মুম্বই (মহারাষ্ট্র), 5 সেপ্টেম্বর : অনাহিতা পান্ডোলে, একজন নামী স্ত্রীরোগ বিশেষজ্ঞ (Eminent Gynaecologist), তিনিই ছিলেন সাইরাস মিস্ত্রির (Cyrus Mistry) গাড়ির চালকের আসনে ৷ এছাড়া গাড়িতে বছর 55-র ওই মহিলার স্বামী ডারিয়াস পান্ডোলেও ছিলেন ৷ রবিবারের ওই দুর্ঘটনায় টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির মৃত্যু হয়েছে (Cyrus Mistry Car Accident) ৷ আর অনাহিতা ও তাঁর স্বামী ডারিয়াস গুরুতর জখম হন ৷
দুর্ঘটনাটি মহারাষ্ট্রের পালঘরের (Palghar) কাছে হলেও তাঁদের ভর্তি করা হয় গুজরাতের ভাপির একটি হাসপাতালে ৷ পরে সেখান থেকে তাঁদের স্থানান্তরিত করা হয় মুম্বইয়ের স্যর এইচ এন রিয়ালেন্স ফাউন্ডেশন হাসপাতালে (Sir H N Reliance Foundation Hospital) ৷ সোমবার ওই হাসপাতালের তরফে জানানো হয়েছে যে অনাহিতার অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে ৷ আর তাঁর স্বামী বছর 60-এর ডারিয়াস এখন আইসিইউতে চিকিৎসাধীন ৷
রবিবার অনাহিতা গাড়ি চালাচ্ছিলেন ৷ তাঁর পাশের আসনেই ছিলেন স্বামী ডারিয়াস ৷ পিছনের আসনে সাইরাস মিস্ত্রি ও জাহাঙ্গির পান্ডোলে নামে আরেকজন ছিলেন ৷ সাইরাস ও জাহাঙ্গিরের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৷ প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, চালকের ভুল অনুমান ও বেশি গতির কারণেই দুর্ঘটনা ঘটে ৷ পিছনের আসনে বসা দু’জন সিট বেল্ট বাঁধেননি ৷ সেই কারণেই দুর্ঘটনায় তাঁদের মৃত্যু হয় ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, রবিবার বিকেলের পর যখন সাইরাস মিস্ত্রির মৃত্যুর খবর সামনে আসে, তখন সকলেই হতচকিত হয়ে যান ৷ সাইরাস মিস্ত্রির বয়স মাত্র 54 বছর ৷ কীভাবে দুর্ঘটনায় মৃত্যু হল, তা জানতে এখনও সকলেই উদগ্রীব ৷ তাছাড়া তাঁর মৃত্যুতে শোকবার্তা দিয়েছেন সকলে ৷
সাইরাস মিস্ত্রি 2006 সালের 1 সেপ্টেম্বর টাটা সন্সের (Tata Sons) বোর্ডে যোগ দিয়েছিলেন ৷ তাঁর আগে ওই জায়গায় ছিলেন তাঁর বাবা পালোনজি মিস্ত্রি ৷ ব্যবসায়িক দুনিয়ায় তিনি পরিচিত হলেও, তিনি আম জনতার কাছে পরিচিত হন 2013 সালে, যখন তাঁকে টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয় ৷ তবে 2016 সালের 24 অক্টোবর তাঁকে সরিয়ে দেওয়া হয় ওই পদ থেকে ৷
আরও পড়ুন : দুর্ঘটনার সময় অত্যন্ত দ্রুত গতিতে সাইরাসের গাড়ি চালাচ্ছিলেন এক চিকিৎসক, দাবি পুলিশের