কলকাতা, 24 ডিসেম্বর: কলকাতা মেডিক্যাল কলেজের পর উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয় ৷ আজ সেখানে সমাবর্তন ৷ অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস পৌঁছন ক্যাম্পাসে ৷ রয়েছেন উপাচার্য সুরঞ্জন বসুও ৷ রাজ্যপালের সামনেই বামপন্থী ছাত্রছাত্রীরা নির্বাচনের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন (Protest of Jadavpur University students infront of Governor C V Ananda Bose amidst Convocation) ৷ উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর ৷
বক্তৃতা দেন যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাস (Suranjan Das, Vice-Chancellor of Jadavpur University), রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস ৷ তার মধ্যেই বামপন্থী ছাত্র সংগঠনের স্লোগানে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস চত্বর ৷ বিজেপি-তৃণমূল বিরোধী প্ল্যাকার্ড হাতে পড়ুয়ারা উচ্চস্বরে স্লোগান দিতে থাকেন 'নির্বাচনের দাবিতে এসএফআই লড়ছে, লড়বে' ৷ প্ল্যাকার্ডে লাল কালিতে লেখা, 'শিক্ষা বাঁচাতে, দেশ বাঁচাতে আরএসএস, বিজেপিকে প্রত্যাখ্যান করুন ৷ চাই ছাত্র সংসদ নির্বাচন ৷ এইপি, পিপিপি বাতিল করো ৷ বিশ্ববিদ্যালয়ের বকেয়া অর্থ পূরণ করতে হবে ৷'
আরও পড়ুন: প্রকাশিত হল মেডিক্যাল কলেজের ভোটের ফল
2020 সালে দেশে জাতীয় শিক্ষানীতি (National Education Policy) চালু করেছে মোদি সরকার ৷ শিক্ষা ব্যবস্থায় পিপিপি মডেল অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (Public Private Partnership) প্রয়োগের বিরুদ্ধ এসএফআই পড়ুয়া প্রতিবাদে নেমেছেন ৷ এর মধ্যেই চলছে সমাবর্তন ৷ কিন্তু সেই আওয়াজকে ছাপিয়ে যাচ্ছে পড়ুয়াদের দাবি ৷