শ্রীহরিকোটা, 7 অগস্ট: প্রথম এসএসএলভি রকেট উৎক্ষেপণ করল দেশ ৷ রবিবার সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় অবস্থিত 'সতীশ ধাওয়ান স্পেস সেন্টার' থেকে দেশের প্রথম নতুন এই রকেটটি উৎক্ষেপণ করা হয় ৷ নির্ধারিত সময় ছিল সকাল 9.18 মিনিট ৷ এসএসএলভি-ডি1-এর মধ্যে রয়েছে পৃথিবী পর্যবেক্ষণকারী একটি উপগ্রহ এবং পড়ুয়াদের নির্মিত স্যাটেলাইট 'আজাদিএসএটি' (ISRO launches SSLV-D1 carrying an Earth Observation Satellite & a student-made satellite-AzaadiSAT from Satish Dhawan Space Centre, Sriharikota) ৷ 120 টন ওজনের এসএসএলভি রকেট এই দু'টি উপগ্রহকে পৃথিবীর কক্ষপথে ছেড়ে আসবে, আশা বিজ্ঞানীদের ৷
উৎক্ষেপণের ক'মিনিট পরেই ইসরো প্রধান এস সোমানাথ বলেন, "প্রতিটি ধাপে এসএসএলভি-ডি1 আশানুরূপ ভাবে উতরে গিয়েছে ৷ মিশনের একেবারে শেষ পর্যায়ে কিছু তথ্য হারিয়ে যাওয়ার ঘটনা ঘটে ৷ আমরা সেটি বিশ্লেষণ করে দেখছি ৷ উপগ্রহ এবং লঞ্চ ভেহিকলটি কোথায় কী অবস্থায় আছে, তা জানাব ৷" তাই যতক্ষণ না পর্যন্ত বিজ্ঞানীরা সেই তথ্য খতিয়ে দেখে জানাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত একে সম্পূর্ণ সফল উৎক্ষেপণ বলা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে ৷
-
#WATCH ISRO launches SSLV-D1 carrying an Earth Observation Satellite & a student-made satellite-AzaadiSAT from Satish Dhawan Space Centre, Sriharikota
— ANI (@ANI) August 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
(Source: ISRO) pic.twitter.com/A0Yg7LuJvs
">#WATCH ISRO launches SSLV-D1 carrying an Earth Observation Satellite & a student-made satellite-AzaadiSAT from Satish Dhawan Space Centre, Sriharikota
— ANI (@ANI) August 7, 2022
(Source: ISRO) pic.twitter.com/A0Yg7LuJvs#WATCH ISRO launches SSLV-D1 carrying an Earth Observation Satellite & a student-made satellite-AzaadiSAT from Satish Dhawan Space Centre, Sriharikota
— ANI (@ANI) August 7, 2022
(Source: ISRO) pic.twitter.com/A0Yg7LuJvs
আরও পড়ুন: এসএসএলভি-র জন্য সলিড বুস্টার স্টেজের উৎক্ষেপণ করল ইসরো
আজাদিএসএটি (What is AzaadiSAT) :
স্বাধীনতার 75 বছরে 'আজাদা কা অমৃত মহোৎসব' উপলক্ষ্যে এসএসএলভি রকেটে রয়েছে আজাদিএসএটি বা আজাদিস্যাট ৷
কী এই উপগ্রহ ?
দেশের 75টি গ্রামীন সরকারি স্কুলের 750 জন পড়ুয়ার তৈরি 75টি পেলোডস (payloads) রয়েছে ৷ যে সব ছাত্রীরা এটি তৈরিতে অংশ নিয়েছিল, তারাও আজ এই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে শ্রীহরিকোটায় এসেছিল ৷ তাদের তৈরি 'আজাদিএসএটি' উৎক্ষেপণ নিজের চোখে দেখল খুদে পড়ুয়ারা ৷
তেলেঙ্গাানার সেন্ট ফ্রান্সিস গার্লস হাই স্কুলের ছাত্রী শ্রেয়া বলে, "এসএসএলভি উৎক্ষেপণে আমাদের স্কুল থেকে তিনটি দল যোগ দিয়েছিল ৷ আমি খুব খুশি যে, এই সুযোগটা পেলাম ৷ আমরা এটা নিয়ে সত্যিই খুব খাটাখাটনি করেছি এবং আজ এই আজাদএসএটি উপগ্রহের উৎক্ষেপণের সাক্ষী থাকলাম ৷"
জীবনে এমন একটি বিরল এবং বিশেষ মুহূর্তের জন্য এই স্কুলেরই ছাত্রী জোহা আনম তাঁর শিক্ষক-শিক্ষিকাদের কৃতজ্ঞতা জানিয়ে বলে,"এই প্রজেক্টটা আমাদের স্পেসক্রাফ্ট এবং এরোনটিক্সের বিষয়ে আরও জানবার সুযোগ করে দিয়েছে ৷ মহাকাশকে কেন্দ্র করে কেরিয়ারের ক্ষেত্রে মেয়েরা আরও উৎসাহ পাবে ৷ তবে শিক্ষক-শিক্ষিকাদের সাহায্য ছাড়া এটা সম্ভব ছিল না ৷ এমন একটা দারুণ ঘটনা চোখের সামনে দেখতে পেলাম !" ওই স্কুলেরই আরেক পড়ুয়া জানায়, তেলেঙ্গানার জন্য এটা একটা গর্বের মুহূর্ত, কোনও দিন ভোলা সম্ভব নয় ৷
আরও পড়ুন: বছরের প্রথম সফল উৎক্ষেপণ ইসরোর, মহাকাশে গেল ইওএস-04 উপগ্রহ