দিল্লি ও কলকাতা, 8 মার্চ : টুইট করে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছাবার্তা দিলেন রাষ্ট্রপতি ৷ শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর টুইটারে নারীদের শুভেচ্ছা জানিয়েছেন ৷
নারী ও পুরুষের বৈষম্য দূর করার প্রসঙ্গ তুলে রাষ্ট্রপতি টুইটারে লেখেন, "আন্তর্জাতিক নারী দিবসে দেশের নারীদের শুভেচ্ছা ৷ আমাদের দেশের নারীরা বিভিন্ন ক্ষেত্রে সফল ও নতুন দৃষ্টান্ত স্থাপন করছে ৷ আসুন আমরা নারী ও পুরুষের মধ্যে বৈষম্য দূর করার বিষয়ে সংল্পবদ্ধ হই ৷ "
-
On the occasion of International Women's Day, greetings and best wishes to all fellow citizens. Women in our country are setting new records and achievements in various fields. Let us collectively resolve to promote gender justice and eliminate inequality between women and men.
— President of India (@rashtrapatibhvn) March 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">On the occasion of International Women's Day, greetings and best wishes to all fellow citizens. Women in our country are setting new records and achievements in various fields. Let us collectively resolve to promote gender justice and eliminate inequality between women and men.
— President of India (@rashtrapatibhvn) March 8, 2021On the occasion of International Women's Day, greetings and best wishes to all fellow citizens. Women in our country are setting new records and achievements in various fields. Let us collectively resolve to promote gender justice and eliminate inequality between women and men.
— President of India (@rashtrapatibhvn) March 8, 2021
অন্যদিকে, প্রধানমন্ত্রী টুইটারে লেখেন, " আন্তর্জাতিক নারীদিবসে অদম্য নারীশক্তিকে কুর্নিশ ৷ নানা ক্ষেত্রে নারীদের কৃতিত্বের জন্য গোটা দেশ গর্বিত ৷ বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের ক্ষমতায়ন আরও সম্প্রসারিত করতে কাজের সুযোগ করে দেওয়া আমাদের সরকারের কাছে সম্মানের বিষয় । "
-
Saluting our indomitable #NariShakti on International Women's Day! India takes pride in the many accomplishments of the women of our nation. It is our Government’s honour to be getting the opportunity to work towards furthering women empowerment across a wide range of sectors.
— Narendra Modi (@narendramodi) March 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Saluting our indomitable #NariShakti on International Women's Day! India takes pride in the many accomplishments of the women of our nation. It is our Government’s honour to be getting the opportunity to work towards furthering women empowerment across a wide range of sectors.
— Narendra Modi (@narendramodi) March 8, 2021Saluting our indomitable #NariShakti on International Women's Day! India takes pride in the many accomplishments of the women of our nation. It is our Government’s honour to be getting the opportunity to work towards furthering women empowerment across a wide range of sectors.
— Narendra Modi (@narendramodi) March 8, 2021
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর নারীশক্তিকে প্রাধান্য দিয়েছেন ৷ রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মহিলাদের সঙ্গে নিয়ে গতকাল শিলিগুড়িতে পদযাত্রা করেন তিনি ৷ এদিকে আজ, তৃণমূল মহিলা কংগ্রেসের নেতৃত্বে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে হাঁটবেন তৃণমূল সুপ্রিমো । এই মিছিলেও রাজ্যের বিভিন্ন স্তরের মহিলারা স্বতঃস্ফূর্তভাবে যোগ দেবেন বলে জানা গিয়েছে ।
তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে নারী দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ৷ টুইটারে লেখেন, "আন্তর্জাতিক নারী দিবসে আমি বিশ্বের সব নারীকে অভিনন্দন জানাতে চাই । আমার বোনদের (এবং ভাইদেরও) শুভেচ্ছা । রাজ্যসরকার মহিলাদের কল্যাণ ও ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ ৷ "
-
On #IWD2021 I want to congratulate all the women around the world. Best wishes to my sisters (and brothers too). GoWB is committed to the welfare and empowerment of women 1/3
— Mamata Banerjee (@MamataOfficial) March 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">On #IWD2021 I want to congratulate all the women around the world. Best wishes to my sisters (and brothers too). GoWB is committed to the welfare and empowerment of women 1/3
— Mamata Banerjee (@MamataOfficial) March 8, 2021On #IWD2021 I want to congratulate all the women around the world. Best wishes to my sisters (and brothers too). GoWB is committed to the welfare and empowerment of women 1/3
— Mamata Banerjee (@MamataOfficial) March 8, 2021
আরও পড়ুন, জ্বালানির মূল্যবৃদ্ধিতে উত্তাল রাজ্যসভা, দফায় দফায় মুলতবি অধিবেশন
স্বাস্থ্যসাথী প্রকল্পেও যে মেয়েদের প্রাধান্য দেওয়া হয়েছে বাংলায় সেই বিষয়টি আজ তুলে ধরেন মমতা ৷ টুইটে জানান, বাংলায় স্বাস্থ্যসাথী প্রকল্পে স্বাস্থ্যসাথী কার্ড পরিবারে সবথেকে বড় মহিলা সদস্যের নামে দেওয়া হয় । এছাড়াও, 2011 সাল থেকে, 6.7 লাখের বেশি এসএইচজি গঠন করা হয়েছে বাংলায়, যা 90 লাখ নারীর ক্ষমতায়ন করেছে ৷
-
In #Bengal, Swasthya Sathi cards are issued in the name of the eldest woman family member as Head of family. Also, since 2011, more than 6.7 lakh SHGs have been formed in WB, empowering 90 lakh women #IWD2021 2/3
— Mamata Banerjee (@MamataOfficial) March 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">In #Bengal, Swasthya Sathi cards are issued in the name of the eldest woman family member as Head of family. Also, since 2011, more than 6.7 lakh SHGs have been formed in WB, empowering 90 lakh women #IWD2021 2/3
— Mamata Banerjee (@MamataOfficial) March 8, 2021In #Bengal, Swasthya Sathi cards are issued in the name of the eldest woman family member as Head of family. Also, since 2011, more than 6.7 lakh SHGs have been formed in WB, empowering 90 lakh women #IWD2021 2/3
— Mamata Banerjee (@MamataOfficial) March 8, 2021
অন্যদিকে, নারীদের অবস্থানের প্রসঙ্গে কেন্দ্রকে আক্রমণ করতে ছাড়লেন না মমতা ৷ আরও একটি টুইটে লেখেন, "সংসদে এখনও পর্যন্ত মহিলা সংরক্ষিত বিল আনতে পারেনি কেন্দ্র ৷ সেখানে লোকসভায় তৃণমূলের 41 শতাংশ সাংসদ মহিলা ও 31 শতাংশ রয়েছে রাজ্যসভায় ৷"
-
While the Centre has not yet brought the Women’s Reservation Bill in #Parliament, I am proud that @AITCofficial has 41% women MPs in Lok Sabha and 31% in Rajya Sabha. We have also reserved 50% seats in local bodies for women candidates #IWD2021 3/3
— Mamata Banerjee (@MamataOfficial) March 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">While the Centre has not yet brought the Women’s Reservation Bill in #Parliament, I am proud that @AITCofficial has 41% women MPs in Lok Sabha and 31% in Rajya Sabha. We have also reserved 50% seats in local bodies for women candidates #IWD2021 3/3
— Mamata Banerjee (@MamataOfficial) March 8, 2021While the Centre has not yet brought the Women’s Reservation Bill in #Parliament, I am proud that @AITCofficial has 41% women MPs in Lok Sabha and 31% in Rajya Sabha. We have also reserved 50% seats in local bodies for women candidates #IWD2021 3/3
— Mamata Banerjee (@MamataOfficial) March 8, 2021