ETV Bharat / bharat

সোপিয়ানে এনকাউন্টরে খতম 3 জঙ্গি - এনকাউন্টর

সোপিয়ানের কনিগাম জেলায় তল্লাশি চালানোর সময় গুলির লড়াইয়ে তিন জঙ্গি খতম । আর এক জঙ্গি আত্মসমর্পণ করেছে । নতুন নিয়োজিত এই জঙ্গির নাম তৌসিফ আহমেদ ৷

কাশ্মীরের সোপিয়ানে এনকাউন্টরে মৃত 3 জঙ্গি
কাশ্মীরের সোপিয়ানে এনকাউন্টরে মৃত 3 জঙ্গি
author img

By

Published : May 6, 2021, 8:39 AM IST

সোপিয়ান (জম্মু কাশ্মীর), 6 মে : সোপিয়ানে নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে গুলির লড়াই । আজ সকালে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার কনিগাম এলাকায় নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয় । ঘটনায় তিন জঙ্গি নিহত হয়েছে এবং নতুন নিয়োজিত হওয়া এক জঙ্গি আত্মসমর্পণ করেছে ।

কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, নতুন নিয়োজিত এই জঙ্গির নাম তৌসিফ আহমেদ ৷ এদিন কাশ্মীর পুলিশ টুইট করে জানিয়েছে তিন জঙ্গি এনকাউন্টারে মারা গিয়েছে ৷ এখনও তল্লাশি চলছে ৷ আগের একটি টুইটে কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছিল, নিরাপত্তা বাহিনী জঙ্গিদের এই দলকে আত্মসমর্পণ করানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ৷

আরও পড়ুন : নীতি পুনর্বিবেচনা জরুরি

প্রসঙ্গত , সোমবার জম্মু-কাশ্মীর পুলিশ উত্তর কাশ্মীরের বারামুল্লার নথিপোরা অঞ্চলে একটি এনকাউন্টারে দুই লস্করি তইবা জঙ্গিকে প্রতিরোধ করেছে ৷

সোপিয়ান (জম্মু কাশ্মীর), 6 মে : সোপিয়ানে নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে গুলির লড়াই । আজ সকালে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার কনিগাম এলাকায় নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয় । ঘটনায় তিন জঙ্গি নিহত হয়েছে এবং নতুন নিয়োজিত হওয়া এক জঙ্গি আত্মসমর্পণ করেছে ।

কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, নতুন নিয়োজিত এই জঙ্গির নাম তৌসিফ আহমেদ ৷ এদিন কাশ্মীর পুলিশ টুইট করে জানিয়েছে তিন জঙ্গি এনকাউন্টারে মারা গিয়েছে ৷ এখনও তল্লাশি চলছে ৷ আগের একটি টুইটে কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছিল, নিরাপত্তা বাহিনী জঙ্গিদের এই দলকে আত্মসমর্পণ করানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ৷

আরও পড়ুন : নীতি পুনর্বিবেচনা জরুরি

প্রসঙ্গত , সোমবার জম্মু-কাশ্মীর পুলিশ উত্তর কাশ্মীরের বারামুল্লার নথিপোরা অঞ্চলে একটি এনকাউন্টারে দুই লস্করি তইবা জঙ্গিকে প্রতিরোধ করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.