ETV Bharat / bharat

IOA Panel to Submit Report: কুস্তিগীরদের যৌন হেনস্তার অভিযোগের তদন্তের রিপোর্ট দেবে মেরি কমের নেতৃত্বাধীন কমিটি - পিটি ঊষা

তদন্ত শেষ ৷ ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের কমিটি সোমবার রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রধান ব্রিজভূষণ সিংয়ের (WFI chief Brij Bhushan Singh) বিরুদ্ধে কুস্তিগীরদের যৌন নির্যাতনের অভিযোগের তদন্তের রিপোর্ট দেবে ৷

WFI chief Brij Bhushan Singh ETV Bharat
ব্রিজভূষণ সিং
author img

By

Published : Mar 13, 2023, 11:35 AM IST

নয়াদিল্লি, 13 মার্চ: ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের তৈরি করা কমিটি মহিলা কুস্তিগীরদের যৌন নির্যাতনের অভিযোগের (sexual harassment allegations) তদন্ত করেছে ৷ সোমবার তারা তদন্তের রিপোর্ট জমা দিতে চলেছে । মহিলা কুস্তিগীররা যৌন হেনস্তার অভিযোগ করেছিলেন রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার (ডব্লিউএফআই) সভাপতি এবং বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের (WFI chief Brij Bhushan Singh) বিরুদ্ধে ৷ কিন্তু তাঁরা এই অভিযোগের সপক্ষে কোনও প্রমাণ দিতে পারেনি বলে সূত্র মারফৎ জানা গিয়েছে ।

যৌন হেনস্তার অভিযোগ সামনে আসার পর তাঁর ডাব্লুএফআই-এর সভাপতি পদ থেকে সরে যাওয়ার দাবি ওঠে ৷ তবে তিনি ডাব্লুএফআই-এর সভাপতি পদ ছাড়তে অস্বীকার করেন ৷ ব্রিজভূষণ উলটে দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে করা অভিযোগগুলি মিথ্যে । ব্রিজভূষণ ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একজন বিশিষ্ট নেতা এবং উত্তরপ্রদেশের কাসেরগঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ।

কিংবদন্তি বক্সার মেরি কমের নেতৃত্বে (Mary Kom) সাত সদস্যের তদন্ত কমিটি (IOA 7-member committee) বিজেপি সাংসদ এবং ডাব্লুএফআই প্রধানের বিরুদ্ধে অভিযোগের তদন্ত করছিল । অভিযোগের বিষয়টি সংবেদনশীল বিবেচনা করে রিপোর্ট দাখিলের জন্য কমিটি যথেষ্ট সময় নিয়েছে । যদিও তুমুল বিতর্ক সত্ত্বেও ব্রিজভূষণ ডব্লিউএফআই-এর সভাপতির পদ ছাড়েননি ৷ তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শেষ না-হওয়া পর্যন্ত ব্রিজভূষণ শরণ সিং রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার কোনও সিদ্ধান্ত নিতে পারবেন না বলে জানানো হয়েছিল ৷ এমনকী তাঁকে ফেডারেশনের দৈনন্দিন কাজকর্ম পরিচালনা করা থেকে বিরত থাকতে বলা হয় । এর পাশাপাশি মেরি কমের নেতৃত্বে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকও একটি পাঁচ সদস্যের তদারকি কমিটি (oversight committee) গড়ে তদন্তের স্বার্থে ৷

একের পর এক কুস্তিগীরদের তরফে যৌন হেনস্তার অভিযোগ সামনে আসে ৷ এরপরই দেশের শীর্ষস্থানীয় কিছু কুস্তিগীর এবং এমনকী অলিম্পিয়ানরা যৌন নির্যাতনের অভিযোগের পর ব্রিজভূষণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন ৷ সেই দাবিতে তাঁরা দিল্লির যন্তরমন্তরে দীর্ঘ সময় ধরে বিক্ষোভ করেন । কমন ওয়েলথ গেমসের কুস্তি স্বর্ণপদক বিজয়ী ভিনেশ ফোগতও ফেডারেশনে সভপতির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন । সূত্রের খবর, ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন 7-সদস্যের কমিটি কুস্তিগীরদের পাশাপাশি ডাব্লুএফআই প্রধানের কথা শুনেছেন । ব্রিজভূষণ শরণ দাবি করেন যে তিনি নির্দোষ ৷ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলি একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ এবং তিনি ঠিক এর থেকে বেরিয়ে আসবেন । কুস্তিগীরদের ক্ষোভ প্রশমিত করতে তাঁদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ।

আরও পড়ুন: মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থা ! কাঠগড়ায় ফেডেরেশন সভাপতি ও কোচরা

নয়াদিল্লি, 13 মার্চ: ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের তৈরি করা কমিটি মহিলা কুস্তিগীরদের যৌন নির্যাতনের অভিযোগের (sexual harassment allegations) তদন্ত করেছে ৷ সোমবার তারা তদন্তের রিপোর্ট জমা দিতে চলেছে । মহিলা কুস্তিগীররা যৌন হেনস্তার অভিযোগ করেছিলেন রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার (ডব্লিউএফআই) সভাপতি এবং বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের (WFI chief Brij Bhushan Singh) বিরুদ্ধে ৷ কিন্তু তাঁরা এই অভিযোগের সপক্ষে কোনও প্রমাণ দিতে পারেনি বলে সূত্র মারফৎ জানা গিয়েছে ।

যৌন হেনস্তার অভিযোগ সামনে আসার পর তাঁর ডাব্লুএফআই-এর সভাপতি পদ থেকে সরে যাওয়ার দাবি ওঠে ৷ তবে তিনি ডাব্লুএফআই-এর সভাপতি পদ ছাড়তে অস্বীকার করেন ৷ ব্রিজভূষণ উলটে দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে করা অভিযোগগুলি মিথ্যে । ব্রিজভূষণ ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একজন বিশিষ্ট নেতা এবং উত্তরপ্রদেশের কাসেরগঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ।

কিংবদন্তি বক্সার মেরি কমের নেতৃত্বে (Mary Kom) সাত সদস্যের তদন্ত কমিটি (IOA 7-member committee) বিজেপি সাংসদ এবং ডাব্লুএফআই প্রধানের বিরুদ্ধে অভিযোগের তদন্ত করছিল । অভিযোগের বিষয়টি সংবেদনশীল বিবেচনা করে রিপোর্ট দাখিলের জন্য কমিটি যথেষ্ট সময় নিয়েছে । যদিও তুমুল বিতর্ক সত্ত্বেও ব্রিজভূষণ ডব্লিউএফআই-এর সভাপতির পদ ছাড়েননি ৷ তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শেষ না-হওয়া পর্যন্ত ব্রিজভূষণ শরণ সিং রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার কোনও সিদ্ধান্ত নিতে পারবেন না বলে জানানো হয়েছিল ৷ এমনকী তাঁকে ফেডারেশনের দৈনন্দিন কাজকর্ম পরিচালনা করা থেকে বিরত থাকতে বলা হয় । এর পাশাপাশি মেরি কমের নেতৃত্বে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকও একটি পাঁচ সদস্যের তদারকি কমিটি (oversight committee) গড়ে তদন্তের স্বার্থে ৷

একের পর এক কুস্তিগীরদের তরফে যৌন হেনস্তার অভিযোগ সামনে আসে ৷ এরপরই দেশের শীর্ষস্থানীয় কিছু কুস্তিগীর এবং এমনকী অলিম্পিয়ানরা যৌন নির্যাতনের অভিযোগের পর ব্রিজভূষণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন ৷ সেই দাবিতে তাঁরা দিল্লির যন্তরমন্তরে দীর্ঘ সময় ধরে বিক্ষোভ করেন । কমন ওয়েলথ গেমসের কুস্তি স্বর্ণপদক বিজয়ী ভিনেশ ফোগতও ফেডারেশনে সভপতির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন । সূত্রের খবর, ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন 7-সদস্যের কমিটি কুস্তিগীরদের পাশাপাশি ডাব্লুএফআই প্রধানের কথা শুনেছেন । ব্রিজভূষণ শরণ দাবি করেন যে তিনি নির্দোষ ৷ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলি একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ এবং তিনি ঠিক এর থেকে বেরিয়ে আসবেন । কুস্তিগীরদের ক্ষোভ প্রশমিত করতে তাঁদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ।

আরও পড়ুন: মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থা ! কাঠগড়ায় ফেডেরেশন সভাপতি ও কোচরা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.