ETV Bharat / bharat

ISRO: ইসরোর মুকুটে নয়া পালক, সফল উৎক্ষেপণ জিএসএলভি এফ12 নেভিগেশন স্যাটেলাইটের

author img

By

Published : May 29, 2023, 3:06 PM IST

ইসরোর মুকুটে নয়া পালক জুড়ল ৷ জিএসএলভি এফ12 নেভিগেশন স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ৷

ISRO
ISRO

নয়াদিল্লি, 29 মে: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার মুকুটে জুড়ল নয়া পালক ৷ সোমবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে একটি নেভিগেশন স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করা হল । একটি জিএসএলভি রকেট কৃত্রিম উপগ্রহটি বহন করে প্রায় 251 কিলোমিটার উচ্চতায় একটি জিওসিঙ্ক্রোনাস ট্রান্সফার কক্ষপথে (GTO) স্থাপন করেছে ৷ এই সফল উৎক্ষেপণ ইসরোর মহাকাশ কর্মসূচির জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক ৷

দ্বিতীয় প্রজন্মের নেভিগেশন স্যাটেলাইট সিরিজের অংশ হিসেবে এই স্যাটেলাইটের উৎক্ষেপণ NavIC (ভারতীয় নক্ষত্রপুঞ্জের সঙ্গে নেভিগেশন) পরিষেবাগুলির ধারাবাহিকতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ NavIC হল একটি ভারতীয় আঞ্চলিক স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম, যা ভারতে এবং মূল ভূখণ্ডের চারপাশে 1,500 কিমি বিস্তৃত একটি অঞ্চলে সঠিক ও রিয়েল-টাইম নেভিগেশন প্রদান করে । গ্লোবাল পজিশনিং সিস্টেম (GPS) এর মতো, NavIC নিশ্চিত করে যে ব্যবহারকারীদের বিভিন্ন সেক্টরে নির্ভরযোগ্য নেভিগেশন পরিষেবাগুলিতে কতটা অ্যাক্সেস রয়েছে ।

জিএসএলভি-এফ12 রকেট এনভিএস-1 নামে 2,232 কিলোগ্রামের মহাকাশযানটিকে নিম্ন আর্থ অরবিটে (LEO) নিয়ে গিয়েছে । এই পরবর্তী প্রজন্মের স্যাটেলাইট নতুন পরিবর্ধন কৌশলের মাধ্যমে ভারতের নৌচলাচল এবং পর্যবেক্ষণ ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে । এটি সাতটি উপগ্রহের একটি নক্ষত্রপুঞ্জের অংশ, যা সশস্ত্র বাহিনী-সহ বেসামরিক এবং কৌশলগত উভয় ব্যবহারকারীকে নেভিগেশন পরিষেবা প্রদানের জন্য গ্রাউন্ড স্টেশনগুলির সঙ্গে সমন্বয় করে কাজ করে ।

NavIC-এর বিকাশ ভারতের বেসামরিক বিমান চলাচল ক্ষেত্রের ক্রমবর্ধমান প্রয়োজনীয়তার কথা ভেবে করা হয়েছে ৷ যার লক্ষ্য ছিল পজিশনিং, নেভিগেশন এবং সময় পরিষেবা উন্নত করা । নেটওয়ার্কটি ভারত-সহ একটি বিস্তীর্ণ এলাকা জুড়ে এবং ভারতীয় সীমানা ছাড়িয়ে 1,500 কিমি বিস্তৃত অঞ্চলজুড়ে রয়েছে । এর অ্যাপ্লিকেশনগুলি বিভিন্ন ডোমেনে বিস্তৃত, যেমন স্থলজ, বায়বীয়, এবং সামুদ্রিক পরিবহণ, অবস্থান-ভিত্তিক পরিষেবা, ব্যক্তিগত গতিশীলতা, সংস্থান পর্যবেক্ষণ, জরিপ এবং জিওডিসি, বৈজ্ঞানিক গবেষণা, সময় প্রচার এবং সিঙ্ক্রোনাইজেশন এবং জীবনের নিরাপত্তা সতর্কতা প্রচার ।

NavIC দ্বারা প্রদত্ত পরিষেবাগুলি প্রসারিত করতে, এই নতুন স্যাটেলাইট সিরিজে এল1 ব্যান্ড সংকেত অন্তর্ভুক্ত করা হয়েছে । উল্লেখযোগ্যভাবে, এটি একটি দেশীয় পারমাণবিক ঘড়িও বহন করে, যা NavIC প্রোগ্রামের ক্ষেত্রে প্রথম ।

নেভিগেশন স্যাটেলাইট সফলভাবে স্থাপনের মাধ্যমে ভবিষ্যতে আরও বড় পেলোড চালু করার ক্ষমতা তৈরি হবে বলে আশা প্রকাশ করেছে ইসরো । এই কৃতিত্ব মহাকাশ প্রযুক্তিতে ভারতের অগ্রগতি এবং বিভিন্ন ক্ষেত্রের সুবিধার জন্য নেভিগেশন পরিষেবাগুলিকে অগ্রসর করার প্রতিশ্রুতি দেয় ।

আরও পড়ুন: সফলভাবে সেমি ক্রায়োজেনিক ইঞ্জিনের পরীক্ষা শুরু করল ইসরো

নয়াদিল্লি, 29 মে: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার মুকুটে জুড়ল নয়া পালক ৷ সোমবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে একটি নেভিগেশন স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করা হল । একটি জিএসএলভি রকেট কৃত্রিম উপগ্রহটি বহন করে প্রায় 251 কিলোমিটার উচ্চতায় একটি জিওসিঙ্ক্রোনাস ট্রান্সফার কক্ষপথে (GTO) স্থাপন করেছে ৷ এই সফল উৎক্ষেপণ ইসরোর মহাকাশ কর্মসূচির জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক ৷

দ্বিতীয় প্রজন্মের নেভিগেশন স্যাটেলাইট সিরিজের অংশ হিসেবে এই স্যাটেলাইটের উৎক্ষেপণ NavIC (ভারতীয় নক্ষত্রপুঞ্জের সঙ্গে নেভিগেশন) পরিষেবাগুলির ধারাবাহিকতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ NavIC হল একটি ভারতীয় আঞ্চলিক স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম, যা ভারতে এবং মূল ভূখণ্ডের চারপাশে 1,500 কিমি বিস্তৃত একটি অঞ্চলে সঠিক ও রিয়েল-টাইম নেভিগেশন প্রদান করে । গ্লোবাল পজিশনিং সিস্টেম (GPS) এর মতো, NavIC নিশ্চিত করে যে ব্যবহারকারীদের বিভিন্ন সেক্টরে নির্ভরযোগ্য নেভিগেশন পরিষেবাগুলিতে কতটা অ্যাক্সেস রয়েছে ।

জিএসএলভি-এফ12 রকেট এনভিএস-1 নামে 2,232 কিলোগ্রামের মহাকাশযানটিকে নিম্ন আর্থ অরবিটে (LEO) নিয়ে গিয়েছে । এই পরবর্তী প্রজন্মের স্যাটেলাইট নতুন পরিবর্ধন কৌশলের মাধ্যমে ভারতের নৌচলাচল এবং পর্যবেক্ষণ ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে । এটি সাতটি উপগ্রহের একটি নক্ষত্রপুঞ্জের অংশ, যা সশস্ত্র বাহিনী-সহ বেসামরিক এবং কৌশলগত উভয় ব্যবহারকারীকে নেভিগেশন পরিষেবা প্রদানের জন্য গ্রাউন্ড স্টেশনগুলির সঙ্গে সমন্বয় করে কাজ করে ।

NavIC-এর বিকাশ ভারতের বেসামরিক বিমান চলাচল ক্ষেত্রের ক্রমবর্ধমান প্রয়োজনীয়তার কথা ভেবে করা হয়েছে ৷ যার লক্ষ্য ছিল পজিশনিং, নেভিগেশন এবং সময় পরিষেবা উন্নত করা । নেটওয়ার্কটি ভারত-সহ একটি বিস্তীর্ণ এলাকা জুড়ে এবং ভারতীয় সীমানা ছাড়িয়ে 1,500 কিমি বিস্তৃত অঞ্চলজুড়ে রয়েছে । এর অ্যাপ্লিকেশনগুলি বিভিন্ন ডোমেনে বিস্তৃত, যেমন স্থলজ, বায়বীয়, এবং সামুদ্রিক পরিবহণ, অবস্থান-ভিত্তিক পরিষেবা, ব্যক্তিগত গতিশীলতা, সংস্থান পর্যবেক্ষণ, জরিপ এবং জিওডিসি, বৈজ্ঞানিক গবেষণা, সময় প্রচার এবং সিঙ্ক্রোনাইজেশন এবং জীবনের নিরাপত্তা সতর্কতা প্রচার ।

NavIC দ্বারা প্রদত্ত পরিষেবাগুলি প্রসারিত করতে, এই নতুন স্যাটেলাইট সিরিজে এল1 ব্যান্ড সংকেত অন্তর্ভুক্ত করা হয়েছে । উল্লেখযোগ্যভাবে, এটি একটি দেশীয় পারমাণবিক ঘড়িও বহন করে, যা NavIC প্রোগ্রামের ক্ষেত্রে প্রথম ।

নেভিগেশন স্যাটেলাইট সফলভাবে স্থাপনের মাধ্যমে ভবিষ্যতে আরও বড় পেলোড চালু করার ক্ষমতা তৈরি হবে বলে আশা প্রকাশ করেছে ইসরো । এই কৃতিত্ব মহাকাশ প্রযুক্তিতে ভারতের অগ্রগতি এবং বিভিন্ন ক্ষেত্রের সুবিধার জন্য নেভিগেশন পরিষেবাগুলিকে অগ্রসর করার প্রতিশ্রুতি দেয় ।

আরও পড়ুন: সফলভাবে সেমি ক্রায়োজেনিক ইঞ্জিনের পরীক্ষা শুরু করল ইসরো

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.