ETV Bharat / bharat

Jamshedpur Unrest: জামশেদপুর জ্বলছে , ইন্টারনেট পরিষেবা বন্ধ করল প্রশাসন

রবিবার থেকে উত্তপ্ত জামশেদপুর ৷ যার জেরে আজ সকাল থেকে জামশেদপুরে নেট পরিষেবা বন্ধ করে দিল ঝাড়খণ্ড সরকার ৷ পরিস্থিতি স্বাভাবিক না-হওয়া পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে ৷

Jamshedpur Unrest ETV BHARAT
Jamshedpur Unrest
author img

By

Published : Apr 10, 2023, 11:35 AM IST

জামশেদপুর (ঝাড়খণ্ড), 10 এপ্রিল: ঝাড়খণ্ডের জামশেদপুরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করল প্রশাসন ৷ দুই গোষ্ঠীর মধ্যে হওয়া অশান্তি এবং পাথর ছোড়ার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে জামশেদপুর ৷ আর তারপরই প্রশাসনের তরফে হিংসাত্মক খবর ও পোস্টের আদান-প্রদান বন্ধ করতে ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে ৷ রবিবার সকাল থেকে হঠাৎই শিল্পনগরী জামশেদপুরে অশান্তির আবহ তৈরি হয় ৷

রবিবার দু’পক্ষের মধ্যে পাথর ছোড়া ও অগ্নি সংযোগের মতো ঘটনা ঘটে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হেমন্ত সোরেনের সরকার পুলিশ নামায় ৷ মূলত, জামশেদপুরের কদম পুলিশ স্টেশন এলাকায় অশান্তি শুরু হয় ৷ সেখানে একাধিক সম্পত্তি নষ্ট করে অশান্তিতে জড়িয়ে পড়া লোকজন ৷ নিরাপত্তাবাহিনী মোতায়েন করার পাশাপাশি, জামশেদপুরে 144 ধারা জারিও করে প্রশাসন ৷ জানা গিয়েছে, সেখানে সকাল থেকে বাহিনীর রুটমার্চ চলছে ৷ পরিস্থিতির উপর নজর রেখে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ৷ পরবর্তী নির্দেশ আসা না-পর্যন্ত, তা বজায় থাকবে ৷

সরকারের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, বিশাল সংখ্যায় ব়্যাপিড অ্যাকশন ফোর্সকে জামশেদপুর শহরে নামানো হয়েছে ৷ আর জামশেদপুরের এসএসপি প্রভাত কুমার জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ৷ আর যাঁরা জমায়েত করছেন, তাঁদের বাড়ি ফিরিয়ে দেওয়া হচ্ছে ৷ পুলিশের পাশাপাশি, ব়্যাফ মোতায়েন করা হয়েছে এলাকায় ৷ এমনকী কয়েকজনকে আটক করা হয়েছেও বলে জানিয়েছেন জামশেদপুরের পুলিশ সুপার ৷

আরও পড়ুন: দফায় দফায় সংঘর্ষ, বিহারশরিফে গ্রেফতার 77

জামশেদপুরে শান্তি ব্যবস্থা ফিরিয়ে আনতে বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি কমিশনার (পূর্ব সিংভূম) বিজয় যাদব ৷ পরিস্থিতি বিবেচনা করে শান্তি কমিটির মাধ্য়মে মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করছে প্রশাসন ৷ পাশাপাশি, সরকারের অন্য দফতর এবং সংস্থাগুলি শান্তি ফেরাতে লাগাতার কাজ করে চলেছে ৷ সেই সঙ্গে সাধারণ মানুষকে গুজব ও ভুয়ো খবরে গুরুত্ব না-দেওয়ার পরামর্শ দিয়েছেন পুলিশের ওই উচ্চপদস্থ আধিকারিক ৷

জামশেদপুর (ঝাড়খণ্ড), 10 এপ্রিল: ঝাড়খণ্ডের জামশেদপুরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করল প্রশাসন ৷ দুই গোষ্ঠীর মধ্যে হওয়া অশান্তি এবং পাথর ছোড়ার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে জামশেদপুর ৷ আর তারপরই প্রশাসনের তরফে হিংসাত্মক খবর ও পোস্টের আদান-প্রদান বন্ধ করতে ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে ৷ রবিবার সকাল থেকে হঠাৎই শিল্পনগরী জামশেদপুরে অশান্তির আবহ তৈরি হয় ৷

রবিবার দু’পক্ষের মধ্যে পাথর ছোড়া ও অগ্নি সংযোগের মতো ঘটনা ঘটে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হেমন্ত সোরেনের সরকার পুলিশ নামায় ৷ মূলত, জামশেদপুরের কদম পুলিশ স্টেশন এলাকায় অশান্তি শুরু হয় ৷ সেখানে একাধিক সম্পত্তি নষ্ট করে অশান্তিতে জড়িয়ে পড়া লোকজন ৷ নিরাপত্তাবাহিনী মোতায়েন করার পাশাপাশি, জামশেদপুরে 144 ধারা জারিও করে প্রশাসন ৷ জানা গিয়েছে, সেখানে সকাল থেকে বাহিনীর রুটমার্চ চলছে ৷ পরিস্থিতির উপর নজর রেখে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ৷ পরবর্তী নির্দেশ আসা না-পর্যন্ত, তা বজায় থাকবে ৷

সরকারের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, বিশাল সংখ্যায় ব়্যাপিড অ্যাকশন ফোর্সকে জামশেদপুর শহরে নামানো হয়েছে ৷ আর জামশেদপুরের এসএসপি প্রভাত কুমার জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ৷ আর যাঁরা জমায়েত করছেন, তাঁদের বাড়ি ফিরিয়ে দেওয়া হচ্ছে ৷ পুলিশের পাশাপাশি, ব়্যাফ মোতায়েন করা হয়েছে এলাকায় ৷ এমনকী কয়েকজনকে আটক করা হয়েছেও বলে জানিয়েছেন জামশেদপুরের পুলিশ সুপার ৷

আরও পড়ুন: দফায় দফায় সংঘর্ষ, বিহারশরিফে গ্রেফতার 77

জামশেদপুরে শান্তি ব্যবস্থা ফিরিয়ে আনতে বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি কমিশনার (পূর্ব সিংভূম) বিজয় যাদব ৷ পরিস্থিতি বিবেচনা করে শান্তি কমিটির মাধ্য়মে মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করছে প্রশাসন ৷ পাশাপাশি, সরকারের অন্য দফতর এবং সংস্থাগুলি শান্তি ফেরাতে লাগাতার কাজ করে চলেছে ৷ সেই সঙ্গে সাধারণ মানুষকে গুজব ও ভুয়ো খবরে গুরুত্ব না-দেওয়ার পরামর্শ দিয়েছেন পুলিশের ওই উচ্চপদস্থ আধিকারিক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.