ETV Bharat / bharat

IT Raid: মহারাষ্ট্রের একটি সংস্থায় তল্লাশি চালিয়ে উদ্ধার 390 কোটি টাকা ! - IT raid in Maharashtra

মহারাষ্ট্রের জানালের একটি বাণিজ্যিক গোষ্ঠির বিভিন্ন দফতর থেকে শুরু করে কর্ণধারদের বাড়ি-সহ অন্য কয়েকটি জায়গা থেকে মোট 390 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল আয়কর দফতর ৷ এর মধ্যে আছে 100 কোটি স্থাবর সম্পত্তি ৷ পাশাপাশি 56 কোটির নগদ এবং 32 কেজি সোনাও বাজেয়াপ্ত করেছে আয়কর দফতর (IT raid in Maharashtra) ৷

IT Raid in Maha
হারাষ্ট্রের একটি সংস্থায় তল্লাশি চালিয়ে উদ্ধার 390 কোটি টাকা
author img

By

Published : Aug 11, 2022, 5:17 PM IST

জালনা (মহারাষ্ট্র), 11 অগস্ট: মহারাষ্ট্রের একটি বাণিজ্যিক গোষ্ঠির বিভিন্ন দফতর থেকে শুরু করে কর্ণধারদের বাড়ি-সহ অন্য কয়েকটি জায়গা থেকে মোট 390 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল আয়কর দফতর ৷ জানলা এলাকার ওই সংস্থা স্টিল থেকে শুরু করে রিয়েল এস্টেটের ব্যবসা করে ৷ এই সংস্থার কর্তাদের বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ ওঠে ৷ তারপরই তদন্ত শুরু করে আয়কর দফতর ৷ প্রাথমিক তদন্তের পর শেষমেশ গত সপ্তাহে তল্লাশি অভিযান শুরু করেন আয়কর দফতরের কর্তারা (Income Tax Department Seized worth of 390 Crores from a Maharashtra Company) ৷

মহারাষ্ট্রে তল্লাশি চালিয়ে উদ্ধার 390 কোটি টাকা

আরও পড়ুন: কয়লা পাচারকাণ্ডে রাজ্যের আট আইপিএস'কে তলব ইডি'র

সংস্থার বিভিন্ন অফিস থেকে শুরু করে কর্ণধার এবং আধিকারিকদের বাড়িতে তল্লাশি চালানোর পর বৃহস্পতিবার মোট সম্পদের পরিমাণ প্রকাশ্যে আনে ইডি ৷ বাজেয়াপ্ত সম্পদের মধ্যে আছে 100 কোটি টাকার স্থাবর সম্পত্তি, 56 কোটির নগদ এবং 32 কেজি সোনা ৷ আধিকারিকরা জানিয়েছেন এই বিপুল পরিমাণ নগদ গুণতে মোট 13 ঘণ্টা সময় লেগেছে ৷

জালনা (মহারাষ্ট্র), 11 অগস্ট: মহারাষ্ট্রের একটি বাণিজ্যিক গোষ্ঠির বিভিন্ন দফতর থেকে শুরু করে কর্ণধারদের বাড়ি-সহ অন্য কয়েকটি জায়গা থেকে মোট 390 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল আয়কর দফতর ৷ জানলা এলাকার ওই সংস্থা স্টিল থেকে শুরু করে রিয়েল এস্টেটের ব্যবসা করে ৷ এই সংস্থার কর্তাদের বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ ওঠে ৷ তারপরই তদন্ত শুরু করে আয়কর দফতর ৷ প্রাথমিক তদন্তের পর শেষমেশ গত সপ্তাহে তল্লাশি অভিযান শুরু করেন আয়কর দফতরের কর্তারা (Income Tax Department Seized worth of 390 Crores from a Maharashtra Company) ৷

মহারাষ্ট্রে তল্লাশি চালিয়ে উদ্ধার 390 কোটি টাকা

আরও পড়ুন: কয়লা পাচারকাণ্ডে রাজ্যের আট আইপিএস'কে তলব ইডি'র

সংস্থার বিভিন্ন অফিস থেকে শুরু করে কর্ণধার এবং আধিকারিকদের বাড়িতে তল্লাশি চালানোর পর বৃহস্পতিবার মোট সম্পদের পরিমাণ প্রকাশ্যে আনে ইডি ৷ বাজেয়াপ্ত সম্পদের মধ্যে আছে 100 কোটি টাকার স্থাবর সম্পত্তি, 56 কোটির নগদ এবং 32 কেজি সোনা ৷ আধিকারিকরা জানিয়েছেন এই বিপুল পরিমাণ নগদ গুণতে মোট 13 ঘণ্টা সময় লেগেছে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.