ETV Bharat / bharat

Influenza Subtype Virus: আবহাওয়ার বদলে বাড়ছে জ্বর-কাশি, দিল্লিতে রোগী বৃদ্ধিতে চিন্তায় চিকিৎসকরা - ICMR

জ্বর ও কাশির উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা বাড়ছে দিল্লিতে (Influenza A virus H3N2 symptoms) ৷ চিকিৎসকরা জানাচ্ছেন যে ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাসের এইচ3এন2 এর প্রভাবেই সংক্রমণ বাড়ছে বলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন ৷

Influenza Subtype Virus
Influenza Subtype Virus
author img

By

Published : Mar 2, 2023, 3:02 PM IST

নয়াদিল্লি, 2 মার্চ: জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়ছে দিল্লিতে ৷ বুধবার চিকিৎসকরা এই তথ্য দিয়েছেন ৷ তাছাড়া রোগীদের মধ্যে জ্বরের সঙ্গে টানা দু’সপ্তাহ ধরে কাশির উপসর্গও দেখা যাচ্ছে ৷ মেদান্ত হাসপাতালের চিকিৎসক সুশীলা কাটারিয়া সংবাদসংস্থা আইএএনএস-কে জানিয়েছেন যে ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাসের এইচ3এন2 (Influenza A virus H3N2) এর কারণেই এই ধরনের জ্বর ও কাশির প্রকোপ দেখা যাচ্ছে ৷

তিনি জানান, এই ক্ষেত্রে সাধারণ উপসর্গগুলির মধ্যে রয়েছে দুই-তিন দিন ধরে বেশিমাত্রায় জ্বর, শরীরে ব্যথা ও মাথাব্যথা, গলা জ্বালা ও দুই সপ্তাহ ধরে অবিরাম কাশি । ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) এর তথ্য অনুসারে এইচ3এন2 গত দুই-তিন মাস ধরে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে (Influenza Subtype Virus H3N2) ।

বর্তমানের আবহাওয়া এই ফ্লু ভাইরাসের ছড়িয়ে পড়ার কারণ বলে জানিয়েছেন এইমস (AIIMS)-এর সেন্টার ফর কমিউনিটি মেডিসিনের অধ্যাপক হর্ষল আর সালভে ৷ এইমসের ওই চিকিৎসক আরও জানিয়েছেন, এই ভাইরাস নিয়ে আরও তথ্য জোগাড়ে প্রয়োজনীয় পদক্ষেপ জরুরি ৷ হাসপাতালগুলি থেকে সরকারের উচিত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা ৷

এদিকে দিল্লির চাণক্যপুরীর এক হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ভাইরাল সংক্রমণে ওপিডিতে রোগীর সংখ্যা 90 শতাংশ বেড়েছে (Delhi flu cases rise) । স্লিপ অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের প্রধান এসকে ছাবরা এক বিবৃতিতে জানিয়েছেন যে হাসপাতালে আসা রোগীদের মধ্যে ভাইরাল জ্বর, সর্দি ও কাশি এবং ব্রঙ্কাইটিসের মতো গুরুতর ফুসফুসের অ্যালার্জি চোখে পড়ছে ।

বিশেষজ্ঞরা বলছেন যে একদিকে ঋতু পরিবর্তন ৷ অন্যদিকে দিল্লির দূষণ ৷ সবমিলিয়ে রোগীদের মধ্যে মারাত্মক প্রভাব পড়ছে ৷ তাই শ্বাসকষ্টের সমস্যা সবচেয়ে বেশি প্রকট হচ্ছে রোগীদের মধ্যে ৷ ফুসফুসে সংক্রমণের ঘটনাও ঘটছে ৷ চিকিৎসকরা জানিয়েছেন, বৃদ্ধ, শিশু ও গর্ভবতী নারীদের আক্রান্ত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি ৷ তাই তাঁদের বাইরে যাওয়ার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে ৷ হাঁপানির মতো দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত রোগীদের আবহাওয়া পরিবর্তনের সময় আরও সতর্ক থাকতে হবে ৷ কারণ এর জেরে শ্বাসকষ্ট বৃদ্ধি হতে পারে ৷ তাই কোনও ঝুঁকি না নিয়ে চিকিৎসকদের পরামর্শ নেওয়ার উপরই জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা ৷

আরও পড়ুন: যে সব কারণে জ্বর-সর্দি দ্রুত সারে না, জেনে নিন

নয়াদিল্লি, 2 মার্চ: জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়ছে দিল্লিতে ৷ বুধবার চিকিৎসকরা এই তথ্য দিয়েছেন ৷ তাছাড়া রোগীদের মধ্যে জ্বরের সঙ্গে টানা দু’সপ্তাহ ধরে কাশির উপসর্গও দেখা যাচ্ছে ৷ মেদান্ত হাসপাতালের চিকিৎসক সুশীলা কাটারিয়া সংবাদসংস্থা আইএএনএস-কে জানিয়েছেন যে ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাসের এইচ3এন2 (Influenza A virus H3N2) এর কারণেই এই ধরনের জ্বর ও কাশির প্রকোপ দেখা যাচ্ছে ৷

তিনি জানান, এই ক্ষেত্রে সাধারণ উপসর্গগুলির মধ্যে রয়েছে দুই-তিন দিন ধরে বেশিমাত্রায় জ্বর, শরীরে ব্যথা ও মাথাব্যথা, গলা জ্বালা ও দুই সপ্তাহ ধরে অবিরাম কাশি । ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) এর তথ্য অনুসারে এইচ3এন2 গত দুই-তিন মাস ধরে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে (Influenza Subtype Virus H3N2) ।

বর্তমানের আবহাওয়া এই ফ্লু ভাইরাসের ছড়িয়ে পড়ার কারণ বলে জানিয়েছেন এইমস (AIIMS)-এর সেন্টার ফর কমিউনিটি মেডিসিনের অধ্যাপক হর্ষল আর সালভে ৷ এইমসের ওই চিকিৎসক আরও জানিয়েছেন, এই ভাইরাস নিয়ে আরও তথ্য জোগাড়ে প্রয়োজনীয় পদক্ষেপ জরুরি ৷ হাসপাতালগুলি থেকে সরকারের উচিত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা ৷

এদিকে দিল্লির চাণক্যপুরীর এক হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ভাইরাল সংক্রমণে ওপিডিতে রোগীর সংখ্যা 90 শতাংশ বেড়েছে (Delhi flu cases rise) । স্লিপ অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের প্রধান এসকে ছাবরা এক বিবৃতিতে জানিয়েছেন যে হাসপাতালে আসা রোগীদের মধ্যে ভাইরাল জ্বর, সর্দি ও কাশি এবং ব্রঙ্কাইটিসের মতো গুরুতর ফুসফুসের অ্যালার্জি চোখে পড়ছে ।

বিশেষজ্ঞরা বলছেন যে একদিকে ঋতু পরিবর্তন ৷ অন্যদিকে দিল্লির দূষণ ৷ সবমিলিয়ে রোগীদের মধ্যে মারাত্মক প্রভাব পড়ছে ৷ তাই শ্বাসকষ্টের সমস্যা সবচেয়ে বেশি প্রকট হচ্ছে রোগীদের মধ্যে ৷ ফুসফুসে সংক্রমণের ঘটনাও ঘটছে ৷ চিকিৎসকরা জানিয়েছেন, বৃদ্ধ, শিশু ও গর্ভবতী নারীদের আক্রান্ত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি ৷ তাই তাঁদের বাইরে যাওয়ার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে ৷ হাঁপানির মতো দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত রোগীদের আবহাওয়া পরিবর্তনের সময় আরও সতর্ক থাকতে হবে ৷ কারণ এর জেরে শ্বাসকষ্ট বৃদ্ধি হতে পারে ৷ তাই কোনও ঝুঁকি না নিয়ে চিকিৎসকদের পরামর্শ নেওয়ার উপরই জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা ৷

আরও পড়ুন: যে সব কারণে জ্বর-সর্দি দ্রুত সারে না, জেনে নিন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.