নয়াদিল্লি, 23 এপ্রিল: সোশাল মিডিয়ায় পরিচয় এক ব্যাক্তির সঙ্গে ৷ সেখান থেকেই বন্ধুত্ব ৷ কয়েকদিনের মধ্য়েই বন্ধুত্ব রূপ নেয় ঘনিষ্ঠ সম্পর্কে ৷ কয়েকদিন ধরেই নাবালিকাকে আপত্তিকর ছবি দেখিয়ে ও ব্ল্যাকমেইলের অভিযোগ ওই ব্যক্তির বিরুদ্ধে ৷ এমনকী অভিযুক্ত তাঁর বন্ধুদের সঙ্গেও নাবালিকাকে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য চাপ দেয় বলে অভিযোগ ৷ সম্প্রতি দিল্লির এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় ৷ রবিবার দিল্লির প্রশান্ত বিহার থানায় অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার ৷
জানা গিয়েছে, 2022 সালে 14 বছর বয়সি ওই কিশোরীর সঙ্গে দিল্লির রোহিনী সেক্টর-36 এর বাসিন্দা এক ব্যক্তির পরিচয় হয়েছিল ৷ কিছুদিনের মধ্যেই সেই সম্পর্ক বন্ধুত্বে পরিণত হয় ৷ তাদের মধ্যে ঘনিষ্ট সম্পর্ক তৈরি হয় ৷ অভিযোগ, তারপর থেকেই নাবালিকা ওই কিশোরীর সঙ্গে অন্যরকম ব্যবহার করতে শুরু করে অভিযুক্ত ৷ তাকে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য চাপ দেয় ৷ এমনকী তাদের সোশাল মিডিয়ার চ্যাট ওই কিশোরীর বাবা- মাকে জানিয়ে দেওয়া হবে বলেও ব্ল্যাকমেইল করে ৷ অভিযোগ, এরপরই ভয় পেয়ে নিযার্তিতা অভিযুক্তের ফ্ল্য়াটে গেলে, তাকে ধর্ষণ করে ওই ব্যক্তি ৷
আরও পড়ুন: মদ্যপ অবস্থায় বৃদ্ধা মা'কে ধর্ষণের অভিযোগ ছেলের বিরুদ্ধে
ইতিমধ্যে নির্যাতিতা সমস্ত বিষয়টি তার বাড়িতে জানালে পরিবারের পক্ষ থেকে প্রশান্ত বিহার থানায় পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে ৷ সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ ঘটনাটি ঠিক কী ঘটেছিল তা জানতে নির্যাতিতার সঙ্গে কথা বলছে তদন্তকারীরা ৷
প্রসঙ্গত, সোশাল মিডিয়ার বন্ধুত্ব ও ভয় দেখিয়ে ধর্ষণের ঘটনা ঘটছে ৷ সাইবার ক্রাইম বিভাগের পক্ষ থেকে বিভিন্নভাবে সচেতনতা প্রচার চলেছে ৷ তারপরেও কোনও না কোনওভাবে প্রতারকদের শিকার হচ্ছেন আমজনতা ৷ কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গে পুরুলিয়ার এক কিশোরী সোশাল মাধ্যমে এক ব্যক্তির দ্বারা ব্ল্যাকমেইলের শিকার হন ৷ অভিযুক্তকে গ্রেফতারও করেছে পুলিশ ৷