পুনে, 11 ডিসেম্বর: মহারাষ্ট্রের শীর্ষ স্থানীয় মন্ত্রী (Maharashtra minister) চন্দ্রকান্ত পাতিলকে লক্ষ্য করে কালি ছেটানোর ঘটনায় (Ink Attack on Maha Minister), তিনজন অফিসার ও সাতজন কর্মীকে বরখাস্ত করল (Cops suspended) পুনে জেলার পিম্পরি চিঞ্চওয়াড় থানার পুলিশ ৷ রবিবার একজন শীর্ষ আধিকারিক এ কথা জানিয়েছেন ।
ড. বিআর আম্বেদকর এবং সমাজ সংস্কারক মহাত্মা জ্যোতিবা ফুলে সম্পর্কে মন্ত্রী চন্দ্রকান্ত পাতিলের 'বিতর্কিত মন্তব্য'এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে শনিবার পিম্পরি শহরে তাঁর দিকে কালি ছেটানো হয় (Security lapse)৷ পিম্পরি চিঞ্চওয়াড়ের পুলিশ কমিশনার অঙ্কুশ শিন্ডে বলেছেন, "আমরা এই ঘটনার সঙ্গে জড়িত সাতজন পুলিশ কর্মী এবং তিনজন অফিসারকে সাসপেন্ড করেছি । তাঁদের সকলেই মন্ত্রীর সফরের সময় নিরাপত্তার দায়িত্বে ছিলেন ।"
শনিবার সন্ধ্যায় পাতিল যখন পিম্পরিতে একজন আধিকারিকের বাড়ি থেকে বের হচ্ছিলেন, সেই সময় তিনজন তাঁকে লক্ষ্য করে তাঁর দিকে কালি ছুড়ে মারেন । এ ঘটনায় জড়িত তিনজনকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ । তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷
ঔরঙ্গাবাদ জেলায় বিবৃতি দেওয়ার একদিন পরেই বিজেপির এই প্রবীণ নেতার উপর হামলা হয় । শুক্রবার ঔরঙ্গাবাদে একটি অনুষ্ঠানে মারাঠি ভাষায় বক্তব্য রাখার সময়, উচ্চ ও প্রযুক্তি শিক্ষামন্ত্রী পাতিল বলেন যে, আম্বেদকর এবং ফুলে শিক্ষা প্রতিষ্ঠান চালানোর জন্য সরকারি অনুদান চাননি, তাঁরা স্কুল ও কলেজ চালু করার জন্য তহবিল সংগ্রহ করার লক্ষ্যে লোকেদের থেকে "ভিক্ষা চেয়েছিলেন"। "ভিক্ষা করা" শব্দের ব্যবহারই বিতর্কের জন্ম দেয় ।
আরও পড়ুন: পটনায় কেন্দ্রীয় মন্ত্রীর গায়ে ছেটানো হল কালি
কালি ছোড়ার ঘটনার পর পাতিল রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসকে অনুরোধ করেছিলেন যে, তাঁর নিরাপত্তার ত্রুটির জন্য দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার বা কর্মীদের বিরুদ্ধে যেন ব্যবস্থা না নেওয়া হয় ৷ তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলেও দাবি করেছিলেন তিনি ।