ETV Bharat / bharat

Income Tax Department : কলকাতা-সহ উত্তর-পূর্বের একাধিক শহরে আয়কর হানা, 250 কোটির সম্পত্তির হদিশ - কলকাতা-সহ উত্তর-পূর্বের একাধিক শহরে আয়কর হানা

গত 5 ও 15 অক্টোবর কলকাতা, গুয়াহাটি, রঙ্গিয়া, শিলং, পাটনার একাধিক স্থানে আয়কর দফতরের আধিকারিকরা এই তল্লাশি অভিযান চালান বলে জানা গিয়েছে ৷

Income Tax Department
কলকাতা-সহ উত্তর-পূর্বের একাধিক শহরে আয়কর হানা
author img

By

Published : Oct 8, 2021, 8:35 PM IST

নয়াদিল্লি, 8 অক্টোবর :পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতে সিমেন্ট উৎপাদন ও রেলের বিভিন্ন চুক্তি সম্পাদন সংক্রান্ত ব্য়বসার সঙ্গে যুক্ত দু‘টি ব্যবসায়িক গোষ্ঠীর দফতরে হানা দিয়ে বিপুল বেনামী সম্পত্তির হদিশ পেল আয়কর দফতর ৷

সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস বা সিবিডিটির তরফে শুক্রবার জানানো হয়েছে, ওই অঘোষিত সম্পত্তির পরিমাণ প্রায় 250 কোটি টাকা ৷ এছাড়াও হিসাব বহির্ভূত প্রায় 51 লাখ টাকার সন্ধানও মিলেছে ৷ গত 5 ও 15 অক্টোবর কলকাতা, গুয়াহাটি, রঙ্গিয়া, শিলং, পাটনার একাধিক স্থানে আয়কর দফতরের আধিকারিকরা এই তল্লাশি অভিযান চালান বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : Air India: ₹18,000 কোটিতে এয়ার ইন্ডিয়া কিনছে টাটা গোষ্ঠী

আয়কর বিভাগ জানিয়েছে, ওই সিমেন্ট প্রস্তুতকারী সংস্থাটি নিজেদের হিসাব বহির্ভূত অর্থ জমিয়েছিল মূলত ভুল খরচ ও হিসাবে গরমিল করে ৷ পরে এই অর্থ আবার বিভান্ন শেল কোম্পানির মাধ্যমে ঘুরপথে ব্যবসার কাজে লাগানো হত ৷ সংস্থাটির বিভিন্ন কাগজপত্রেও প্রচুর গরমিল রয়েছে বলে আয়কর দফতরের আধিকারিকরা জানিয়েছেন ৷ এমনকি আদিবাসীদের আর্থিক সাহায্যের কারণ দেখিয়েও বেআইনি ভাবে প্রায় 38 কোটি টাকা জমিয়েছিল এই সংস্থাটি ৷

রেলের ব্যবসার সঙ্গে যুক্ত দ্বিতীয় সংস্থাটি মূলত অসম, মিজোরাম-সহ উত্তর-পূর্বের রাজ্য়গুলিতে কাজ চালাত ৷ রেলের বিভিন্ন চুক্তি সম্পাদন সংক্রান্ত কাজ করে এই সংস্থাটি ৷ আয়কর দফতরের আধিকারিকরা এই সংস্থার নামে প্রচুর জমি ও সম্পত্তির হদিশ পেয়েছেন ৷ যার আর্থিক মূল্য প্রায় 110 কোটি টাকা ৷ এছাড়াও, এই সংস্থার নামে প্রায় 13 কোটি টাকার সম্পত্তি বিক্রি সংক্রান্ত লেনদেনের হদিশও মিলেছে ৷

নয়াদিল্লি, 8 অক্টোবর :পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতে সিমেন্ট উৎপাদন ও রেলের বিভিন্ন চুক্তি সম্পাদন সংক্রান্ত ব্য়বসার সঙ্গে যুক্ত দু‘টি ব্যবসায়িক গোষ্ঠীর দফতরে হানা দিয়ে বিপুল বেনামী সম্পত্তির হদিশ পেল আয়কর দফতর ৷

সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস বা সিবিডিটির তরফে শুক্রবার জানানো হয়েছে, ওই অঘোষিত সম্পত্তির পরিমাণ প্রায় 250 কোটি টাকা ৷ এছাড়াও হিসাব বহির্ভূত প্রায় 51 লাখ টাকার সন্ধানও মিলেছে ৷ গত 5 ও 15 অক্টোবর কলকাতা, গুয়াহাটি, রঙ্গিয়া, শিলং, পাটনার একাধিক স্থানে আয়কর দফতরের আধিকারিকরা এই তল্লাশি অভিযান চালান বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : Air India: ₹18,000 কোটিতে এয়ার ইন্ডিয়া কিনছে টাটা গোষ্ঠী

আয়কর বিভাগ জানিয়েছে, ওই সিমেন্ট প্রস্তুতকারী সংস্থাটি নিজেদের হিসাব বহির্ভূত অর্থ জমিয়েছিল মূলত ভুল খরচ ও হিসাবে গরমিল করে ৷ পরে এই অর্থ আবার বিভান্ন শেল কোম্পানির মাধ্যমে ঘুরপথে ব্যবসার কাজে লাগানো হত ৷ সংস্থাটির বিভিন্ন কাগজপত্রেও প্রচুর গরমিল রয়েছে বলে আয়কর দফতরের আধিকারিকরা জানিয়েছেন ৷ এমনকি আদিবাসীদের আর্থিক সাহায্যের কারণ দেখিয়েও বেআইনি ভাবে প্রায় 38 কোটি টাকা জমিয়েছিল এই সংস্থাটি ৷

রেলের ব্যবসার সঙ্গে যুক্ত দ্বিতীয় সংস্থাটি মূলত অসম, মিজোরাম-সহ উত্তর-পূর্বের রাজ্য়গুলিতে কাজ চালাত ৷ রেলের বিভিন্ন চুক্তি সম্পাদন সংক্রান্ত কাজ করে এই সংস্থাটি ৷ আয়কর দফতরের আধিকারিকরা এই সংস্থার নামে প্রচুর জমি ও সম্পত্তির হদিশ পেয়েছেন ৷ যার আর্থিক মূল্য প্রায় 110 কোটি টাকা ৷ এছাড়াও, এই সংস্থার নামে প্রায় 13 কোটি টাকার সম্পত্তি বিক্রি সংক্রান্ত লেনদেনের হদিশও মিলেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.