ETV Bharat / bharat

Enocunter in Anantnag: অনন্তনাগে নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই - নিরাপত্তাবাহিনী তল্লাশি অভিযানে নেমেছে

উপত্যকায় একের পর এক এনকাউন্টার ৷ আবারও উত্তপ্ত জম্মু ও কাশ্মীর ৷ রবিবার ভোররাতে অনন্তনাগের আনদওয়ান সাগমা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনী ৷ এরপরই জঙ্গিদের সঙ্গে তাদের গুলি বিনিময় শুরু হয় ৷

Anantnag Encounter
অনন্তনাগে এনকাউন্টার
author img

By

Published : May 14, 2023, 12:11 PM IST

শ্রীনগর (জম্মু ও কাশ্মীর), 14 মে: ফের এনকাউন্টার উপত্যকায় ৷ জম্মু-কাশ্মীরের অনন্তনাগের আনদওয়ান সাগমা এলাকায় জঙ্গি ও নিরাপত্তাবাহিনীদের মধ্যে রবিবার ভোরে এই এনকাউন্টার শুরু হয় ৷ নিরাপত্তাবাহিনী একটি দল ওই এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল ৷ তার জেরেই গুলির লড়াই আরম্ভ হয় ৷ জঙ্গিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ৷ গোটা এলাকা ঘিরে ফেলেছেন বাহিনীর জওয়ানরা। কোনও জঙ্গি আত্মগোপন করে আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

সূত্রে জানা গিয়েছে, আনদওয়ান এলাকায় জঙ্গিরা রয়েছে ৷ গোপন সূত্রে এই খবর পেয়েছিল নিরাপত্তাবাহিনী ৷ পুলিশ জানিয়েছে, কারও হতাহত হওয়া বা আঘাত পাওয়ার খবর মেলেনি ৷ এর মধ্যে নিরাপত্তাবাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে ৷ শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এখনও দু'পক্ষের মধ্যে গুলিযুদ্ধ চলছে ৷

এর আগে গত 6 তারিখ বারামুল্লা, রাজৌরিতে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর এনকাউন্টারে এক জঙ্গি নিহত হয় ৷ তার আগে কান্দির জঙ্গলে গুলিযুদ্ধে পাঁচজন সেনাজওয়ানের মৃত্যু হয় ৷ জানা গিয়েছিল, মৃত জঙ্গিটি কুলগামের বাসিন্দা বলে জানা গিয়েছে এবং সে নিষিদ্ধ লস্কর-ই-তইবা সংগঠনের সদস্য ৷ 4 মে বারামুল্লায় এনকাউন্টারে দুই লস্কর জঙ্গির মৃত্যু হয় ৷

মাত্র কিছুদিন আগে ভয়াবহ জঙ্গিহামলা হয় জম্মু ও কাশ্মীরের পুঞ্চে ৷ জঙ্গিরা সেখানে সেনাবাহিনীর একটি ট্রাক জ্বালিয়ে দেয় ৷ এই হামলায় 5 জওয়ানের মৃত্যু হয় ৷ পুঞ্চ ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছে অবস্থিত ৷ সেখানে একটি সেনাজওয়ানদের ট্রাক দাঁড়িয়েছিল ৷ তাকে লক্ষ্য করে জঙ্গিরা গ্রেনেড ছোড়ে বলে অভিযোগ ৷ আর তা থেকেই ভয়াবহ আগুন লেগে যায় গাড়িটিতে ৷ তার আগে পুঞ্চের সীমান্ত নিয়ে পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছিল কয়েকজন জঙ্গি ৷ তা আটকে দিয়েছেল সেনারা ৷ তার জবাবে এই পালটা হামলা চালায় জঙ্গিরা ৷ এবার ফের এনকাউন্টার উপত্যকায় ।

আরও পড়ুন: উপত্যকার রাজৌরি-বারামুলায় জোড়া এনকাউন্টার , নিকেশ লস্কর জঙ্গি

শ্রীনগর (জম্মু ও কাশ্মীর), 14 মে: ফের এনকাউন্টার উপত্যকায় ৷ জম্মু-কাশ্মীরের অনন্তনাগের আনদওয়ান সাগমা এলাকায় জঙ্গি ও নিরাপত্তাবাহিনীদের মধ্যে রবিবার ভোরে এই এনকাউন্টার শুরু হয় ৷ নিরাপত্তাবাহিনী একটি দল ওই এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল ৷ তার জেরেই গুলির লড়াই আরম্ভ হয় ৷ জঙ্গিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ৷ গোটা এলাকা ঘিরে ফেলেছেন বাহিনীর জওয়ানরা। কোনও জঙ্গি আত্মগোপন করে আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

সূত্রে জানা গিয়েছে, আনদওয়ান এলাকায় জঙ্গিরা রয়েছে ৷ গোপন সূত্রে এই খবর পেয়েছিল নিরাপত্তাবাহিনী ৷ পুলিশ জানিয়েছে, কারও হতাহত হওয়া বা আঘাত পাওয়ার খবর মেলেনি ৷ এর মধ্যে নিরাপত্তাবাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে ৷ শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এখনও দু'পক্ষের মধ্যে গুলিযুদ্ধ চলছে ৷

এর আগে গত 6 তারিখ বারামুল্লা, রাজৌরিতে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর এনকাউন্টারে এক জঙ্গি নিহত হয় ৷ তার আগে কান্দির জঙ্গলে গুলিযুদ্ধে পাঁচজন সেনাজওয়ানের মৃত্যু হয় ৷ জানা গিয়েছিল, মৃত জঙ্গিটি কুলগামের বাসিন্দা বলে জানা গিয়েছে এবং সে নিষিদ্ধ লস্কর-ই-তইবা সংগঠনের সদস্য ৷ 4 মে বারামুল্লায় এনকাউন্টারে দুই লস্কর জঙ্গির মৃত্যু হয় ৷

মাত্র কিছুদিন আগে ভয়াবহ জঙ্গিহামলা হয় জম্মু ও কাশ্মীরের পুঞ্চে ৷ জঙ্গিরা সেখানে সেনাবাহিনীর একটি ট্রাক জ্বালিয়ে দেয় ৷ এই হামলায় 5 জওয়ানের মৃত্যু হয় ৷ পুঞ্চ ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছে অবস্থিত ৷ সেখানে একটি সেনাজওয়ানদের ট্রাক দাঁড়িয়েছিল ৷ তাকে লক্ষ্য করে জঙ্গিরা গ্রেনেড ছোড়ে বলে অভিযোগ ৷ আর তা থেকেই ভয়াবহ আগুন লেগে যায় গাড়িটিতে ৷ তার আগে পুঞ্চের সীমান্ত নিয়ে পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছিল কয়েকজন জঙ্গি ৷ তা আটকে দিয়েছেল সেনারা ৷ তার জবাবে এই পালটা হামলা চালায় জঙ্গিরা ৷ এবার ফের এনকাউন্টার উপত্যকায় ।

আরও পড়ুন: উপত্যকার রাজৌরি-বারামুলায় জোড়া এনকাউন্টার , নিকেশ লস্কর জঙ্গি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.