ETV Bharat / bharat

Digital Gold Investment : ডিজিটাল গোল্ডে বিনিয়োগ করতে চান ? রইল বিশেষজ্ঞদের পরামর্শ

author img

By

Published : Jan 6, 2022, 3:06 PM IST

সামান্য বিনিয়োগে বেশ পরিমাণে রিটার্ন পেতে কে না চায় ? আর এখন নানা ধরনের সম্ভাবনার মধ্যে উঠে আসছে ডিজিটাল গোল্ডের নাম ৷ বিষয়টা কী, বিশেষজ্ঞরা কী বলছেন (Is digital gold a good investment option? Know what expert suggests) ?

Digital Gold Investment
ডিজিটাল গোল্ডে বিনিয়োগ

হায়দরাবাদ, 6 জানুয়ারি : আয় ভাল হলে, তা দ্বিগুণ করার ইচ্ছে সবার থাকে ৷ কিন্তু কী ভাবে ভাল রিটার্ন পাওয়া যাবে, তা নিয়ে দোলাচলে থাকেন বিনিয়োগকারী ৷ ভারতীয়দের কাছে সোনা প্রিয় এবং তারা সোনায় বিনিয়োগ করার সুযোগ খোঁজে ৷ এছাড়াও, প্রত্যেকে তাঁদের বিনিয়োগ থেকে যতটা সম্ভব বেশি রিটার্ন পাওয়ার আশা করে ৷ খুব কম লোকই লক্ষ্যে পৌঁছাতে পারেন ৷ আর বাকিরা তখন জানতে চান, এটা কী ভাবে হল ? এতে কোনও ঝুঁকি নেই তো ? দেখা যাক, বিশেষজ্ঞেরা কী বলছেন (Is digital gold a good investment option? Know what expert suggests) ?

অরুণের প্রশ্ন, "আমি প্রতি মাসে 10 হাজার টাকা পর্যন্ত বিনিয়োগ করতে চাই ৷ কোন স্কিম পছন্দ করলে ন্যূনতম বার্ষিক রিটার্ন 14%-এর বেশি হবে ? কত দিন ধরে আমি বিনিয়োগ করে যাব ?"

আরও পড়ুন : Investment Rules for 2022 : নতুন বছরে কোন ক্ষেত্রে বিনিয়োগ আপনাকে সর্বাধিক লাভ দিতে পারে, দেখে নিন

টুম্মা বলরাজ (Tumma Balraj) বলেন, "বেশি রিটার্ন পেতে গেলে ঝুঁকি নিতে হবে ৷ এবার দেখতে হবে আপনি কতটা ঝুঁকি নিতে পারেন ৷ ইকুইটি-নির্ভর বিনিয়োগে কয়েকটা ক্ষেত্রে 14%-এর বেশি রিটার্ন পাওয়া যায় ৷ যদিও এটা তখনই সম্ভব, যখন 7-10 বছর পর্যন্ত একটানা বিনিয়োগ করা যাবে ৷ যদি আপনি নির্দিষ্ট সময় ধরে বিনিয়োগ করতে পারেন, তাহলে দীর্ঘমেয়াদে 12-15% রিটার্ন পেতে পারেন ৷ এর জন্য ইকুইটি মিউচুয়াল ফান্ডের (equity mutual funds) দিকে নজর রাখুন ৷"

স্বপ্নার প্রশ্ন, "সিনিয়র সিটিজেন সেভিংস অ্যাকাউন্টে আমি আমার মায়ের নামে 5 লাখ টাকা জমা রাখতে চাই ৷ এটা কি আরও লাভজনক ? ডেবিট মিউচুয়াল ফান্ডে রাখলে কি আরও ভাল ফল পাওয়া যাবে এবং প্রতি মাসে ভাল টাকাও মিলবে ?"

এর উত্তরে তিনি জানালনে, সিনিয়র সিটিজেন সেভিংস অ্যাকাউন্ট স্কিমে বার্ষিক 7.4% সুদ পাওয়া যায় ৷ প্রত্যেক তিন মাস অন্তর সুদ মেলে ৷ বর্তমান পরিস্থিতিতে ফিক্সড ডিপোজিট এবং ডেবিট ফান্ডগুলি খুব বেশি রিটার্ন দিচ্ছে না ৷ তাই, সিনিয়র সিটিজেন সেভিংস অ্যাকাউন্টে ডিপোজিট করা ভাল ৷ পাঁচ বছর ধরে চালাতে হবে ৷ সেকশন 80সি-র অধীনে এতে ট্যাক্স ছাড় পাওয়া যায় ৷

আরও পড়়ুন : Sensex crashes due to Omicron: ওমিক্রন আতঙ্কে ধস শেয়ারবাজারে, বিরাট পতন সেনসেক্সে

শ্রীকান্ত বলেন, "আমার বয়স 43 বছর ৷ আমি 75 লাখ টাকার একটা টার্ম পলিসি (term policy) নিতে চাই ৷ একই বিমা কোম্পানির থেকে এটা পেতে পারি ? দুটো আলাদা কোম্পানির থেকে নিলে কী লাভ হবে ?"

জীবন বিমা পলিসির মূল্য বার্ষিক আয়ের থেকে 10-12 গুণ বেশি হওয়া উচিত ৷ আপনার শরীর, আর্থিক অবস্থা ভাল করে বিবেচনা করেই বিমা করবেন ৷ যে সব কোম্পানিগুলো অতীতে খুব ভাল পেমেন্ট দিয়েছে, তাদের নির্বাচন করুন ৷ কোনও একটি কোম্পানি যদি তার অসুবিধের জন্য তার পেমেন্ট দিতে না পারে, তখন সমস্যায় পড়ে যাবেন ৷ তাই, দু‘টো কোম্পানি থেকে বিমা করানো ভাল ৷ একটা ব্যর্থ হলে, অন্যটিতে নির্ভর করতে পারা যাবে ৷

বেঙ্কট জানতে চাইলেন, এখন বহু কোম্পানি সোনায় বিনিয়োগ করার সুযোগ দিচ্ছে ৷ যার নাম 'ডিজিটাল গোল্ড' (digital 'gold') ৷ এটা বেছে নেওয়া আরও লাভজনক হবে ? কোনও ঝুঁকি আছে কি ?

টুম্মা বলরাজের পরামর্শ, সোনায় বিনিয়োগ করার অনেক উপায় আছে ৷ ডিজিটাল গোল্ড (Digital Gold) তার মধ্যে অন্যতম ৷ এতে মাত্র 100 টাকা বিনিয়োগ করা যায়, যা খুবই আকর্ষণীয় ৷ তবে এখানে যখন তখন দাম ওঠা-নামা করে, তাই লাভ না ক্ষতি, কোনটা হবে তা নির্ভর করে সোনার দামের উপর ৷ দীর্ঘমেয়াদে বিনিয়োগের জন্য গোল্ড ইটিএফ (Gold ETFs) বা গোল্ডের ফান্ডগুলো নির্বাচন করা ঠিকঠাক ৷

আরও পড়ুন : Accumulated Debt of West Bengal in 2021-22 : আর্থিকবর্ষ শেষে পশ্চিমবঙ্গের সঞ্চিত ঋণ ছাড়াতে চলেছে 5 লাখ কোটি টাকা

হায়দরাবাদ, 6 জানুয়ারি : আয় ভাল হলে, তা দ্বিগুণ করার ইচ্ছে সবার থাকে ৷ কিন্তু কী ভাবে ভাল রিটার্ন পাওয়া যাবে, তা নিয়ে দোলাচলে থাকেন বিনিয়োগকারী ৷ ভারতীয়দের কাছে সোনা প্রিয় এবং তারা সোনায় বিনিয়োগ করার সুযোগ খোঁজে ৷ এছাড়াও, প্রত্যেকে তাঁদের বিনিয়োগ থেকে যতটা সম্ভব বেশি রিটার্ন পাওয়ার আশা করে ৷ খুব কম লোকই লক্ষ্যে পৌঁছাতে পারেন ৷ আর বাকিরা তখন জানতে চান, এটা কী ভাবে হল ? এতে কোনও ঝুঁকি নেই তো ? দেখা যাক, বিশেষজ্ঞেরা কী বলছেন (Is digital gold a good investment option? Know what expert suggests) ?

অরুণের প্রশ্ন, "আমি প্রতি মাসে 10 হাজার টাকা পর্যন্ত বিনিয়োগ করতে চাই ৷ কোন স্কিম পছন্দ করলে ন্যূনতম বার্ষিক রিটার্ন 14%-এর বেশি হবে ? কত দিন ধরে আমি বিনিয়োগ করে যাব ?"

আরও পড়ুন : Investment Rules for 2022 : নতুন বছরে কোন ক্ষেত্রে বিনিয়োগ আপনাকে সর্বাধিক লাভ দিতে পারে, দেখে নিন

টুম্মা বলরাজ (Tumma Balraj) বলেন, "বেশি রিটার্ন পেতে গেলে ঝুঁকি নিতে হবে ৷ এবার দেখতে হবে আপনি কতটা ঝুঁকি নিতে পারেন ৷ ইকুইটি-নির্ভর বিনিয়োগে কয়েকটা ক্ষেত্রে 14%-এর বেশি রিটার্ন পাওয়া যায় ৷ যদিও এটা তখনই সম্ভব, যখন 7-10 বছর পর্যন্ত একটানা বিনিয়োগ করা যাবে ৷ যদি আপনি নির্দিষ্ট সময় ধরে বিনিয়োগ করতে পারেন, তাহলে দীর্ঘমেয়াদে 12-15% রিটার্ন পেতে পারেন ৷ এর জন্য ইকুইটি মিউচুয়াল ফান্ডের (equity mutual funds) দিকে নজর রাখুন ৷"

স্বপ্নার প্রশ্ন, "সিনিয়র সিটিজেন সেভিংস অ্যাকাউন্টে আমি আমার মায়ের নামে 5 লাখ টাকা জমা রাখতে চাই ৷ এটা কি আরও লাভজনক ? ডেবিট মিউচুয়াল ফান্ডে রাখলে কি আরও ভাল ফল পাওয়া যাবে এবং প্রতি মাসে ভাল টাকাও মিলবে ?"

এর উত্তরে তিনি জানালনে, সিনিয়র সিটিজেন সেভিংস অ্যাকাউন্ট স্কিমে বার্ষিক 7.4% সুদ পাওয়া যায় ৷ প্রত্যেক তিন মাস অন্তর সুদ মেলে ৷ বর্তমান পরিস্থিতিতে ফিক্সড ডিপোজিট এবং ডেবিট ফান্ডগুলি খুব বেশি রিটার্ন দিচ্ছে না ৷ তাই, সিনিয়র সিটিজেন সেভিংস অ্যাকাউন্টে ডিপোজিট করা ভাল ৷ পাঁচ বছর ধরে চালাতে হবে ৷ সেকশন 80সি-র অধীনে এতে ট্যাক্স ছাড় পাওয়া যায় ৷

আরও পড়়ুন : Sensex crashes due to Omicron: ওমিক্রন আতঙ্কে ধস শেয়ারবাজারে, বিরাট পতন সেনসেক্সে

শ্রীকান্ত বলেন, "আমার বয়স 43 বছর ৷ আমি 75 লাখ টাকার একটা টার্ম পলিসি (term policy) নিতে চাই ৷ একই বিমা কোম্পানির থেকে এটা পেতে পারি ? দুটো আলাদা কোম্পানির থেকে নিলে কী লাভ হবে ?"

জীবন বিমা পলিসির মূল্য বার্ষিক আয়ের থেকে 10-12 গুণ বেশি হওয়া উচিত ৷ আপনার শরীর, আর্থিক অবস্থা ভাল করে বিবেচনা করেই বিমা করবেন ৷ যে সব কোম্পানিগুলো অতীতে খুব ভাল পেমেন্ট দিয়েছে, তাদের নির্বাচন করুন ৷ কোনও একটি কোম্পানি যদি তার অসুবিধের জন্য তার পেমেন্ট দিতে না পারে, তখন সমস্যায় পড়ে যাবেন ৷ তাই, দু‘টো কোম্পানি থেকে বিমা করানো ভাল ৷ একটা ব্যর্থ হলে, অন্যটিতে নির্ভর করতে পারা যাবে ৷

বেঙ্কট জানতে চাইলেন, এখন বহু কোম্পানি সোনায় বিনিয়োগ করার সুযোগ দিচ্ছে ৷ যার নাম 'ডিজিটাল গোল্ড' (digital 'gold') ৷ এটা বেছে নেওয়া আরও লাভজনক হবে ? কোনও ঝুঁকি আছে কি ?

টুম্মা বলরাজের পরামর্শ, সোনায় বিনিয়োগ করার অনেক উপায় আছে ৷ ডিজিটাল গোল্ড (Digital Gold) তার মধ্যে অন্যতম ৷ এতে মাত্র 100 টাকা বিনিয়োগ করা যায়, যা খুবই আকর্ষণীয় ৷ তবে এখানে যখন তখন দাম ওঠা-নামা করে, তাই লাভ না ক্ষতি, কোনটা হবে তা নির্ভর করে সোনার দামের উপর ৷ দীর্ঘমেয়াদে বিনিয়োগের জন্য গোল্ড ইটিএফ (Gold ETFs) বা গোল্ডের ফান্ডগুলো নির্বাচন করা ঠিকঠাক ৷

আরও পড়ুন : Accumulated Debt of West Bengal in 2021-22 : আর্থিকবর্ষ শেষে পশ্চিমবঙ্গের সঞ্চিত ঋণ ছাড়াতে চলেছে 5 লাখ কোটি টাকা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.