেশ দখলে ঝাঁপাবে কংগ্রেস ৷ কারণ, শ্রীনিবাস লিখেছেন, ‘‘অন্ধ্রপ্রদেশের রাজনীতিতে নতুন শুরু ৷’’

রাজনৈতিক মহলের মতে, অনেকদিন ধরেই অন্ধ্রপ্রদেশের রাজনীতিতে ফেরার চেষ্টা করছিলেন শর্মিলা ৷ সেই লক্ষ্যে কংগ্রেসে যোগদান অবশ্যই তাঁর তরফে করা একটি কৌশলী পদক্ষেপ ৷ 2024 সালের লোকসভা নির্বাচনের সঙ্গেই অন্ধ্রপ্রদেশে বিধানসভার ভোট হবে ৷ সেই ভোট কংগ্রেসের জন্য তিনি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন, সেটাই এখন দেখার !

আরও পড়ুন:

  1. তেলেঙ্গানায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ কংগ্রেসের রেভান্ত রেড্ডির
  2. প্রতিবাদ জানাতে ভাঙা গাড়িতে বসে অন্ধ্রের মুখ্যমন্ত্রীর বোন, ক্রেন দিয়ে সেই গাড়িই টানলো তেলেঙ্গানা পুলিশ
  3. ফলাফলে হতাশ খাড়গে, রাহুল বললেন 'আদর্শের লড়াই চলবে'

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.