ETV Bharat / bharat

কাশ্মীরে মোবাইল ইন্টারনেট পরিষেবায় নিষেধাজ্ঞা - Jammu & Kashmir

কাশ্মীরে বন্ধ ইন্টারনেট৷ সাধারণতন্ত্র দিবস নির্বিঘ্নে পালনের জন্যই এই সিদ্ধান্ত বলে প্রশাসন জানিয়েছে৷ এর আগে জম্মু ও কাশ্মীরের একাধিক জেলায় হাই স্পিড মোবাইল ডেটায় নিষেধাজ্ঞা জারি করে জম্মু ও কাশ্মীর প্রশাসন৷ এই নিষেধাজ্ঞা 6 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে৷

কাশ্মীরে মোবাইল ইন্টারনেট পরিষেবায় নিষেধাজ্ঞা
কাশ্মীরে মোবাইল ইন্টারনেট পরিষেবায় নিষেধাজ্ঞা
author img

By

Published : Jan 26, 2021, 1:41 PM IST

শ্রীনগর, 26 জানুয়ারি : নির্বিঘ্নে সাধারণতন্ত্র দিবস পালন করার জন্য মঙ্গলবার কাশ্মীরে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়৷ শুধুমাত্র মোবাইলের জন্যই এই বিধিনিষেধ আরোপ করা হয় বলে সরকারি তরফে জানানো হয়েছে৷ তবে ফোন করার ক্ষেত্রে কোনও বিধিনিষেধ আরোপ করা হয়নি৷

এর আগে জম্মু ও কাশ্মীর প্রশাসেনর তরফে এই কেন্দ্রশাসিত অঞ্চলে হাই স্পিড মোবাইল ডেটা বন্ধ করার নির্দেশিকা জারি করা হয়েছিল৷ এই নির্দেশিকা ফেব্রুয়ারির 6 তারিখ পর্যন্ত বলবৎ থাকবে৷ যদিও এই নির্দেশিকা থেকে ছাড় দেওয়া হয়েছে গান্ধেরবাল ও উধমপুরকে৷

প্রশাসনের তরফে জানানো হয়েছিল যে হাই স্পিড মোবাইল ডেটা পরিষেবা শুধু গান্ধেরবাল ও উধমপুরে চালু থাকবে৷ অন্য জেলাগুলিতে 2জি পরিষেবা পাওয়া যাবে৷ জম্মু ও কাশ্মীরের স্বরাষ্ট্র দপ্তরের তরফে জানানো হয়েছিল যে দেশবিরোধী কার্যকলাপ হতে পারে এমন আশঙ্কা করেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে৷ তবে ব্রডব্যান্ডের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে৷

আরও পড়ুন : এবার পদ্ম পুরস্কার পাচ্ছেন 119 জন, তালিকায় শিনজ়ো আবে-বালা সুব্রমনিয়ম

প্রশাসন সূত্রে খবর, ইন্টারনেটের মাধ্যমে উপত্যকার যুব সমাজকে বিপথে চালিত করার চেষ্টা করছে জঙ্গি সংগঠনগুলি৷ তাদের মধ্যে ভারত সম্বন্ধে বিদ্বেষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে৷ সেই কারণেই জম্মু ও কাশ্মীরে ইন্টারনেটের উপর বিধিনিষেধ জারি করা হচ্ছে৷

শ্রীনগর, 26 জানুয়ারি : নির্বিঘ্নে সাধারণতন্ত্র দিবস পালন করার জন্য মঙ্গলবার কাশ্মীরে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়৷ শুধুমাত্র মোবাইলের জন্যই এই বিধিনিষেধ আরোপ করা হয় বলে সরকারি তরফে জানানো হয়েছে৷ তবে ফোন করার ক্ষেত্রে কোনও বিধিনিষেধ আরোপ করা হয়নি৷

এর আগে জম্মু ও কাশ্মীর প্রশাসেনর তরফে এই কেন্দ্রশাসিত অঞ্চলে হাই স্পিড মোবাইল ডেটা বন্ধ করার নির্দেশিকা জারি করা হয়েছিল৷ এই নির্দেশিকা ফেব্রুয়ারির 6 তারিখ পর্যন্ত বলবৎ থাকবে৷ যদিও এই নির্দেশিকা থেকে ছাড় দেওয়া হয়েছে গান্ধেরবাল ও উধমপুরকে৷

প্রশাসনের তরফে জানানো হয়েছিল যে হাই স্পিড মোবাইল ডেটা পরিষেবা শুধু গান্ধেরবাল ও উধমপুরে চালু থাকবে৷ অন্য জেলাগুলিতে 2জি পরিষেবা পাওয়া যাবে৷ জম্মু ও কাশ্মীরের স্বরাষ্ট্র দপ্তরের তরফে জানানো হয়েছিল যে দেশবিরোধী কার্যকলাপ হতে পারে এমন আশঙ্কা করেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে৷ তবে ব্রডব্যান্ডের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে৷

আরও পড়ুন : এবার পদ্ম পুরস্কার পাচ্ছেন 119 জন, তালিকায় শিনজ়ো আবে-বালা সুব্রমনিয়ম

প্রশাসন সূত্রে খবর, ইন্টারনেটের মাধ্যমে উপত্যকার যুব সমাজকে বিপথে চালিত করার চেষ্টা করছে জঙ্গি সংগঠনগুলি৷ তাদের মধ্যে ভারত সম্বন্ধে বিদ্বেষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে৷ সেই কারণেই জম্মু ও কাশ্মীরে ইন্টারনেটের উপর বিধিনিষেধ জারি করা হচ্ছে৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.