আমেদাবাদ, 22 অগস্ট: এখনও পর্যন্ত যা ঠিক রয়েছে তাতে 23 অগস্ট, বুধবার চাঁদের অস্পৃশ্য দক্ষিণ মেরুতে অবতরণ করতে চলেছে চন্দ্রযান 3 ৷ তবে সবকিছু ঠিক না থাকলে, প্ল্যান বি-ও ভেবে রেখেছে ইসরো ৷ আমেদাবাদ ইসরোর অধিকর্তা নীলেশ দেশাই মঙ্গলবার বলেন যে, অবতরণ পরিকল্পনা অনুযায়ীই হবে ৷ তবে, যদি সিস্টেমগুলি কাজ না করে, তবে 27 অগস্ট ফের অবতরণের চেষ্টা করা হবে ৷
সংবাদসংস্থা পিটিআই ইসরোর আমেদাবাদের অধিকর্তা নীলেশ দেশাইকে উদ্ধৃত করে বলেছে, "চলমান প্রক্রিয়া অনুসারে আমরা 23 অগস্ট সফলভাবে অবতরণ করার চেষ্টা করব । কিন্তু আপনি জানেন, সন্ধ্যা 5.47 মিনিটে অবতরণ শুরু হবে, যা প্রায় 17 মিনিট 21 সেকেন্ড সময় নেবে । আমরা 2 ঘণ্টার আগে কমান্ডগুলি আপলোড করব । আমরা ল্যান্ডারে ইলেকট্রনিক এবং যান্ত্রিক সাব-সিস্টেমগুলির টেলিমেট্রি ও এটি অনুকূল কি না তা বিশ্লেষণ করব ৷"
নীলেশ দেশাই আরও বলেন যে, সিস্টেমগুলি যদি প্রত্যাশিত হিসাবে কাজ না করে, তবে 27 অগস্ট অবতরণের চেষ্টা করা হবে ।
তাঁর কথায়, "আমরা যদি 23 তারিখে অবতরণ করতে না পারি তবে চিন্তা করার দরকার নেই ৷ আমরা অবতরণের জন্য 27 তারিখ নির্ধারণ করেছি । পার্থক্যটি হবে দূরত্ব । 27 তারিখে আমরা 30 কিলোমিটারের পরিবর্তে 17 কিলোমিটার দূর থেকে অবতরণ করব ।"
সোমবার ইসরো ল্যান্ডার হ্যাজার্ড ডিটেকশন অ্যান্ড অ্যাভয়েডেন্স ক্যামেরা বা এলএইচডিএসি দ্বারা বন্দি চাঁদের দূর থেকে তোলা কিছু ছবি প্রকাশ করেছে । ক্যামেরাটি ল্যান্ডার অবতরণের সময় বোল্ডার বা গভীর পরিখা বিহীন একটি নিরাপদ অবতরণ এলাকা সনাক্ত করতে সহায়তা করে । রাশিয়ার মহাকাশযান লুনা 25 নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরতে ঘুরতে চাঁদে ভেঙে পড়ার একদিন পরই ল্যান্ডারের পাঠানো ছবিগুলি এসেছে ।
আরও পড়ুন: চন্দ্রযান 3-কে উপহাস করে পোস্ট ! মামলা দায়ের প্রকাশ রাজের বিরুদ্ধে
নীলেশের কথায়, "রাশিয়াকে মহাকাশে একটি সুপারপাওয়ার হিসাবে বিবেচনা করা হয় ৷ কিন্তু তাদের লুনা 25 ভেঙে পড়েছে । তাদের কাছে উন্নত প্রযুক্তি রয়েছে । তারা তার পরেও অবতরণ করতে ব্যর্থ হয়েছে । তারা দক্ষিণ মেরুতে যাওয়ারও চেষ্টা করেছে । কিন্তু আপনারা সবাই জানেন, ইসরো এই অভিযান সফল করতে সত্যিই কঠোর পরিশ্রম করেছে । তাই চিন্তা করার দরকার নেই ৷" (সংবাদসংস্থা পিটিআই)