ETV Bharat / bharat

বুদ্ধিমানের কাজ হবে আগে প্রাথমিক স্কুল খোলা, মত আইসিএমআরের - ভারতে করোনা ভাইরাস

ভারতে যদি স্কুল খোলার পরিকল্পনা করা হয়, তাহলে বুদ্ধিমানের কাজ হবে আগে প্রাথমিক স্কুলগুলি খোলা ৷ তারপর মাধ্যমিক স্তরের খুল খোলা ৷ তবে তার আগে স্কুলের সঙ্গে যুক্ত সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মী এবং বাসচালকদের টিকাকরণ সম্পূর্ণ করতে হবে ৷

ICMR
ছবি
author img

By

Published : Jul 20, 2021, 6:38 PM IST

Updated : Jul 20, 2021, 7:28 PM IST

নয়াদিল্লি, 20 জুলাই : স্কুল চালু করানোর পক্ষে এবার সায় দিল আইসিএমআর ৷ আইসিএমআরের ডিরেক্টর জেনেরাল বলরাম ভার্গব স্কুল খোলার বিষয়ে আজ এক সাংবাদিক বৈঠকে বলেন, "আমরা স্পষ্টভাবে জানি যে, শিশুরা প্রাপ্তবয়স্কদের তুলনায় ভাইরাসের সংক্রমণকে অনেক ভালভাবে সামাল দিতে পারে ৷ প্রাপ্তবয়স্কদের মতো শিশুদের মধ্যেও অ্যান্টিবডি একই রকম । কিছু দেশে তাদের প্রাথমিক স্কুল করোনার কোনও ঢেউয়ের সময়েই বন্ধ করেনি ৷"

এই পরিস্থিতিতে ভারতে যদি স্কুল খোলার পরিকল্পনা করা হয়, তাহলে বুদ্ধিমানের কাজ হবে আগে প্রাথমিক স্কুলগুলি খোলা ৷ তারপর মাধ্যমিক স্তরের খুল খোলা ৷ তবে তার আগে স্কুলের সঙ্গে যুক্ত সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মী এবং বাসচালকদের টিকাকরণ সম্পূর্ণ করতে হবে ৷ এমনটাই জানাচ্ছেন আইসিএমআরের ডিরেক্টর জেনেরাল বলরাম ভার্গব ৷

  • We know clearly that children can handle viral infections much better than adults. Antibody exposure is also similar in children as adults. Some Scandinavian countries didn't shut their primary schools in any COVID waves: ICMR DG Dr Balram Bhargava on the opening of schools pic.twitter.com/nivN4926EB

    — ANI (@ANI) July 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দেশে অনেকটাই কমেছে করোনার দৈনিক সংক্রমণ ৷ 125 দিন পর আজ 30 হাজারের ঘরে নেমে গিয়েছে আক্রান্তের সংখ্যা ৷ কমেছে মৃত্যুর সংখ্যাও ৷ গত কয়েকদিনে দেশে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা কমেছে-বেড়েছে ৷ গত 24 ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন 30 হাজার 93 জন ৷ একদিনে মৃত্যু হয়েছে 374 জনের ৷ মোটের উপর অনেকটাই নিয়ন্ত্রণে বর্তমান পরিস্থিতি ৷ এই পরিস্থিতিতে বেশ কিছু রাজ্য স্কুল খুলে দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছে ৷ এবার তাতে সায় দিল আইসিএমআর ৷

নয়াদিল্লি, 20 জুলাই : স্কুল চালু করানোর পক্ষে এবার সায় দিল আইসিএমআর ৷ আইসিএমআরের ডিরেক্টর জেনেরাল বলরাম ভার্গব স্কুল খোলার বিষয়ে আজ এক সাংবাদিক বৈঠকে বলেন, "আমরা স্পষ্টভাবে জানি যে, শিশুরা প্রাপ্তবয়স্কদের তুলনায় ভাইরাসের সংক্রমণকে অনেক ভালভাবে সামাল দিতে পারে ৷ প্রাপ্তবয়স্কদের মতো শিশুদের মধ্যেও অ্যান্টিবডি একই রকম । কিছু দেশে তাদের প্রাথমিক স্কুল করোনার কোনও ঢেউয়ের সময়েই বন্ধ করেনি ৷"

এই পরিস্থিতিতে ভারতে যদি স্কুল খোলার পরিকল্পনা করা হয়, তাহলে বুদ্ধিমানের কাজ হবে আগে প্রাথমিক স্কুলগুলি খোলা ৷ তারপর মাধ্যমিক স্তরের খুল খোলা ৷ তবে তার আগে স্কুলের সঙ্গে যুক্ত সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মী এবং বাসচালকদের টিকাকরণ সম্পূর্ণ করতে হবে ৷ এমনটাই জানাচ্ছেন আইসিএমআরের ডিরেক্টর জেনেরাল বলরাম ভার্গব ৷

  • We know clearly that children can handle viral infections much better than adults. Antibody exposure is also similar in children as adults. Some Scandinavian countries didn't shut their primary schools in any COVID waves: ICMR DG Dr Balram Bhargava on the opening of schools pic.twitter.com/nivN4926EB

    — ANI (@ANI) July 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দেশে অনেকটাই কমেছে করোনার দৈনিক সংক্রমণ ৷ 125 দিন পর আজ 30 হাজারের ঘরে নেমে গিয়েছে আক্রান্তের সংখ্যা ৷ কমেছে মৃত্যুর সংখ্যাও ৷ গত কয়েকদিনে দেশে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা কমেছে-বেড়েছে ৷ গত 24 ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন 30 হাজার 93 জন ৷ একদিনে মৃত্যু হয়েছে 374 জনের ৷ মোটের উপর অনেকটাই নিয়ন্ত্রণে বর্তমান পরিস্থিতি ৷ এই পরিস্থিতিতে বেশ কিছু রাজ্য স্কুল খুলে দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছে ৷ এবার তাতে সায় দিল আইসিএমআর ৷

Last Updated : Jul 20, 2021, 7:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.