ETV Bharat / bharat

Kupwara Encounter: কুপওয়ারায় ব্যর্থ অনুপ্রবেশের চেষ্টা, নিহত 5 লস্কর জঙ্গি - জম্মু ও কাশ্মীর

Infiltration Bid Foiled in Kupwara: উত্তর কাশ্মীরের কুপওয়ারায় নিরাপত্তা বাহিনীর অভিযান ৷ অনুপ্রবেশ করতে গিয়ে পাঁচ লস্কর জঙ্গি নিহত বলে খবর ৷ এখনও অভিযান চলছে বলে জানা গিয়েছে ৷

Representative Image
Representative Image
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 26, 2023, 7:23 PM IST

কুপওয়ারা, 26 অক্টোবর: অনুপ্রবেশ করার চেষ্টা করায় জম্মু ও কাশ্মীরের উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলায় পাঁচ লস্কর জঙ্গি নিহত ভারতের নিরাপত্তা বাহিনীর হাতে ৷ বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর তরফে দাবি করা হয়েছে যে ওই জঙ্গিরা নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের দিকে আসার চেষ্টা করছিল ৷ তখনই এই ঘটনা ঘটে ৷

সেনাবাহিনীর চিনার কর্পসের শ্রীনগরের একজন মুখপাত্র সোশাল মিডিয়ায় জানিয়েছেন যে অনুপ্রবেশের সম্ভাবনার তথ্য আগেই এসেছিল ৷ সেই মতো বুধবার রাত থেকেই ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলি যৌথ অভিযান শুরু করে ৷ সেই অভিযানেই অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করা হয়েছে । কুপওয়ারা সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর মোতায়েন থাকা জওয়ানদের সতর্ক করা হয়েছে ৷ এখনও ওই এলাকায় তল্লাশি চলছে ৷

যদিও সেনাবাহিনী এখনও কোনও জঙ্গিকে হত্যার বিষয়টি নিশ্চিত করতে পারেনি ৷ কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে যে এনকাউন্টারে দুই জঙ্গি নিহত হয়েছে ৷ এখনও এনকাউন্টার চলছে । সোশাল মিডিয়ায় পোস্ট করা একটি বিবৃতিতে কাশ্মীর জোন পুলিশের একজন মুখপাত্র লিখেছেন, "কুপওয়ারা পুলিশের দেওয়া একটি নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, মাচাল সেক্টরে একটি এনকাউন্টার শুরু হয়েছে ৷ সেখানে এখনও পর্যন্ত দুই জঙ্গি নিহত হয়েছে । অপারেশন চলছে । আরও বিশদ বিবরণ দেওয়া হবে পরে ৷"

  • Based on a specific information provided by Kupwara Police, an #encounter has started in Machhal sector in which two #terrorists have been killed so far. Operation underway. Further details shall follow.@JmuKmrPolice

    — Kashmir Zone Police (@KashmirPolice) October 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সোশাল মিডিয়ায় অন্য একটি পোস্টে এডিজিপি কাশ্মীরকে উদ্ধৃত করে পুলিশের একজন মুখপাত্র বলেছেন, "এলইটি-র (লস্কর-ই-তইবা) আরও তিনজন জঙ্গি নিহত হয়েছে (মোট পাঁচজন) । সনাক্তকরণ নিশ্চিত করা হচ্ছে । অনুসন্ধান অভিযান চলছে । আরও বিশদ বিবরণ পরে দেওয়া হবে ৷"

তবে এখনও পর্যন্ত নিহত জঙ্গিদের পরিচয় জানা যায়নি বলে খবর । এলাকায় জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী কুপওয়ারায় তল্লাশি অভিযান শুরু করার পরে এনকাউন্টারটি শুরু হয়েছিল বলে মনে করা হচ্ছে ।

সূত্র মারফত জানা গিয়েছে, নিরাপত্তা বাহিনী সন্দেহভাজন স্থানে পৌঁছলে লুকিয়ে থাকা জঙ্গিরা তল্লাশি দলের ওপর গুলি চালায় ৷ নিরাপত্তা বাহিনী জঙ্গিদের গুলিতে পালটা জবাব দেয় ৷ যার ফলে গুলির লড়াই শুরু হয় । ওই এলাকায় কতজন জঙ্গি লুকিয়ে আছে, তাও স্পষ্ট নয় ।

আরও পড়ুন: কুলগাওতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত 2 হিজবুল মুজাহিদিন জঙ্গি

কুপওয়ারা, 26 অক্টোবর: অনুপ্রবেশ করার চেষ্টা করায় জম্মু ও কাশ্মীরের উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলায় পাঁচ লস্কর জঙ্গি নিহত ভারতের নিরাপত্তা বাহিনীর হাতে ৷ বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর তরফে দাবি করা হয়েছে যে ওই জঙ্গিরা নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের দিকে আসার চেষ্টা করছিল ৷ তখনই এই ঘটনা ঘটে ৷

সেনাবাহিনীর চিনার কর্পসের শ্রীনগরের একজন মুখপাত্র সোশাল মিডিয়ায় জানিয়েছেন যে অনুপ্রবেশের সম্ভাবনার তথ্য আগেই এসেছিল ৷ সেই মতো বুধবার রাত থেকেই ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলি যৌথ অভিযান শুরু করে ৷ সেই অভিযানেই অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করা হয়েছে । কুপওয়ারা সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর মোতায়েন থাকা জওয়ানদের সতর্ক করা হয়েছে ৷ এখনও ওই এলাকায় তল্লাশি চলছে ৷

যদিও সেনাবাহিনী এখনও কোনও জঙ্গিকে হত্যার বিষয়টি নিশ্চিত করতে পারেনি ৷ কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে যে এনকাউন্টারে দুই জঙ্গি নিহত হয়েছে ৷ এখনও এনকাউন্টার চলছে । সোশাল মিডিয়ায় পোস্ট করা একটি বিবৃতিতে কাশ্মীর জোন পুলিশের একজন মুখপাত্র লিখেছেন, "কুপওয়ারা পুলিশের দেওয়া একটি নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, মাচাল সেক্টরে একটি এনকাউন্টার শুরু হয়েছে ৷ সেখানে এখনও পর্যন্ত দুই জঙ্গি নিহত হয়েছে । অপারেশন চলছে । আরও বিশদ বিবরণ দেওয়া হবে পরে ৷"

  • Based on a specific information provided by Kupwara Police, an #encounter has started in Machhal sector in which two #terrorists have been killed so far. Operation underway. Further details shall follow.@JmuKmrPolice

    — Kashmir Zone Police (@KashmirPolice) October 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সোশাল মিডিয়ায় অন্য একটি পোস্টে এডিজিপি কাশ্মীরকে উদ্ধৃত করে পুলিশের একজন মুখপাত্র বলেছেন, "এলইটি-র (লস্কর-ই-তইবা) আরও তিনজন জঙ্গি নিহত হয়েছে (মোট পাঁচজন) । সনাক্তকরণ নিশ্চিত করা হচ্ছে । অনুসন্ধান অভিযান চলছে । আরও বিশদ বিবরণ পরে দেওয়া হবে ৷"

তবে এখনও পর্যন্ত নিহত জঙ্গিদের পরিচয় জানা যায়নি বলে খবর । এলাকায় জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী কুপওয়ারায় তল্লাশি অভিযান শুরু করার পরে এনকাউন্টারটি শুরু হয়েছিল বলে মনে করা হচ্ছে ।

সূত্র মারফত জানা গিয়েছে, নিরাপত্তা বাহিনী সন্দেহভাজন স্থানে পৌঁছলে লুকিয়ে থাকা জঙ্গিরা তল্লাশি দলের ওপর গুলি চালায় ৷ নিরাপত্তা বাহিনী জঙ্গিদের গুলিতে পালটা জবাব দেয় ৷ যার ফলে গুলির লড়াই শুরু হয় । ওই এলাকায় কতজন জঙ্গি লুকিয়ে আছে, তাও স্পষ্ট নয় ।

আরও পড়ুন: কুলগাওতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত 2 হিজবুল মুজাহিদিন জঙ্গি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.