ETV Bharat / bharat

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি উদ্বেগজনক, কেন্দ্র-রাজ্য আলোচনার বার্তা নির্মলার - পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি উদ্বেগজনক

পেট্রল ও ডিজ়েলের দাম একটি ন্যায্য সীমার মধ্যে নামিয়ে আনার জন্য কেন্দ্র ও রাজ্যগুলিকে একসঙ্গে আলোচনায় বসা উচিত বলে মনে করছেন নির্মলা সীতারমন ।

নির্মলা সীতারমন
নির্মলা সীতারমন
author img

By

Published : Feb 20, 2021, 3:46 PM IST

Updated : Jul 22, 2022, 3:47 PM IST

দিল্লি, 20 ফেব্রুয়ারি : টানা 12 দিন । লাগাতার দাম বেড়ে চলছে পেট্রোপণ্যের । আজ দিল্লিতে পেট্রলের দাম লিটার প্রতি 90 টাকা 58 পয়সা । ডিজ়েলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি 80 টাকা 97 পয়সা । রাজস্থানে ইতিমধ্যেই তেলের দাম সেঞ্চুরি পার করেছে । যে হারে পেট্রল, ডিজ়েলের দাম বাড়ছে, তাতে মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের । গাড়িতে তেল ভরবেন... নাকি গাড়ি রিপেয়ারিংয়ে খরচ করবেন... ভেবে পাচ্ছেন না তাঁরা । এরই মধ্যে দেশবাসীকে কিছুটা স্বস্তির বার্তা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির ঘটনা উদ্বেগজনক বলে মনে করছেন নির্মলা ।

আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, "এটি একটি উদ্বেগজনক বিষয় । এখন জ্বালানির দাম কমানো ছাড়া আর কোনও উত্তরই কাউকে সন্তুষ্ট করতে পারবে না । কেন্দ্র ও রাজ্যগুলির একসঙ্গে আলোচনায় বসা উচিত, যাতে ক্রেতাদের জন্য তেলের দাম একটি ন্যায্য ও যুক্তিযুক্ত সীমার মধ্যে কমিয়ে আনা সম্ভব হয় ।" তবে বিষয়টি যে তাঁর একার হাতে নেই, তাও জানিয়ে দেন নির্মলা সীতারমন ।

পেট্রোপণ্যের দাম সাধারণের নাগালের মধ্যে নিয়ে আসার জন্য কেন্দ্র ও রাজ্যকে আলোচনায় বসার কথা বললেন নির্মলা

রাজ্যেও ক্রমাগত ঊর্ধ্বমুখী পেট্রল-ডিজ়েলের দাম । শুক্রবার কলকাতায় ডিজ়েলের দাম গিয়ে ঠেকেছিল 84 টাকা 19 পয়সা প্রতি লিটারে । অন্যদিকে, পেট্রলের দাম ছিল 90 টাকা 24 পয়সা প্রতি লিটারে । ফলে, সাধারণ মানুষের উপর যেমন বোঝা বেড়েছে, তেমনই নাভিশ্বাস উঠছে বাস মালিকদেরও ।

আরও পড়ুন : রেকর্ড জ্বালানির দাম, আগামী সপ্তাহ থেকে কমবে মিনিবাসের সংখ্যা

বাস ও মিনিবাস মালিকদের একাংশের মতে, লকডাউনের একটা প্রভাব এখনও থেকে গিয়েছে । অর্থাৎ যাত্রী সংখ্যা আর আগের মতো নেই । লকডাউনের পর থেকেই কমেছে যাত্রী সংখ্যা । কর্মীদের বেতন মেটানো সমস্যা হয়ে যাচ্ছে । তার উপর ক্রমাগত বাড়ছে জ্বালানির দাম । এই পরিস্থিতিতে বাস চালানো অসম্ভব হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মিনিবাস মালিকরা ।

এরই মধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের এই আশ্বাসবাণীতে কিছুটা হলেও স্বস্তি দেবে সাধারণ মধ্যবিত্ত থেকে শুরু করে বাস-মিনিবাস মালিকদের ।

দিল্লি, 20 ফেব্রুয়ারি : টানা 12 দিন । লাগাতার দাম বেড়ে চলছে পেট্রোপণ্যের । আজ দিল্লিতে পেট্রলের দাম লিটার প্রতি 90 টাকা 58 পয়সা । ডিজ়েলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি 80 টাকা 97 পয়সা । রাজস্থানে ইতিমধ্যেই তেলের দাম সেঞ্চুরি পার করেছে । যে হারে পেট্রল, ডিজ়েলের দাম বাড়ছে, তাতে মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের । গাড়িতে তেল ভরবেন... নাকি গাড়ি রিপেয়ারিংয়ে খরচ করবেন... ভেবে পাচ্ছেন না তাঁরা । এরই মধ্যে দেশবাসীকে কিছুটা স্বস্তির বার্তা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির ঘটনা উদ্বেগজনক বলে মনে করছেন নির্মলা ।

আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, "এটি একটি উদ্বেগজনক বিষয় । এখন জ্বালানির দাম কমানো ছাড়া আর কোনও উত্তরই কাউকে সন্তুষ্ট করতে পারবে না । কেন্দ্র ও রাজ্যগুলির একসঙ্গে আলোচনায় বসা উচিত, যাতে ক্রেতাদের জন্য তেলের দাম একটি ন্যায্য ও যুক্তিযুক্ত সীমার মধ্যে কমিয়ে আনা সম্ভব হয় ।" তবে বিষয়টি যে তাঁর একার হাতে নেই, তাও জানিয়ে দেন নির্মলা সীতারমন ।

পেট্রোপণ্যের দাম সাধারণের নাগালের মধ্যে নিয়ে আসার জন্য কেন্দ্র ও রাজ্যকে আলোচনায় বসার কথা বললেন নির্মলা

রাজ্যেও ক্রমাগত ঊর্ধ্বমুখী পেট্রল-ডিজ়েলের দাম । শুক্রবার কলকাতায় ডিজ়েলের দাম গিয়ে ঠেকেছিল 84 টাকা 19 পয়সা প্রতি লিটারে । অন্যদিকে, পেট্রলের দাম ছিল 90 টাকা 24 পয়সা প্রতি লিটারে । ফলে, সাধারণ মানুষের উপর যেমন বোঝা বেড়েছে, তেমনই নাভিশ্বাস উঠছে বাস মালিকদেরও ।

আরও পড়ুন : রেকর্ড জ্বালানির দাম, আগামী সপ্তাহ থেকে কমবে মিনিবাসের সংখ্যা

বাস ও মিনিবাস মালিকদের একাংশের মতে, লকডাউনের একটা প্রভাব এখনও থেকে গিয়েছে । অর্থাৎ যাত্রী সংখ্যা আর আগের মতো নেই । লকডাউনের পর থেকেই কমেছে যাত্রী সংখ্যা । কর্মীদের বেতন মেটানো সমস্যা হয়ে যাচ্ছে । তার উপর ক্রমাগত বাড়ছে জ্বালানির দাম । এই পরিস্থিতিতে বাস চালানো অসম্ভব হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মিনিবাস মালিকরা ।

এরই মধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের এই আশ্বাসবাণীতে কিছুটা হলেও স্বস্তি দেবে সাধারণ মধ্যবিত্ত থেকে শুরু করে বাস-মিনিবাস মালিকদের ।

Last Updated : Jul 22, 2022, 3:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.