ETV Bharat / bharat

Infiltrator Attempt in Kupwara: কুপওয়ারায় যৌথ নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম এক অনুপ্রবেশকারী - শ্রীনগর

পাকিস্তান থেকে ভারতে আন্তর্জাতিক সীমান্তের মধ্যে দিয়ে মাদক পাচারের চেষ্টা চলছে ৷ অনুপ্রবেশের চেষ্টা চলছে ৷ বুধবার রাতে নিরাপত্তাবাহিনীর গুলিতে মারা গেল এক অনুপ্রবেশকারী (Infiltrator killed in north Kashmirs Kupwara) ৷

Jammu and Kashmir
কুপওয়ারা
author img

By

Published : Feb 16, 2023, 4:27 PM IST

কুপওয়ারা, 16 ফেব্রুয়ারি: নিরাপত্তাবাহিনীর গুলিতে মৃত্যু হল এক অনুপ্রবেশকারীর ৷ বুধবার রাতে ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলায় ৷ বৃহস্পতিবার পুলিশের এক মুখপাত্র এই ঘটনার কথা জানান ৷ তিনি আরও জানিয়েছেন, পুলিশ গোপন সূত্রে খবর পেয়েছিল ৷ আগের রাতে পাওয়া খবর অনুযায়ী কুপওয়ারা পুলিশ, সেনা জওয়ান এবং পুলিশ সৈয়দপোরায় একটি অনুপ্রবেশকারীর দলকে ভারতে ঢুকতে বাধা দেওয়া হয় ৷ শ্রীনগরের প্রতিরক্ষা দফতরের পিআরও জানিয়েছেন, ভারতীয় সেনাবাহিনী 15/16 ফেব্রুয়ারির রাতে তাংগধর সেক্টরে অনুপ্রবেশের চেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়ায় ৷ পাকিস্তান কাশ্মীর উপত্যকায় শান্তি ও স্থিতাবস্থা নষ্ট করার চেষ্টা চালাচ্ছিল ৷ তা প্রতিরোধ করেছে ভারতের সেনারা ৷

ফলস্বরূপ যৌথ নিরাপত্তাবাহিনীকে গুলি চালাতে হয় ৷ তাতে একজন অনুপ্রবেশকারী মারা গিয়েছেন ৷ মুখপাত্র জানান, ওই এলাকায় তল্লাশি অভিযান চলছে ৷ এই ঘটনার তিনদিন আগে জম্মু ও কাশ্মীর পুলিশ চার জন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে ৷ তাদের কাছ থেকে 1.17 কেজি মাদক পাওয়া গিয়েছে, যা দেখতে অনেকটা ব্রাউন সুগারের মতো ৷ এর পাশাপাশি নগদ 25 লক্ষ 39 হাজার টাকা উদ্ধার হয় তাদের কাছ থেকে ৷ এই ঘটনাটি উরির কামালকোট এলাকার ৷ সেটি জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার কাছেই অবস্থিত ৷ ওই চারজন অভিযুক্তের নাম নাসির আহমেদ ভাট্টি, রেয়াজ আহমদ খান্দায়, ফয়াজ আহমদ খান্দায় এবং মহম্মদ পাজির ৷ এরা সকলেই কামালকোটের বাসিন্দা ৷ অভিযুক্তদের উরির পথে কামালকোট চেকপয়েন্ট থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক ৷

আরও পড়ুন: জম্মু নরওয়ালে জোড়া বিস্ফোরণে আহত বেশ কয়েকজন

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পাকিস্তানের বেশ কয়েকজন হ্যান্ডলার জম্মু ও কাশ্মীরে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের মধ্যে দিয়ে ভারতে মাদক পাচারের জোর চেষ্টা চালাচ্ছে ৷ এর পিছনে সুপরিকল্পিত ছক রয়েছে ৷ এই সপ্তাহের প্রথম দিকে শ্রীনগর থেকে লস্কর-ই-তইবার (এলইটি) (lashkar-e-taiba terrorist) সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তিন জঙ্গিকে গ্রেফতার করা হয় ৷ তাদের কাছ থেকে 31 লক্ষ 65 হাজার 200 টাকা, একটি মোবাইল ফোন এবং মোট এলইটি লেটার প্যাডের 8টি পৃষ্ঠা উদ্ধার করা হয়েছে ৷

কুপওয়ারা, 16 ফেব্রুয়ারি: নিরাপত্তাবাহিনীর গুলিতে মৃত্যু হল এক অনুপ্রবেশকারীর ৷ বুধবার রাতে ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলায় ৷ বৃহস্পতিবার পুলিশের এক মুখপাত্র এই ঘটনার কথা জানান ৷ তিনি আরও জানিয়েছেন, পুলিশ গোপন সূত্রে খবর পেয়েছিল ৷ আগের রাতে পাওয়া খবর অনুযায়ী কুপওয়ারা পুলিশ, সেনা জওয়ান এবং পুলিশ সৈয়দপোরায় একটি অনুপ্রবেশকারীর দলকে ভারতে ঢুকতে বাধা দেওয়া হয় ৷ শ্রীনগরের প্রতিরক্ষা দফতরের পিআরও জানিয়েছেন, ভারতীয় সেনাবাহিনী 15/16 ফেব্রুয়ারির রাতে তাংগধর সেক্টরে অনুপ্রবেশের চেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়ায় ৷ পাকিস্তান কাশ্মীর উপত্যকায় শান্তি ও স্থিতাবস্থা নষ্ট করার চেষ্টা চালাচ্ছিল ৷ তা প্রতিরোধ করেছে ভারতের সেনারা ৷

ফলস্বরূপ যৌথ নিরাপত্তাবাহিনীকে গুলি চালাতে হয় ৷ তাতে একজন অনুপ্রবেশকারী মারা গিয়েছেন ৷ মুখপাত্র জানান, ওই এলাকায় তল্লাশি অভিযান চলছে ৷ এই ঘটনার তিনদিন আগে জম্মু ও কাশ্মীর পুলিশ চার জন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে ৷ তাদের কাছ থেকে 1.17 কেজি মাদক পাওয়া গিয়েছে, যা দেখতে অনেকটা ব্রাউন সুগারের মতো ৷ এর পাশাপাশি নগদ 25 লক্ষ 39 হাজার টাকা উদ্ধার হয় তাদের কাছ থেকে ৷ এই ঘটনাটি উরির কামালকোট এলাকার ৷ সেটি জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার কাছেই অবস্থিত ৷ ওই চারজন অভিযুক্তের নাম নাসির আহমেদ ভাট্টি, রেয়াজ আহমদ খান্দায়, ফয়াজ আহমদ খান্দায় এবং মহম্মদ পাজির ৷ এরা সকলেই কামালকোটের বাসিন্দা ৷ অভিযুক্তদের উরির পথে কামালকোট চেকপয়েন্ট থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক ৷

আরও পড়ুন: জম্মু নরওয়ালে জোড়া বিস্ফোরণে আহত বেশ কয়েকজন

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পাকিস্তানের বেশ কয়েকজন হ্যান্ডলার জম্মু ও কাশ্মীরে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের মধ্যে দিয়ে ভারতে মাদক পাচারের জোর চেষ্টা চালাচ্ছে ৷ এর পিছনে সুপরিকল্পিত ছক রয়েছে ৷ এই সপ্তাহের প্রথম দিকে শ্রীনগর থেকে লস্কর-ই-তইবার (এলইটি) (lashkar-e-taiba terrorist) সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তিন জঙ্গিকে গ্রেফতার করা হয় ৷ তাদের কাছ থেকে 31 লক্ষ 65 হাজার 200 টাকা, একটি মোবাইল ফোন এবং মোট এলইটি লেটার প্যাডের 8টি পৃষ্ঠা উদ্ধার করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.