নয়াদিল্লি, 21 মার্চ: ইন্টারপোলের রেড নোটিশের (Red Corner list) তালিকা থেকে মেহুল চিনুভাই চোকসির (Mehul Choksi) নাম অপসারণ করা হলেও তার কোনও প্রভাব পড়বে না পঞ্জাব ন্যাশনাল ব্যাংক কেলেঙ্কারি মামলায় (PNB scam case)৷ তবে সরকারি সূত্রে জানা গিয়েছে যে, তাঁর নাম রেড নোটিশ থেকে বাদ পড়ায় তার ফলে পলাতক ব্যবসায়ী ভারত ছাড়া অন্য যে কোনও দেশে ইচ্ছামতো ভ্রমণের জন্য যোগ্য হয়ে উঠবেন ৷ ভারতে তিনি একাধিক মামলায় অভিযুক্ত ৷
সরকারি সূত্রের মতে, চোকসির বিরুদ্ধে বিশ্বব্যাপী পুলিশ সংস্থার রেড কর্নার নোটিশ অপসারণ করা হলেও পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কেলেঙ্কারির মামলার উপর তার কোনও প্রভাব পড়বে না ৷ এই মামলার তদন্ত ইতিমধ্যেই উন্নত পর্যায়ে রয়েছে ৷ উল্লেখ্য, রেড কর্নার নোটিশ পলাতকদের বিরুদ্ধে জারি করা হয় এবং বিশ্বজুড়ে আইন প্রয়োগকারী সংস্থার কাছে সেই পলাতকের বিরুদ্ধে প্রত্যর্পণ, আত্মসমর্পণ বা অনুরূপ আইনি পদক্ষেপের জন্য ওই ব্যক্তিকে খুঁজে বের করে সাময়িকভাবে তাঁকে গ্রেফতার করার অনুরোধ হিসাবে বিবেচনা করা হয় এই রেড কর্নার নোটিশকে ।
63 বছর বয়সি হিরে ব্যবসায়ী ভারতে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (পিএনবি) 13,000 কোটি টাকার জালিয়াতির ঘটনার সঙ্গে জড়িত । মঙ্গলবার চোকসির আইনজীবী বিজয় আগরওয়াল বলেছেন যে, ইন্টারপোলের রেড কর্নার নোটিশ (আরসিএন) তুলে নেওয়ার সিদ্ধান্তটি তাঁর আইনি দলের প্রচেষ্টার ফল । তাঁর মক্কেল চোকসির "অপহরণ"-এর দাবি যে প্রকৃত ছিল তা মেনে নেওয়া হয়েছে ।
আরও পড়ুন: ধাক্কা ভারতের ! ইন্টারপোলের রেড নোটিশ থেকে বাদ মেহুল চোকসির নাম
আইনজীবীর মতে, অবশেষে সত্যের জয় হয়েছে ৷ তিনি বলেন, যেহেতু তাঁর মক্কেলকে অপহরণের প্রচেষ্টা আন্তর্জাতিক সম্প্রদায় দ্বারা অনুমোদিত নয়, সেই কারণে তাঁর বিরুদ্ধে জারি করা রেড কর্নার নোটিশ ইন্টারপোল তুলে নিয়েছে ৷ সূত্র অনুসারে, চোকসি সম্প্রতি অ্যান্টিগুয়া হাইকোর্টে একটি পিটিশন দাখিল করে অভিযোগ করেছেন যে ভারত সরকার এবং দুই ভারতীয় এজেন্ট 2021 সালের জুন মাসে তাঁকে অ্যান্টিগুয়া থেকে অপহরণ করেছে এবং তাঁকে জোরপূর্বক ডোমিনিকান রিপাবলিক নিয়ে গিয়েছে ৷ চোকসি অ্যান্টিগুয়া এবং বারবুডার নাগরিক ।
ইন্টারপোলের সিদ্ধান্তের বিষয়ে কোনও মন্তব্য করতে চায়নি সিবিআই । 2018 সালে চোকসির বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করা হয়েছিল ।