ETV Bharat / bharat

জুলাই নয়, আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 30 সেপ্টেম্বর

author img

By

Published : May 20, 2021, 9:38 PM IST

2020-2021 অর্থবর্ষে 31 জুলাই আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৷ কিন্তু বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে 30 সেপ্টেম্বর পর্যন্ত সেই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ৷ এদিকে, অডিটের ক্ষেত্রেও বাড়ানো হয়েছে সময় ৷ 30 নভেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে ৷

আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 30 সেপ্টেম্বর
আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 30 সেপ্টেম্বর

নয়াদিল্লি, 20 মে : আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়াল কেন্দ্র ৷ করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি) ৷ সেক্ষেত্রে জুলাই নয় ৷ আয়কর রিটার্ন জমা দেওয়া শেষ তারিখ 30 সেপ্টেম্বর ঘোষণা করা হয়েছে ৷

2020-2021 অর্থবর্ষে 31 জুলাই আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৷ কিন্তু বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে 30 সেপ্টেম্বর পর্যন্ত সেই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ৷ এদিকে, অডিটের ক্ষেত্রেও বাড়ানো হয়েছে সময় ৷ 30 নভেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে ৷

সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেসের তরফে জানানো হয়েছে, করোনার দ্বিতীয় ঢেউয়ে জর্জরিত গোটা দেশ ৷ এই পরিস্থিতিতে করদাতাদের ক্ষেত্রে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ ৷ তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন, জুন মাসের শেষে দৈনিক সংক্রমণ কমে হবে 15-20 হাজার

এদিকে, গতকাল আয়কর দফতরের তরফে একটি পোর্টাল চালু করার কথা জানিয়েছে ৷ আগামী 7 জুন পোর্টালটি চালু করা হবে ৷ এখন যে পোর্টালটি চালু রয়েছে, সেটি 1 জুন থেকে 6 জুন মোট ছয়দিন ওই পোর্টালটি বন্ধ থাকবে ৷ করদাতাদের সুবিধার জন্য এটি চালু করা হচ্ছে বলে জাননো হয়েছে ৷

নয়াদিল্লি, 20 মে : আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়াল কেন্দ্র ৷ করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি) ৷ সেক্ষেত্রে জুলাই নয় ৷ আয়কর রিটার্ন জমা দেওয়া শেষ তারিখ 30 সেপ্টেম্বর ঘোষণা করা হয়েছে ৷

2020-2021 অর্থবর্ষে 31 জুলাই আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৷ কিন্তু বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে 30 সেপ্টেম্বর পর্যন্ত সেই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ৷ এদিকে, অডিটের ক্ষেত্রেও বাড়ানো হয়েছে সময় ৷ 30 নভেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে ৷

সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেসের তরফে জানানো হয়েছে, করোনার দ্বিতীয় ঢেউয়ে জর্জরিত গোটা দেশ ৷ এই পরিস্থিতিতে করদাতাদের ক্ষেত্রে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ ৷ তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন, জুন মাসের শেষে দৈনিক সংক্রমণ কমে হবে 15-20 হাজার

এদিকে, গতকাল আয়কর দফতরের তরফে একটি পোর্টাল চালু করার কথা জানিয়েছে ৷ আগামী 7 জুন পোর্টালটি চালু করা হবে ৷ এখন যে পোর্টালটি চালু রয়েছে, সেটি 1 জুন থেকে 6 জুন মোট ছয়দিন ওই পোর্টালটি বন্ধ থাকবে ৷ করদাতাদের সুবিধার জন্য এটি চালু করা হচ্ছে বলে জাননো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.