ETV Bharat / bharat

Student Died by Suicide: হায়দরাবাদে ক্লাসরুমে আত্মঘাতী কলেজ পড়ুয়া - corporate junior college

ক্লাসরুমে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ছাত্রের (College student died by suicide in classroom) ৷ কলেজ কর্তৃপক্ষকে মৃত্যুর জন্য দায়ী করছে পরিবার ৷

Student Died by Suicide ETV Bharat
আত্মহত্যা
author img

By

Published : Mar 1, 2023, 3:27 PM IST

হায়দরাবাদ (তেলেঙ্গানা), 1 মার্চ: হায়দরাবাদে একটি বেসরকারি জুনিয়র কলেজে 16 বছর বয়সি ছাত্রের আত্মহত্যা ৷ ঘটনায় কাঠগড়ায় কলেজ কর্তৃপক্ষ ৷ ক্লাস ঘরে কেউ না-থাকার সুযোগে সিলিং ফ্যানে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় ওই ছাত্র বলে অভিযোগ। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি । পূর্ণাঙ্গ তদন্তের পরই বিস্তারিত জানা যাবে । তবে তার বাবা-মা অভিযোগ করেছেন, তাদের ছেলের মৃত্যু হয়েছে কলেজ কর্তৃপক্ষের নির্যাতনের কারণে। ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে ৷ নরসিঙ্গি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, গভীর রাত পর্যন্ত ছাত্রাবাসে না-আসায় সহপাঠীরা খোঁজাখুঁজি শুরু করে ছাত্রটিকে ৷ এরপরই ছেলেটির মৃত্যুর কথা জানা যায় । ছাত্রটিকে ক্লাসরুমে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় । সহকর্মীরা তার দেহ নামিয়ে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায় (Junior inter Student died by suicide in classroom)। কিন্তু শেষরক্ষা হয়নি ৷ চিকিৎসকরা ওই পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করেন । ছেলেটির বাবা-মা কলেজ কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ করেছেন। শোকের ছায়া নেমে এসেছে পরিবারে ৷

এই মৃত্যুর ঘটনা কর্পোরেট কলেজগুলির দায়বদ্ধতা নিয়ে আরও একবার প্রশ্ন তুলে দিয়েছে। পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে ৷ মাত্র পনেরো দিন আগে হায়দরাবাদের উপ্পল এলাকার কাছে পীরজাদিগুড়ায় অবস্থিত একটি বেসরকারি জুনিয়র আবাসিক কলেজে এক ছাত্রী আত্মহত্যা করে । তাঁকে হস্টেলের ঘরের জানালা দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় । এরপরে এদিন ফের একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ যুব ও ছাত্র সংগঠনগুলির তরফে অভিযোগ, শিক্ষকদের পক্ষ থেকে ছাত্রদেরকে মানসিক চাপ দেওয়া হচ্ছে ৷ সে কারণেই আত্মহত্যা বেশি হচ্ছে । বিশেষ করে, গ্রাম থেকে আগত শিক্ষার্থীদের উপর বেশি চাপ দেওয়া হচ্ছে ৷ কারণ, তাদের অভিভাবকরা সন্তানদের ভালো ভবিষ্যতের প্রত্যাশায় প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করছেন।

আরও পড়ুন: বিটেক ছাত্রীর ঝুলন্ত দেহ, পুরনো প্রেমিককে দুষছে পরিবার

হায়দরাবাদ (তেলেঙ্গানা), 1 মার্চ: হায়দরাবাদে একটি বেসরকারি জুনিয়র কলেজে 16 বছর বয়সি ছাত্রের আত্মহত্যা ৷ ঘটনায় কাঠগড়ায় কলেজ কর্তৃপক্ষ ৷ ক্লাস ঘরে কেউ না-থাকার সুযোগে সিলিং ফ্যানে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় ওই ছাত্র বলে অভিযোগ। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি । পূর্ণাঙ্গ তদন্তের পরই বিস্তারিত জানা যাবে । তবে তার বাবা-মা অভিযোগ করেছেন, তাদের ছেলের মৃত্যু হয়েছে কলেজ কর্তৃপক্ষের নির্যাতনের কারণে। ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে ৷ নরসিঙ্গি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, গভীর রাত পর্যন্ত ছাত্রাবাসে না-আসায় সহপাঠীরা খোঁজাখুঁজি শুরু করে ছাত্রটিকে ৷ এরপরই ছেলেটির মৃত্যুর কথা জানা যায় । ছাত্রটিকে ক্লাসরুমে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় । সহকর্মীরা তার দেহ নামিয়ে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায় (Junior inter Student died by suicide in classroom)। কিন্তু শেষরক্ষা হয়নি ৷ চিকিৎসকরা ওই পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করেন । ছেলেটির বাবা-মা কলেজ কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ করেছেন। শোকের ছায়া নেমে এসেছে পরিবারে ৷

এই মৃত্যুর ঘটনা কর্পোরেট কলেজগুলির দায়বদ্ধতা নিয়ে আরও একবার প্রশ্ন তুলে দিয়েছে। পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে ৷ মাত্র পনেরো দিন আগে হায়দরাবাদের উপ্পল এলাকার কাছে পীরজাদিগুড়ায় অবস্থিত একটি বেসরকারি জুনিয়র আবাসিক কলেজে এক ছাত্রী আত্মহত্যা করে । তাঁকে হস্টেলের ঘরের জানালা দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় । এরপরে এদিন ফের একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ যুব ও ছাত্র সংগঠনগুলির তরফে অভিযোগ, শিক্ষকদের পক্ষ থেকে ছাত্রদেরকে মানসিক চাপ দেওয়া হচ্ছে ৷ সে কারণেই আত্মহত্যা বেশি হচ্ছে । বিশেষ করে, গ্রাম থেকে আগত শিক্ষার্থীদের উপর বেশি চাপ দেওয়া হচ্ছে ৷ কারণ, তাদের অভিভাবকরা সন্তানদের ভালো ভবিষ্যতের প্রত্যাশায় প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করছেন।

আরও পড়ুন: বিটেক ছাত্রীর ঝুলন্ত দেহ, পুরনো প্রেমিককে দুষছে পরিবার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.