ETV Bharat / bharat

Irfan Pathan on Gaza: গাজায় নিরীহ শিশুদের মৃত্যু হচ্ছে কিন্তু বিশ্ব নীরব, সরব ইরফান - israel attack on gaza

গাজায় ইজরায়েলি হানায় যেভাবে শিশুদের মৃত্যু হচ্ছে তা নিয়ে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় ইরফান পাঠান ৷

ETV Bharat
গাজা প্রসঙ্গে ইরফান পাঠান
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 3, 2023, 10:43 PM IST

হায়দরাবাদ, 3 নভেম্বর: গাজায় ইজরায়েলের হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় ইরফান পাঠান ৷ এই সংঘর্ষের মাঝে পড়ে যেভাবে শিশুরা বলি হচ্ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইরফান ৷ বিশ্বনেতাদের এক হয়ে এই যুদ্ধ থামানোর অনুরোধ করেছেন তিনি ৷ একজন খেলোয়াড় হিসেবে মুখ খুললেও, এই সংঘর্ষ থামানো যে তার ক্ষমতার বাইরে, এদিন আক্ষেপের সুরে তাও জানিয়েছেন ইরফান পাঠান ৷ গাজায় হাজার হাজার শিশুর মৃত্যুর পরেও বিশ্ব যেভাবে চুপ করে আছেন, সেই বিষয়টিকেও উল্লেখ করেছেন তিনি ৷

শুক্রবার তাঁর এক্স হ্যান্ডেলে ইরফান লেখেন, "গাজায় প্রতিদিন 0-10 বছর বয়সি নিরীহ শিশুদের মৃত্যু হচ্ছে আর বিশ্ব নীরব ৷ একজন খেলোয়ার হিসেবে আমি শুধু এই বিষয়ে মুখ খুলতে পারি, কিন্তু এখনই আসল সময় বিশ্বনেতাদের একত্রিত হয়ে এই বোধহীন হত্যায় দাড়ি টানা ৷" 39 বছর বয়সি ইরফানই সম্ভবত প্রথম প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যিনি গাজা নিয়ে তাঁর প্রতিবাদ জানালেন ৷ বর্তমানে ভারতে অনুষ্ঠিত আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ধারাবিবরণি দেওয়ার দিয়েত্বেও তিনি আছেন ৷

  • Every day, innocent kids aged 0-10 in Gaza are losing lives and the world remains silent. As a sportsman, I can only speak out, but it's high time for world leaders to unite and put an end to this senseless killing. @UN #StopTheViolence #GazaChildren

    — Irfan Pathan (@IrfanPathan) November 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ইজরায়েলকে 14.5 বিলিয়ন ডলার সামরিক সহায়তা অনুমোদন করল মার্কিন হাউস, ভেটো দেবেন বাইডেন

গত 7 অক্টোবর গাজার জঙ্গি সংগঠন হামাস হামলা চালায় ইজরায়েলে, মৃত্যু হয় প্রায় 1400 ইজরায়েলির ৷ এরপরেই ওইদিন থেকে হামাসকে ধ্বংস করার লক্ষ্যে গাজায় ধারাবাহিকভাবে হামলা চিলেয়ে যাচ্ছে ইজরায়েল ৷ বিমান হানার পাশাপাশি, স্থলপথেও ক্রমে আক্রমণ বাড়ানো হচ্ছে ৷ এই সংঘর্যের প্রায় একমাসে এখনও পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন 9 হাজার 200 জন ৷ আহত প্রায় 23 হাজার ৷ হতাহতের মধ্যে প্রায় অর্ধেক সংখ্যকই শিশু ৷ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাসকে সমূলে উৎখাত না-করা পর্যন্ত ইজরায়েলি সেনা থামবে না ৷ রাষ্ট্রসংঘে ইতিমধ্যেই গাজায় সংঘর্ষ বিরোতি নিয়ে প্রস্তাব আনা হয়েছে, উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন ৷ কিন্তু তারপরেও গাজায় ধ্বংসলীলা অব্যাহত ৷

হায়দরাবাদ, 3 নভেম্বর: গাজায় ইজরায়েলের হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় ইরফান পাঠান ৷ এই সংঘর্ষের মাঝে পড়ে যেভাবে শিশুরা বলি হচ্ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইরফান ৷ বিশ্বনেতাদের এক হয়ে এই যুদ্ধ থামানোর অনুরোধ করেছেন তিনি ৷ একজন খেলোয়াড় হিসেবে মুখ খুললেও, এই সংঘর্ষ থামানো যে তার ক্ষমতার বাইরে, এদিন আক্ষেপের সুরে তাও জানিয়েছেন ইরফান পাঠান ৷ গাজায় হাজার হাজার শিশুর মৃত্যুর পরেও বিশ্ব যেভাবে চুপ করে আছেন, সেই বিষয়টিকেও উল্লেখ করেছেন তিনি ৷

শুক্রবার তাঁর এক্স হ্যান্ডেলে ইরফান লেখেন, "গাজায় প্রতিদিন 0-10 বছর বয়সি নিরীহ শিশুদের মৃত্যু হচ্ছে আর বিশ্ব নীরব ৷ একজন খেলোয়ার হিসেবে আমি শুধু এই বিষয়ে মুখ খুলতে পারি, কিন্তু এখনই আসল সময় বিশ্বনেতাদের একত্রিত হয়ে এই বোধহীন হত্যায় দাড়ি টানা ৷" 39 বছর বয়সি ইরফানই সম্ভবত প্রথম প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যিনি গাজা নিয়ে তাঁর প্রতিবাদ জানালেন ৷ বর্তমানে ভারতে অনুষ্ঠিত আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ধারাবিবরণি দেওয়ার দিয়েত্বেও তিনি আছেন ৷

  • Every day, innocent kids aged 0-10 in Gaza are losing lives and the world remains silent. As a sportsman, I can only speak out, but it's high time for world leaders to unite and put an end to this senseless killing. @UN #StopTheViolence #GazaChildren

    — Irfan Pathan (@IrfanPathan) November 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ইজরায়েলকে 14.5 বিলিয়ন ডলার সামরিক সহায়তা অনুমোদন করল মার্কিন হাউস, ভেটো দেবেন বাইডেন

গত 7 অক্টোবর গাজার জঙ্গি সংগঠন হামাস হামলা চালায় ইজরায়েলে, মৃত্যু হয় প্রায় 1400 ইজরায়েলির ৷ এরপরেই ওইদিন থেকে হামাসকে ধ্বংস করার লক্ষ্যে গাজায় ধারাবাহিকভাবে হামলা চিলেয়ে যাচ্ছে ইজরায়েল ৷ বিমান হানার পাশাপাশি, স্থলপথেও ক্রমে আক্রমণ বাড়ানো হচ্ছে ৷ এই সংঘর্যের প্রায় একমাসে এখনও পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন 9 হাজার 200 জন ৷ আহত প্রায় 23 হাজার ৷ হতাহতের মধ্যে প্রায় অর্ধেক সংখ্যকই শিশু ৷ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাসকে সমূলে উৎখাত না-করা পর্যন্ত ইজরায়েলি সেনা থামবে না ৷ রাষ্ট্রসংঘে ইতিমধ্যেই গাজায় সংঘর্ষ বিরোতি নিয়ে প্রস্তাব আনা হয়েছে, উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন ৷ কিন্তু তারপরেও গাজায় ধ্বংসলীলা অব্যাহত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.