ETV Bharat / bharat

সংসদ হামলায় গ্রেফতার মনোরঞ্জনের বন্ধু! অমল-নীলম-সাগর-ললিতদের একসঙ্গে মুখোমুখি জেরা - Parliament security breach Arrest

Parliament security breach case: সংসদ হামলায় অভিযুক্ত মনোরঞ্জন ডি-র বন্ধুকে গ্রেফতার করল দিল্লি পুলিশ ৷ এদিকে গ্রেফতার হওয়া 6 জনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে বলে জানা গিয়েছে ৷

ETV Bharat
সংসদ হামলা
author img

By ANI

Published : Dec 21, 2023, 11:46 AM IST

নয়াদিল্লি, 21 ডিসেম্বর: সংসদে নিরাপত্তা ভঙ্গের ঘটনায় ফের গ্রেফতার ৷ বৃহস্পতিবার জানা গিয়েছে, কর্ণাটক থেকে এক আইটি কর্মীকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ ৷ তিনি ধৃত মনোরঞ্জন ডি-র পরিচিত ৷ ওই যুবকের নাম সাইকৃষ্ণ জাগালি ৷ তিনি ডেপুটি এসপি-র ছেলে ৷ বুধবার রাতে তাঁকে বাগালকোটে বিদ্যাগিরির বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করেছে ৷ এদিকে দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, সংসদ হামলার ঘটনায় গ্রেফতার 6 জনকে একসঙ্গে জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ ৷ 13 ডিসেম্বরের ঘটনার পুনর্নির্মাণ করতে পারে দিল্লি পুলিশের স্পেশাল সেলের কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিট বা সিআইইউ ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জাগালি একটি বহুজাতিক কোম্পানিতে কর্মরত ৷ মাইসোরের বাসিন্দা সাইকৃষ্ণ মনোরঞ্জন ডি-র বন্ধু ৷ কলেজে পড়াকালীন তিনি মনোরঞ্জনের রুমমেট ছিলেন বলে জানা গিয়েছে ৷ জাগালির বোন স্পন্দা বলেন, "দিল্লি পুলিশ এসেছিল ৷ তারা আমার দাদাকে জিজ্ঞাসাবাদ করছে ৷ আমরা তাদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করেছি ৷" তবে তিনি আত্মবিশ্বাসী জাগালি কোনও অন্যায় করতে পারেন না ৷

13 ডিসেম্বর শীতকালীন অধিবেশন লোকসভার দর্শকাসন থেকে নীচে লাফিয়ে পড়ে দুই যুবক- মনোরঞ্জন ডি এবং সাগর শর্মা ৷ একই সময়ে সংসদের বাইরে স্লোগান দিচ্ছিল নীলম আর অমল ৷ এদিনই তাদের সবাইকে গ্রেফতার করে দিল্লি পুলিশের বিশেষ সেল ৷ এরপর মূল অভিযুক্ত ললিত ঝা নিজেই কর্তব্যপথ থানায় এসে আত্মসমর্পণ করে ৷ অভিযুক্তদের বিরুদ্ধে দিল্লি পুলিশ কঠোর ইউএপিএ ধারায় মামলায় দায়ের করেছে ৷ পরে মহেশ কুমাওয়াতকে গ্রেফতার করে পুলিশ ৷ পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত সবাইকে আলাদা আলাদা জায়গায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল ৷

বুধবার 6 জনকে কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিট বা সিআইইউ-এর হাতে তুলে দেওয়া হয়েছে ৷ সিআইইউ তাদের সবাইকে একসঙ্গে জিজ্ঞাসাবাদ করবে ৷ 13 ডিসেম্বর সংসদ হামলার পুনর্নির্মাণও করবে বলে জানা গিয়েছে ৷ এর মধ্যে মনোরঞ্জন, অমল, সাগর ও নীলমের 7দিনের হাজতবাসের সময় বৃহস্পতিবারই শেষ হচ্ছে ৷

আরও পড়ুন:

  1. 'দু'বছর ধরে পরিকল্পনা ছিল', সংসদ হামলায় ষষ্ঠ অভিযুক্তকে আদালতে পেশ করে দাবি করল পুলিশ
  2. শহিদ ভগৎ সিংয়ের আদর্শে অনুপ্রাণিত সাগর-মনোরঞ্জন! সেন্ট্রাল অ্যাসেম্বলি হামলার অনুকরণ লোকসভায়
  3. কলকাতায় ললিত ঝায়ের ভাড়া বাড়িতে অভিযান দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের 3 আধিকারিকের, খোঁজ নীলাক্ষরও

নয়াদিল্লি, 21 ডিসেম্বর: সংসদে নিরাপত্তা ভঙ্গের ঘটনায় ফের গ্রেফতার ৷ বৃহস্পতিবার জানা গিয়েছে, কর্ণাটক থেকে এক আইটি কর্মীকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ ৷ তিনি ধৃত মনোরঞ্জন ডি-র পরিচিত ৷ ওই যুবকের নাম সাইকৃষ্ণ জাগালি ৷ তিনি ডেপুটি এসপি-র ছেলে ৷ বুধবার রাতে তাঁকে বাগালকোটে বিদ্যাগিরির বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করেছে ৷ এদিকে দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, সংসদ হামলার ঘটনায় গ্রেফতার 6 জনকে একসঙ্গে জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ ৷ 13 ডিসেম্বরের ঘটনার পুনর্নির্মাণ করতে পারে দিল্লি পুলিশের স্পেশাল সেলের কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিট বা সিআইইউ ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জাগালি একটি বহুজাতিক কোম্পানিতে কর্মরত ৷ মাইসোরের বাসিন্দা সাইকৃষ্ণ মনোরঞ্জন ডি-র বন্ধু ৷ কলেজে পড়াকালীন তিনি মনোরঞ্জনের রুমমেট ছিলেন বলে জানা গিয়েছে ৷ জাগালির বোন স্পন্দা বলেন, "দিল্লি পুলিশ এসেছিল ৷ তারা আমার দাদাকে জিজ্ঞাসাবাদ করছে ৷ আমরা তাদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করেছি ৷" তবে তিনি আত্মবিশ্বাসী জাগালি কোনও অন্যায় করতে পারেন না ৷

13 ডিসেম্বর শীতকালীন অধিবেশন লোকসভার দর্শকাসন থেকে নীচে লাফিয়ে পড়ে দুই যুবক- মনোরঞ্জন ডি এবং সাগর শর্মা ৷ একই সময়ে সংসদের বাইরে স্লোগান দিচ্ছিল নীলম আর অমল ৷ এদিনই তাদের সবাইকে গ্রেফতার করে দিল্লি পুলিশের বিশেষ সেল ৷ এরপর মূল অভিযুক্ত ললিত ঝা নিজেই কর্তব্যপথ থানায় এসে আত্মসমর্পণ করে ৷ অভিযুক্তদের বিরুদ্ধে দিল্লি পুলিশ কঠোর ইউএপিএ ধারায় মামলায় দায়ের করেছে ৷ পরে মহেশ কুমাওয়াতকে গ্রেফতার করে পুলিশ ৷ পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত সবাইকে আলাদা আলাদা জায়গায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল ৷

বুধবার 6 জনকে কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিট বা সিআইইউ-এর হাতে তুলে দেওয়া হয়েছে ৷ সিআইইউ তাদের সবাইকে একসঙ্গে জিজ্ঞাসাবাদ করবে ৷ 13 ডিসেম্বর সংসদ হামলার পুনর্নির্মাণও করবে বলে জানা গিয়েছে ৷ এর মধ্যে মনোরঞ্জন, অমল, সাগর ও নীলমের 7দিনের হাজতবাসের সময় বৃহস্পতিবারই শেষ হচ্ছে ৷

আরও পড়ুন:

  1. 'দু'বছর ধরে পরিকল্পনা ছিল', সংসদ হামলায় ষষ্ঠ অভিযুক্তকে আদালতে পেশ করে দাবি করল পুলিশ
  2. শহিদ ভগৎ সিংয়ের আদর্শে অনুপ্রাণিত সাগর-মনোরঞ্জন! সেন্ট্রাল অ্যাসেম্বলি হামলার অনুকরণ লোকসভায়
  3. কলকাতায় ললিত ঝায়ের ভাড়া বাড়িতে অভিযান দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের 3 আধিকারিকের, খোঁজ নীলাক্ষরও
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.